রমজান উপলক্ষে ভেজাল চিনি না কেনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। গতকাল সোমবার বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলে, কিছু অসাধু প্রতিষ্ঠান করপোরেশন নির্ধারিত দামের পরিবর্তে ভেজাল চিনি বেশি দরে বাজারে সরবরাহ করছে। এতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সাধারণ ভোক্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অসাধুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।