যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া শুরু হওয়ার আগে পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে একটি সাবমেরিন থেকে দুটি ‘কৌশলগত’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রোববার ভোররাতে কোরিয়ার পূর্ব উপকূলের সাগরে থাকা ‘৮ দশমিক ২৪ ইয়ংয়ুং’ সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। খবর আলজাজিরার।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ সোমবার জানায়, সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রগুলো সাগরের একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগে ১ হাজার ৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) উড়ে যায়। ‘কৌশলগত’ শব্দটি সাধারণত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অস্ত্র বর্ণনা করতে ব্যবহার করা হয়। কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধকের অংশ সাবমেরিন ইউনিটের পানির নিচ থেকে আক্রমণাত্মক অভিযান চালানোর পরীক্ষা হয়েছে এবং এতে পদ্ধতিটির নির্ভরযোগ্যতা নিশ্চিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তাদের সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশটির গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সঙ্গে একত্রে উত্তর কোরিয়ার দাবিকৃত ওই উৎক্ষেপণ বিশ্লেষণ করে দেখছে। সোমবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনারা পূর্বসূচি অনুযায়ী ‘ফ্রিডম শিল্ড ২৩’ নামে অভিহিত ১১ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার বড় একটি সাবমেরিন বহর আছে; কিন্তু জানামতে, ৮ দশমিক ২৪ ইয়ংয়ুং (২৪ আগস্টের বীর) দেশটির একমাত্র পরীক্ষামূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন।