আ আ ম স আরেফিন সিদ্দিক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

দেশকে মুক্তিযুদ্ধের চেতনামুখী করেন তিনি

দেশকে মুক্তিযুদ্ধের চেতনামুখী করেন তিনি
’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু যখন সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন তখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা স্বামী ড. ওয়াজেদ মিয়া, ছোট বোন শেখ রেহানা এবং তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল অবিশ্বাস্যভাবে বেঁচে যান। ওইদিন তাদেরও ৩২ নম্বরের বাসভবনে থাকার কথা ছিল। ড. ওয়াজেদ মিয়া ওইসময় পশ্চিম জার্মানিতে প্রশিক্ষণে ছিলেন। তিনি তার স্ত্রী শেখ হাসিনাকে জার্মানিতে যাওয়ার জন্য পীড়াপীড়ি করছিলেন। তখন শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. আব্দুল মতিন চৌধুরীর কাছে গেলে তিনি জার্মানিতে যেতে নিষেধ করেন। শেখ হাসিনাকে তিনি বলছিলেন, তোমার বাবা ১৫ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। তাই তোমাকে ওইদিন বাবার সঙ্গে ক্যাম্পাসেই থাকতে হবে। বিষয়টি নিয়ে শেখ হাসিনা দোটানায় পড়ে গেলেন। তিনি বাবা বঙ্গবন্ধুকে বিষয়টি জানালেন। বললেন, বাবা এখন আমি কী করব। বঙ্গবন্ধু কোনো সময় না নিয়েই বললেন, ‘তোমার জামাই যা বলে তুমি তাই করো।’ তিনি ১৫ আগস্টের মাত্র ১৪ দিন আগে ছোট বোন রেহানাকে নিয়ে জার্মানির উদ্দেশে রওনা দেন। তার পরের ঘটনা বড়ই নির্মম, মর্মান্তিক ও বেদনাদায়ক। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর জার্মানিতে শেখ হাসিনার নিরাপদেই থাকার কথা। কারণ তিনি সেখানে রাষ্ট্রদূতের বাসভবনেই ছিলেন। কিন্তু তাকে কীভাবে জার্মানি থেকে বের করে দেওয়া যায়, সেই ছলাকলা অঙ্কন করা হয়। তৎকালীন রাষ্ট্রদূত হুমায়ূন রশিদ চৌধুরী ছিলেন একজন পেশাদার কূটনীতিক। তিনি তাকে আশ্রয়ের ব্যবস্থা নিলেন। পরে তিনি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা নিলেন। ভারত সরকারের সহযোগিতায় শেখ হাসিনা দিল্লি এলেন। মানুষের বিপদেই মানুষের পরিচয়। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যাকারী সামরিক সরকার সেদিন ক্ষমতায় থাকায় শেখ হাসিনা দেশে আসতে পারেননি। এমনকি ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে শেখ হাসিনাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার পরও তিনি দেশে আসতে পারেননি। জিয়াউর রহমানের আমলে শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটিও গঠন করা হয়। এ কমিটি তার আগমনের বিরোধিতা করে নানা কর্মসূচি পালন করে। তাকে প্রতিরোধের চেষ্টা করা হয়। কিন্তু তিনি সব উপেক্ষা করে ১৭ মে দেশে এলেন। সেদিন তাকে একনজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় জড়ো হয় লাখো জনতার স্রোত। রাস্তার সেই জনগণের ভিড় সামলে কয়েক ঘণ্টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্থাপিত অস্থায়ী মঞ্চে এলেন শেখ হাসিনা। বৃষ্টিতে ভিজে ভিজে তিনি বক্তব্য রাখছিলেন। আর মানুষও বৃষ্টিতে ভিজে তা বিভোর হয়ে শুনছিল। বঙ্গবন্ধুকন্যা বললেন, আমি দলীয় সভাপতি হিসেবে নয়, দেশকে এবং দেশের জনগণকে স্বৈরশাসন থেকে মুক্তি দিতেই দেশে এসেছি। তার এমন বক্তব্য ছিল যেন বঙ্গবন্ধুর ৭ মার্চের দেওয়া বক্তব্য—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সেই বক্তব্যেরই প্রতিধ্বনি। শেখ হাসিনা প্রত্যাবর্তন করে দেশকে পুনরায় মুক্তিযুদ্ধের চেতনামুখী করেছেন। সরকারপ্রধান হিসেবে তিনি সাধারণ মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। তার প্রত্যাবর্তনে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। গণতন্ত্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও সার্বিক অবকাঠামোর উন্নতি হয়েছে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। আর শেখ হাসিনার লক্ষ্য আপামর মানুষের মুক্তি। যেন তার বাবার স্বপ্নেরই প্রতিধ্বনি। তার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি দীর্ঘজীবী হোন সেই প্রার্থনা। তার হাত ধরেই পূরণ হোক পিতার স্বপ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X