কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০৬:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

ইমরানকে গ্রেপ্তারে বাসা ঘিরে পুলিশ, সংঘর্ষে কর্মীরা

ইমরানকে গ্রেপ্তারে বাসা ঘিরে পুলিশ, সংঘর্ষে কর্মীরা
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে ফের তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। তবে সমর্থকদের বাধার মুখে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িতে ঢুকতে পারেনি তারা। পুলিশ বাড়িতে ঢোকার চেষ্টা করলে পিটিআই কর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়। খবর দ্য ডন ও জিও নিউজের। খবরে বলা হয়, বাড়ির সামনে থেকে সমর্থকদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করে; কিন্তু তা সত্ত্বেও তারা ইমরানের বাড়ির সামনে থেকে সরেনি। এমন অবস্থায় পিটিআই চেয়ারম্যান সব কর্মী-সমর্থককে রাস্তায় নেমে আসার আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, তারা ভাবছে আমি গ্রেপ্তার হলে জাতি ঘুমিয়ে পড়বে। তাদের ভুল প্রমাণ করবেন আপনারা। আমার যদি কিছু হয় এবং আমাকে জেলে পাঠানো হয় বা আমাকে হত্যা করা হয়, তবে বুঝিয়ে দিতে হবে, আপনারা ইমরান খানকে ছাড়াই সংগ্রাম করবেন এবং এই চোরদের দাসত্ব মেনে নেবেন না। তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গতকাল ইমরানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই পরোয়ানা বাতিল হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য গত সোমবার থেকে ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে রয়েছে। তার গ্রেপ্তার ঠেকাতে বাড়ি ঘিরে রেখেছে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ক্যানন বাড়ির ভেতরে গিয়ে পড়েছে। পুলিশ বর্তমানে তার বাড়ি থেকে ৯০ মিটার দূরে রয়েছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি প্রথমে বলেছিলেন, তাদের নেতা জামান পার্কের বাড়িতে রয়েছেন। তবে পরে জানান, তিনি সেখানে নেই। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। ইমরানের গ্রেপ্তারি আটকাতে তিনিও পিটিআই সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। ইসলামাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ শাহজাদ নাদিম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আমরা কেবল আদালতের নির্দেশ পালন করতে এসেছি; কিন্তু পিটিআইর কর্মী-সমর্থকরা সম্পূর্ণ বিনা উসকানিতে এই সংঘাত শুরু করেছে। তাদের হামলায় ইতোমধ্যে আমাদের বেশ কয়েক জন পুলিশ সদস্য আহতও হয়েছেন। যদি ইমরান খান আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন এবং আমাদের সহযোগিতা করেন, তাহলে ভালো; কিন্তু তা যদি না হয়, আমরা কঠোর হতে বাধ্য হবো। এদিকে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা মরিয়ম নওয়াজ বলেছেন, কোনো পুলিশ আহত বা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য দায়ী হবেন ইমরান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জনসভার মঞ্চে তারেক রহমান

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

বাংলাদেশের আসন্ন নির্বাচনে এআই ড্রোন ব্যবহার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান : আরাগচি

আইসিসিকে উগান্ডার অভিনব চিঠি

‘ইত্যাদি’ এবার ভোলায়

মজিবুর রহমান মঞ্জুর ‘নির্বাচনী ডিজিটাল ক্যারাভ্যান’ উদ্বোধন

চট্টগ্রাম বন্দরে এনসিটি ইস্যুতে শ্রমিক দলের বিক্ষোভ

ভারতে কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রস্তাব

‘ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে’

১০

সংসদ নির্বাচন / রেকর্ড সংখ্যায় আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষকের দল, তালিকায় থাকছে যারা

১১

শেষ মুহূর্তের অর্থায়ন সত্ত্বেও শাটডাউনে মার্কিন সরকার

১২

প্রকাশ্যে গুলিবর্ষণকারী সেই যুবক পিস্তলসহ গ্রেপ্তার

১৩

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা : ইসি সানাউল্লাহ

১৪

ভুটানকে খেলা শেখাল বাংলাদেশের মেয়েরা

১৫

স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনার ও পণ্য ওঠানামা বন্ধ

১৬

তারেক রহমানের খুলনা সফরের তারিখ ঘোষণা

১৭

বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের পর আইসিসির সঙ্গে নতুন ঝামেলায় জড়াল বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও

১৮

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৮ পুলিশ নিহত

১৯

ফ্যামিলি কার্ডে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে : রবিন

২০
X