সোমবার (বাংলাদেশ সময়) পর্দা নামলো ৯৫তম অস্কারের। শুরু থেকেই ইতিউতি উড়ে বেরিয়েছে হলিউডের ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’র নাম। অস্কার মঞ্চেও বারবার ফিরে এল ছবিটি। শুধু সেরাই নয়, বলতে গেলে অস্কারের পুরোটাজুড়েই ছিল এ সিনেমার জয়জয়কার। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, মৌলিক চিত্রনাট্যসহ সাতটি পুরস্কার জিতেছে সিনেমাটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে প্রথম এশীয় অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন মিশেল ইয়ো। সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন কে হুই কোয়ান। সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন জেমি লি কার্টিস।
ষাটের দশকে একঝাঁক তরুণ নির্মাতা চমকপ্রদ সিনেমা বানিয়ে হলিউডকে কাঁপিয়ে দিয়েছিল। চলচ্চিত্রের ইতিহাসবিদরা যদি ৯৫তম অস্কার পর্যবেক্ষণ করেন, তবে এই যুগকে আরেকটি ‘নতুন হলিউড’ হিসেবেই চিহ্নিত করবেন। কারণ, সেরা সিনেমার পুরস্কারপ্রাপ্ত ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটির গল্পটি উপস্থাপিত হয়েছে ভিন্ন মাত্রায়। প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় বিকল্প অস্তিত্বের প্যারালাল ইউনিভার্সের সাক্ষাৎ পেয়েছেন দর্শকরা।
সেরা অভিনেত্রীর বক্তব্যে মিশেল ইয়ো বলেন, ‘ছোট্ট ছেলেমেয়েরা যারা আজ রাতে আমাকে দেখছ—এটা তাদের জন্য আশা ও সম্ভাবনার একটা ইঙ্গিত।
অস্কার হাতে ৬০ বছর বয়সী ইয়ো আরও বলেন, ‘স্বপ্ন সত্যি হয়—এটাই তার প্রমাণ। আর নারীরা, তোমরা কখনোই কাউকে বলতে দেবে না যে জীবনের সেরা সময়টা তোমার অতীত হয়ে গেছে। হাল ছেড়ে দিও না।’
সিনেমাটি এগিয়েছে এভলিন ওয়াংকে (মিশেল) কেন্দ্র করে; যিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ্য চীনা অভিবাসী। দেশটির রেভিনিউ বিভাগ এক জরিপে বিষয়টি ধরে ফেলে। ঠিক তখনই মহাবিশ্বের শক্তিশালী সত্তার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন এভলিন। স্বামী ওয়েমন্ড ওয়াংয়ের পরামর্শে তিনি দৈববলে প্যারালাল ইউনিভার্সে নিজেকে আবিষ্কার করেন। সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চারধর্মী এ
সিনেমায় বর্তমান বিশ্বের নৈরাজ্যময় এক পরিস্থিতির রূপক চিত্রায়ণ করেছেন পরিচালক ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। নির্মাতা যুগলও পেয়েছেন সেরার খেতাব।
বহুমুখী সত্তার অধিকারী এভলিন এক পর্যায়ে প্যারালাল জগতে বিচরণের ক্ষমতা হারিয়ে ফেলেন, তবে আবারও ফিরে পান। সিনেমাটি প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের ভাষ্য, জগতে কোনো কিছুই কখনো নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে না—এমন একটি বার্তা দিতে চেষ্টা করেছে এ সিনেমা।
প্রসঙ্গত, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালের ১৩ মে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশেল ইয়ো, স্টেফানি হু, কে হুই কোয়ান, জেমি লি কার্টিস প্রমুখ।