কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
১৮ মার্চ ২০২৩, ০৯:০২ এএম
প্রিন্ট সংস্করণ

জমির দখল নিতে গুলি : আজমেরী ওসমানের লোকজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের বন্দরে একটি জমির দখল নিতে গিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলি ছোড়ার ঘটনায় ৪১ জনকে আসামি করে বন্দর থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় গুলিবিদ্ধ মঈনুল হক পারভেজের ছোট ভাই তানভীর আহমেদ মামলাটি করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

এজাহারনামীয় গ্রেপ্তাররা হলো সোনারগাঁয়ের শাহজাদার ছেলে রায়হান জাদা রবি, রূপগঞ্জের ভুলতার মোসলেম উদ্দিনের ছেলে মামুন, বন্দরের চুনাভূরার হাবিবের ছেলে মনির হোসেন মনা ও খানবাড়ি এলাকার মৃত জুলমত আলীর ছেলে কবির হোসেন। মামলার অন্য আসামিরা হলো আলী হায়দার শামীম, ঢাকার আদাবরের নবীনগর হাউজিং সোসাইটির সেকান্দার মিয়ার ছেলে নূর মোহাম্মদ, সদর উপজেলার আমির হোসেন, উৎসব, মুকিত, মুহিদ ও পাঠান রনি। মামলার আসামিরা সবাই নারায়ণগঞ্জের বহুল আলোচিত আজমেরী ওসমানের সহযোগী।

আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের চারবারের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে। আর গুলিবিদ্ধ মঈনুল হক পারভেজ জেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ও বন্দরের কালাগাছিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান রাইসুল হকের ছেলে।

বন্দর থানার পরিদর্শক (অপারেশন) মো. তাসলিম উদ্দিন বলেন, জমি দখলের চেষ্টাকালে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় মঈনুল হকের ছোট ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার বাদী তানভীর আহমেদ বলেন, তাদের জমি দখল করতে এসে হত্যার উদ্দেশ্যে তার ভাই মঈনুল হককে গুলি করেছেন আসামি মামুন। তার ভাইয়ের বাঁ পায়ে গুলি লেগেছে। তার ভাইকে বাঁচাতে ভাবি আবিদা সুলতানা সোমা এগিয়ে এলে তাকেও বাঁ পায়ে গুলি করেন পিৎজা শামীম। লাঠির আঘাতে তার পা ভেঙে গেছে। ঢাকার পঙ্গু হাসপাতালে দুজনের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন। তাদের বসতঘরে হামলা ও ভাঙচুর এবং রান্নাঘরে আগুন দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মঈনুল হকের কয়েকজন স্বজন জানান, আজমেরী ওসমান তাদের জমি জোর করে দখলে নিতে চান। তিনি লোক পাঠিয়ে বারবার তাদের হুমকি-ধমকি দিয়েছেন। ঘটনার দুই মাস আগে জমিতে সাইনবোর্ড লাগিয়েছেন। বিষয়টি নিয়ে আজমেরী ওসমানের কাছে বারবার গেলেও তিনি ঘুরিয়েছেন। হামলার দুদিন আগে গভীর রাতে বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দিয়েছেন।

এদিকে ওই ঘটনার পর থেকে মঈনুল হকের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করে মঈনুল হকের চাচা আবু তালেব বলেন, তারা যদি সত্যিকার অর্থেই জমি পান, তাহলে তারা কাগজপত্র নিয়ে বসুক। সেটি না করে আজমেরী ওসমান তার লোকজন পাঠিয়ে জোর করে জমি দখল করে নিতে চান।

মামলার আসামিরা কার লোক জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পিৎজা শামীমসহ তার লোকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পিৎজা শামীম ও মোটরসাইকেল বহর নিয়ে যারা জমি দখল করতে আসছেন সেটি আপনিসহ সবাই জানেন, তারা কার লোক।

গত বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকায় প্রয়াত রাইসুল হকের মালিকানাধীন ৬৬ শতাংশ জমি দখল করতে যান আজমেরী ওসমানের লোকজন। এতে বাধা দিলে গুলি করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন মঈনুল হক ও তার স্ত্রী সোমা। আহত হন ১৫ জন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানে তাদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল ভাঙচুর ও দুটিতে আগুন দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দিন স্মৃতিসৌধে যেতে মানা

ফেলিক্সের গোলে অ্যাথলেটিকোকে হারাল বার্সেলোনা

শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

৪ ডিসেম্বর : নামাজের সময়সূচি

৪ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

সোমবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি

নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

ময়মনসিংহে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

১০

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

১১

ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

১২

শরিকদের সঙ্গে আজ বসবেন শেখ হাসিনা

১৩

হাঁসে ধান খাওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১৪

মানিকগঞ্জ-২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

১৫

এমপি হতে চেয়ারম্যানের পদত্যাগ, বাছাইয়ে বাতিল হলো মনোনয়ন

১৬

স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী-রহমতগঞ্জ

১৭

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি

১৮

ভোলায় বিএনপির মশাল মিছিল

১৯

লালমনিরহাট-২ আসনে বাদ পড়লেন ৪ প্রার্থী

২০
X