সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ মে ২০২৩, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘নিরাপত্তার সংকট দেখা দিলে দায়ী থাকবে সরকার’

‘নিরাপত্তার সংকট দেখা দিলে দায়ী থাকবে সরকার’
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবন ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার নগর ভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় মেয়র বলেন, আমার নিরাপত্তার সংকট দেখা দিলে দায়ী থাকবে সরকার। এর আগে গত মঙ্গলবার রাতে মেয়র আরিফের বাসার নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়। মেয়র আরিফ বলেন, আগাম নোটিশ না দিয়েই আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এজন্য আমার নিরাপত্তায় কোনো সংকট দেখা দিলে সরকার দায়ী থাকবে। প্রথম মেয়াদে মেয়র থাকাকালে আমাকে সরকার থেকে দুজন গানম্যান দেওয়া হয়েছিল। কিন্তু পরের মেয়াদে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর নগরবাসীর করের টাকায় মাসিক চুক্তিতে আনসার বাহিনীর ২৪ সদস্যকে নিরাপত্তা দেওয়ার জন্য নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, শিডিউল করে সিসিকের পানি শোধনাগার ও যান্ত্রিক শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিয়ে আসছেন তারা। তাদের মধ্য থেকে ছয়জনকে আমার বাসা ও ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার রাতে হঠাৎ এ ছয়জনকে প্রত্যাহার করে নেওয়ায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সিসিক সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৪ আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচ আনসার সদস্য দিনে ও রাতে পালাক্রমে মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি মেয়রের বাসভবনে নিরাপত্তার দায়িত্বও পালন করছিলেন এ আনসার সদস্যরা। এ বিষয়ে আনসার ও ভিডিপির সিলেট জেলার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি বলেন, ‘পাঁচ বছর আগে নগর কর্তৃপক্ষ নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিল। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার নেওয়া যায় না। মেয়রের নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এখন এসব আনসার সদস্য শুধু নগর ভবনে দায়িত্ব পালন করবেন।’ মহানগর আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ নেতা কালবেলাকে জানান, জোট সরকারের সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দুই দফা গ্রেনেড হামলার শিকার হন। সে সময় তাকে নিরাপত্তা দেয়নি সরকার। এখন নিয়ম অনুযায়ী আনসার সদস্যদের প্রত্যাহার করায় নিরাপত্তার অভাব বোধ করছেন আরিফুল হক চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দফা দাবি আদায়ে ঢাকায় জুলাই ঐক্যের প্রতীকী কফিন ও মশাল মিছিল

দেশ সেরা ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

১০

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

১১

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

১২

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১৩

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১৪

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১৫

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৬

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৭

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৮

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৯

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

২০
X