ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৩, ০২:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

সুযোগ-সুবিধার ঘাটতি পোষাতেই খুলনায় জ্যোতিরা

সুযোগ-সুবিধার ঘাটতি পোষাতেই খুলনায় জ্যোতিরা
লম্বা সময় ধরে সিলেটে অনুশীলন করেছিল বাংলাদেশ নারী দল। সিলেটই যেন তাদের হোম ভেন্যু হয়ে উঠছিল। কিন্তু সাম্প্রতিক সেখানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট বেড়ে যাওয়ায় বিকল্প ভাবতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নারী ক্রিকেটারদের জন্য নতুন করে প্রস্তুত করা হচ্ছে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামকে। বাংলাদেশ ক্রিকেটের তৃতীয় আন্তর্জাতিক ভেন্যু সিলেট। ঢাকা, চট্টগ্রামের পর এ মাঠকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। এ বছর সেখানে বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা বোর্ডের। একই সঙ্গে ‘এ’ দল, ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ে ব্যস্ত সূচির মধ্যে পড়েছে ভেন্যুটি। এমতাবস্থায় নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধার ঘাটতি যেন না হয়, সেজন্যই খুলনায় স্থানান্তর বলে জানা গেছে। ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হতে পারে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। তারপরও নারী ক্রিকেটারদের খুলনায় ক্যাম্প কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। গতকাল এ নিয়ে কালবেলাকে বলেন, ‘খুলনায় নারী ক্রিকেটারদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। নতুন কিছু উইকেট তৈরি করে দেওয়া হবে। তাদের অনুশীলনে কোনো ঘাটতি যেন না হয়, সেজন্যই খুলনায় তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।’ অবশ্য সিলেট কিংবা বিশ্বকাপ ভেন্যু হতে পারে—এমন কোথাও ক্যাম্প হলে নারী ক্রিকেটারদের বাড়তি সুবিধা হতো মনে করেন নারী বিভাগের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের এক বছর আগে ভেন্যু সরে যাওয়া দুঃখজনক। সিলেটের উইকেটগুলোর সঙ্গে ওরা পরিচিত। যেহেতু বিশ্বকাপ ওখানে হবে, এতে করে আসরের আগে ওদের নতুন করে মানিয়ে নিতে হবে।’ জানা গেছে, যাতায়াত নিয়েও সমস্যা আছে খুলনায়। তবে সেসব সমস্যার সমাধান করেই খুলনায় পূর্ণাঙ্গ অনুশীলন সুবিধা দিচ্ছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X