জুনায়েদ শিশির
১৪ মার্চ ২০২৩, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রত্যাশার থেকে প্রাপ্তি বেশি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে দেশে প্রথমবার আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করা হয়। নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এসেছেন উদ্যোক্তারা। ছিল দেশেরও নামি দামি প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণ।

গতকাল সোমবার সম্মেলনের শেষ দিন অনেক ব্যস্ততার মাঝেও এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন একান্ত আলাপ করেছেন কালবেলার সঙ্গে। আলাপচারিতার মধ্য দিয়ে তার এই সাক্ষাৎকারটি নিয়েছেন স্টাফ রিপোর্টার জুনায়েদ শিশির।

কালবেলা : আয়োজন নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মো. জসিম উদ্দিন : অবশ্যই সন্তুষ্ট। প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি। সব অধিবেশন সফল হয়েছে। নিবন্ধিত অংশগ্রহণকরী ও আমন্ত্রিত বিশেষজ্ঞ সবাই এসেছেন। তিন দিনের আয়োজনে প্রতিদিন প্রতিটি খাতের ওপর আলাদা আলাদা অনুষ্ঠান হয়েছে। সেখানে সব বিষয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী, গভর্নর, প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের উপদেষ্টা, দেশি-বিদেশি বিজ্ঞজন সবাই তাদের গবেষণালব্ধ তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন। তারা দেখিয়েছেন—কীভাবে আমরা সম্ভবনাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারি। সম্পদ ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা সৃষ্টি এবং করণীয় ও বর্জনীয় নানা বিষয় উঠে এসেছে। এ ছাড়া সামিটে অংশগ্রহণকারী প্যাভিলিয়নগুলোতে দেশের সেরা পণ্যগুলো প্রদর্শনী হয়েছে। এতে দেখা গেছে, আমি যতটুকু আশা করেছি, এর থেকে বেশি সাড়া মিলেছে।

কালবেলা : সম্মেলন থেকে কী পেলেন?

মো. জসিম উদ্দিন : অধিবেশনগুলো থেকে যেসব পরামর্শ ও করণীয় প্রস্তাব এসেছে, তা নিয়ে আমরা আগামী ছয় মাস কাজ করব। এরপর প্রাপ্ত তথ্য-উপাত্ত সমন্বয় করে তা প্রস্তাব আকারে সরকারের কাছে পাঠাব। তা ছাড়া এই সম্মেলন থেকে যে বিষয় আসবে, তা নিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে যাবো। সেখানে আমরা বলব, এসব প্রতিবন্ধকতার কথা এসেছে। সমাধান হলে আরও বেশি বিনিয়োগ আসবে। অন্যদিকে ব্র্যান্ডিংয়ের জন্য আমরা সিএনএনকে সঙ্গে নিয়েছি, তারাও আগামী ছয় মাস বাংলাদেশের সক্ষমতার বিষয়ে প্রচার করবে। সুতরাং আমাদের এ বিষয়টিকে ধরে রাখতে হবে। আগামীতেও যাতে এই সম্মেলন অব্যাহত থাকে সে ব্যবস্থা রাখতে হবে। আমি মনে করি, প্রতিটি দেশের একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান থাকে। বাংলাদেশের বিজনেস সামিট সে রকম একটি হওয়া দরকার। এ ছাড়া সম্মাননা পুরস্কারও রাখা দরকার।

কালবেলা: এই সম্মেলন কতটা বিদেশি বিনিয়োগ আনতে সহায়ক হবে?

মো. জসিম উদ্দিন: এফডিআই বা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এখন আসবে। বাংলাদেশে কোনো মেগা প্রকল্প ছাড়াই ৪৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি হয়েছে। এখন আমরা বলছি, পদ্মা সেতুর কারণে জিডিপিতে ১ দশমিক ৩ শতাংশ অবদান থাকবে। যে টানেল, এক্সপ্রেসওয়ে, মেট্রো, রূপপুর ও বিমানবন্দর উন্নয়ন হচ্ছে, এগুলো এখন যুক্ত হবে। আসছে ১০০টি অর্থনৈতিক অঞ্চল। সবই আমাদের সক্ষমতার প্রমাণ। বিদেশিরা একসময় বাংলাদেশে বিনিয়োগকে অনেক ভোগান্তি মনে করত। দেশের ব্যবসায়ীদের জন্যও ছিল ডিফিকাল্ট। পরিস্থিতি পাল্টে যাচ্ছে। যখন বিদেশিরা দেখবে অর্থনৈতিক অঞ্চলে সব প্রস্তুত, তার বিনিয়োগ করার উপযোগী হয়েছে। তখন সে আসবে। এইফবিসিসিআই বিজনেস সামিট থেকে মূলত সেটিই জানান দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ বাংলাদেশকে ব্র্যান্ডিং করেছে বিশ্বের বুকে। সময় এসেছে বাংলাদেশকে আরও ব্র্যান্ডিংয়ের। ধারাবাহিকভাবে তা তুলে ধরতে পারলে বিদেশি বিনিয়োগ অটোমেটিক আসবে। তা ছাড়া বাংলাদেশ ১৭ কোটি লোকের বাজার! জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে। যে বিনিয়োগকারী বাংলাদেশে আসবে—সে ভারত, চীন ও প্রতিবেশী দেশে প্রবেশ করতে পারছে। এটাও এফডিআই টানতে সহায়ক হবে।

কালবেলা: আয়োজনে বেশ কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। কী বলবেন?

মো. জসিম উদ্দিন: সীমাবদ্ধতা-প্রতিবন্ধকতা থাকবেই, সব দেশেই আছে। এর মধ্য দিয়েই কাজ করতে হবে। তাহলে এই প্রতিবন্ধকতা থাকবে না। তা ছাড়া এ ধরনের অনুষ্ঠান আমাদের নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে এর আগে কখনো এমন আয়োজন হয়নি। অত্যধুনিক ব্যবস্থায় এই আয়োজন হয়েছে। প্রতিটি কাজ ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। এমন একটি অনুষ্ঠান আমরা বেসরকারি খাত থেকে করেছি, কিছুটা ভুলত্রুটি থাকতেই পারে। সেজন্য এত অর্জনের মধ্যে যদি আমরা ভুলত্রুটি তুলে ধরি, তাহলে তো খারাপ লাগে। এত কষ্ট করছি—এটি কি আমার জন্য? এই কষ্ট তো দেশের জন্য করছি। আমি মনে করি, প্রতিটি নাগরিকের এই অর্জন। প্রথমবার কিছু ভুল থাকতেই পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা আমাকে সরকারি চাকরি করতে বলেন

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পণ্য আমদানি শুরু

অবরোধ সফলে বনানীতে শ্রাবণের নেতৃত্বে মশাল মিছিল

বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৩ / জীবনের উৎস মাটি ও পানিকে অবজ্ঞা ধরিত্রীর ঝুঁকি বাড়াচ্ছে

আছে ভবন, নেই কার্যক্রম

মানিকগঞ্জে গণধর্ষণের শিকার ২ নারী, গ্রেপ্তার ৭

শাহজাহান ওমরের অনুসারীদের আ.লীগে যোগদান

মিরপুর টেস্টে নতুন ভূমিকায় দেখা যাবে তামিমকে

মাল্টা পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ 

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

১০

আ.লীগ সরকার গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী 

১১

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৬ হাজার ছুঁইছুঁই

১২

সর্বোচ্চ করদাতা কণ্ঠশিল্পী তাহসান-রুবেল-মমতাজ

১৩

সাগরের তলদেশে পাইপলাইন দিয়ে ডিজেল পরিবহন শুরু

১৪

অবরোধ সফলে বরিশালে বিএনপির মশাল মিছিল

১৫

থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

স্ত্রীর চেয়ে স্বর্ণ বেশি জাপার মাসুদ চৌধুরীর

১৭

ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন অনন্ত জলিল

১৮

সুনামগঞ্জে বিএনপির মশাল মিছিল  

১৯

যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার পুনরায় শুরু

২০
X