ক্রীড়া প্রতিবেদক
১৮ মে ২০২৩, ০১:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সাফ নিয়ে আশাবাদী ক্যাবরেরা

ক্রীড়া প্রতিবেদকঃ সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। গতকাল ভারতে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়

সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। গতকাল ভারতে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়।

‘এ’ গ্রুপে কুয়েত, নেপাল ও পাকিস্তানের সঙ্গী হয়েছে স্বাগতিক ভারত। দুই গ্রুপে থাকা লেবানন ও কুয়েত অতিথি দল হিসেবে এবারের আসরে খেলছে। ২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে এবারের আসর, শেষ হবে ৪ জুলাই। প্রতিযোগিতার সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল লেবাননকে মোকাবিলার চ্যালেঞ্জ লাল-সবুজদের সামনে। ২০১১ সালের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পশ্চিম এশিয়ার দেশটির বিপক্ষে দুই ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৈরুতে ৪-০ গোলে হেরে আসা দলটি জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরীর লক্ষ্যভেদে ঢাকায় ২-০ গোলে জয় পায়। সেই লেবাননের সঙ্গে বর্তমান দলটির অবশ্য বিস্তর তফাৎ। শক্তিশালী দলটিকে নিজেদের গ্রুপে পাওয়ার বিষয়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

‘এটা চ্যালেঞ্জিং গ্রুপ। প্রতিযোগিতার সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলটি আমাদের গ্রুপে রয়েছে। এটি ইতিবাচক বিষয়। আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, ভালো কিছুই হবে’— গ্রুপিংয়ের পর নিজের প্রতিক্রিয়ায় বলছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। স্প্যানিশে এ কোচ যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি, ম্যাচ বাই ম্যাচ হিসাব করে এগিয়ে যেতে পারব। প্রতিযোগিতার দুটি গ্রুপই শক্তিশালী এবং উন্মুক্ত। আশা করছি, আমরা লক্ষ্য অর্জন করতে পারব।’

২০০৯ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলে বাংলাদেশ। সর্বশেষ পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়নদের। এমনকি ২০১৮ সালে ঘরের মাঠেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। সে আসরের প্রথম দুই ম্যাচে ভুটান ও পাকিস্তানকে হারানো স্বাগতিকরা নেপালের কাছে ০-২ গোলে হেরে ছিটকে যায়। এক যুগের বেশি সময় ধরে গ্রুপ পর্বের গণ্ডি টপকাতে না পারার পরও এবারের আসর নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা, ‘আমরা উদগ্রীব হয়ে আছি। আমরা বিশ্বাস করছি, অন্যদের কাজটা কঠিন করে তুলতে পারব। আমরা নিজেদের সামর্থ্য সম্পর্কে জানি। আমাদের যে সামর্থ্য রয়েছে, তার পুরোটা মেলে ধরতে চাই। অবশ্যই আমরা সেমিফাইনাল খেলতে চাই। সেমিফাইনাল খেলাটা প্রত্যাশিত।’

গ্রুপ পর্বের দুই ম্যাচই বাংলাদেশের ভাগ্য লিখে দেবে। কারণ প্রথম দুই ম্যাচে শক্তিশালী লেবানন ও মালদ্বীপের মোকাবিলা করবে হাভিয়ের ক্যাবরেরার দল। লেবাননের সামর্থ্য নিয়ে কারও প্রশ্ন নেই। মালদ্বীপকে শক্তিশালী মানতে যাদের আপত্তি, তাদের স্মরণে রাখা উচিত, দ্বীপ দেশটির বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে হেরেছে বাংলাদেশ।

২২ জুন স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) লেবাননের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৫ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিও বিকেলে অনুষ্ঠিত হবে। ২৮ জুন শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে। এ ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)। ২১ জুন প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে কুয়েত খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু হবে ৪ জুন। আসরটির জন্য ৩৫ সদস্যর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ের ক্যাবরেরা। মার্চে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলা স্কোয়াড ধরে রেখেছেন স্প্যানিশ কোচ।

দলে নতুন দুই মুখ মোহামেডানের ডিফেন্ডার

মুরাদ হোসেন ও ফরটিজ এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ সরকার গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী 

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৬ হাজার ছুঁইছুঁই

সর্বোচ্চ করদাতা কণ্ঠশিল্পী তাহসান-রুবেল-মমতাজ

সাগরের তলদেশে পাইপলাইন দিয়ে ডিজেল পরিবহন শুরু

অবরোধ সফলে বরিশালে বিএনপির মশাল মিছিল

থার্টি ফার্স্ট নাইট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা

স্ত্রীর চেয়ে স্বর্ণ বেশি জাপার মাসুদ চৌধুরীর

ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন অনন্ত জলিল

সুনামগঞ্জে বিএনপির মশাল মিছিল  

যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার পুনরায় শুরু

১০

ক্রীড়াঙ্গনে সেরা করদাতার তালিকায় সাকিব তামিম রিয়াদ

১১

ঢাকায় রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

১২

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মোহাম্মদ জিল্লুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৩

সাতক্ষীরায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা দেখতে অভিযান

১৪

‘তদারকির অভাবে ব্যবসায়ীরা জনগণের গলাকাটার সুযোগ পায়’

১৫

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের জবাব দিলেন শিবলী সাদিক

১৬

ইউক্রেনকে সহায়তা দেওয়ার মতো অর্থ নেই যুক্তরাষ্ট্রের

১৭

এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

১৮

আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

১৯

গানের স্বত্ব নিয়ে শাফিন-হামিনের দ্বন্দ্ব

২০
X