সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
পৃথিবীটাকে যদি ফুটবলের মতো ভাবা হয়, তবে টেকটোনিক প্লেট হলো এর এক একটি প্যানেল। তবে এই প্যানেল তথা প্লেটগুলো বাইরে থেকে বোঝা যায় না। ভূ-অভ্যন্তরের সবচেয়ে উপরের দিকে থাকা লিথোস্ফিয়ার স্তরে এমন ৭টি বড়, ১৫টি মাঝারি ও বেশ কিছু তুলনামূলক ক্ষুদ্র প্লেট আছে। পৃথিবীর সৃষ্টির আদিতে এগুলো একসঙ্গে লেগে থাকলেও ক্রমে ফাটল ধরে এবং প্লেটগুলো সরতে শুরু করে।
এভাবেই তৈরি হয়েছে বিভিন্ন মহাদেশ।চলতে থাকা এ প্লেটগুলোর সীমানাতেই যত গণ্ডগোল বাধে। ওই সীমানাকে বলে ‘সিস্টেম অব ফল্টস’। এ ফল্ট বলতে দুই টুকরো পাথরের মাঝখালের ফাটল বা চ্যুতি বোঝায়। টেকটোনিক প্লেটের যে কোনো দুটি ফল্টের মধ্যে ঘষা বা সংঘর্ষ ঘটলেই দেখা দেয় ভূমিকম্প।তুরস্কের ঠিক নিচ দিয়ে এমন দুটি ফল্ট লাইন আছে। এর একটি ‘নর্থ আনাতোলিয়ান ফল্ট লাইন’। অন্যটি ‘ইস্ট আনাতোলিয়ান ফল্ট’। এ দুই ফাটল-রেখা বরাবর তুরস্ক পড়েছে। তাই দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন