কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০৬:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

ইমরানকে গ্রেপ্তারে বাসা ঘিরে পুলিশ, সংঘর্ষে কর্মীরা

ইমরানকে গ্রেপ্তারে বাসা ঘিরে পুলিশ, সংঘর্ষে কর্মীরা
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে ফের তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। তবে সমর্থকদের বাধার মুখে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িতে ঢুকতে পারেনি তারা। পুলিশ বাড়িতে ঢোকার চেষ্টা করলে পিটিআই কর্মীদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষও হয়। খবর দ্য ডন ও জিও নিউজের। খবরে বলা হয়, বাড়ির সামনে থেকে সমর্থকদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করে; কিন্তু তা সত্ত্বেও তারা ইমরানের বাড়ির সামনে থেকে সরেনি। এমন অবস্থায় পিটিআই চেয়ারম্যান সব কর্মী-সমর্থককে রাস্তায় নেমে আসার আহ্বান জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, তারা ভাবছে আমি গ্রেপ্তার হলে জাতি ঘুমিয়ে পড়বে। তাদের ভুল প্রমাণ করবেন আপনারা। আমার যদি কিছু হয় এবং আমাকে জেলে পাঠানো হয় বা আমাকে হত্যা করা হয়, তবে বুঝিয়ে দিতে হবে, আপনারা ইমরান খানকে ছাড়াই সংগ্রাম করবেন এবং এই চোরদের দাসত্ব মেনে নেবেন না। তোশাখানা মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গতকাল ইমরানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তার বিরুদ্ধে চলমান চারটি মামলার মধ্যে কেবল এই একটিতেই পরোয়ানা বাতিল হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য গত সোমবার থেকে ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে রয়েছে। তার গ্রেপ্তার ঠেকাতে বাড়ি ঘিরে রেখেছে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের ক্যানন বাড়ির ভেতরে গিয়ে পড়েছে। পুলিশ বর্তমানে তার বাড়ি থেকে ৯০ মিটার দূরে রয়েছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি প্রথমে বলেছিলেন, তাদের নেতা জামান পার্কের বাড়িতে রয়েছেন। তবে পরে জানান, তিনি সেখানে নেই। পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। ইমরানের গ্রেপ্তারি আটকাতে তিনিও পিটিআই সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান। ইসলামাবাদ পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ শাহজাদ নাদিম ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আমরা কেবল আদালতের নির্দেশ পালন করতে এসেছি; কিন্তু পিটিআইর কর্মী-সমর্থকরা সম্পূর্ণ বিনা উসকানিতে এই সংঘাত শুরু করেছে। তাদের হামলায় ইতোমধ্যে আমাদের বেশ কয়েক জন পুলিশ সদস্য আহতও হয়েছেন। যদি ইমরান খান আদালতের সিদ্ধান্তকে সম্মান করেন এবং আমাদের সহযোগিতা করেন, তাহলে ভালো; কিন্তু তা যদি না হয়, আমরা কঠোর হতে বাধ্য হবো। এদিকে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতা মরিয়ম নওয়াজ বলেছেন, কোনো পুলিশ আহত বা ক্ষতিগ্রস্ত হলে তার জন্য দায়ী হবেন ইমরান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির গণসংযোগে গুলি : সরোয়ার হত্যার ২ আসামি গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ, আহত ৫৪

খুলনা-মোংলা মহাসড়কে নিহত ২

ভারতেও রপ্তানি হচ্ছে পিরোজপুরের সুপারি

জাহানারার অভিযোগে সরকারের অবস্থান জানালেন ক্রীড়া উপদেষ্টা

জাপানে ১ কোটি ১০ লাখ জনশক্তির ঘাটতি পূরণে সব পদক্ষেপ নেবে বাংলাদেশ

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনাটি পারিবারিক : মান্নান

আকবরের ঝড় ও মোসাদ্দেকের ঘূর্ণিতে লঙ্কানদের হারালো বাংলাদেশ

অ্যাপল ওয়াচের আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপে যে সুবিধা পাবেন

১০

ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণায় ট্রাম্পের উল্লাস

১১

বরফের রাজ্যে যুগল নাচের ঝলক

১২

গাজীপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের বিশেষ উদ্যোগ 

১৩

৫ অসাধারণ অ্যাপ দিয়ে মোবাইলেই ছবি এডিট করুন

১৪

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

১৫

ফের আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা, কর্মসূচি ঘোষণা

১৬

আমাদের সবার ভোটারদের মন জয় করে কাজ করতে হবে : সেলিমুজ্জামান 

১৭

বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমির

১৮

আ.লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার

১৯

ঘরোয়া উপায়ে দূর করুন আঁচিল

২০
X