হাসান তানভীর
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন
তখন ভরদুপুর। ঢাকা মেডিকেল কলেজ মর্গের লাশকাটা ঘরের সামনে ব্যস্ত মর্গকর্মী (ডোম)। পেছন থেকে একজন বলে উঠল, ‘দেখেন তো এখানে আমার ভাই আছে কি না’। আগন্তুকের নাম সুমন মাহমুদ। হাতে বড় ভাই সোহেল মাহমুদের ছবি। সুমন জানান, কয়েক মাস আগেই দেশে ফেরেন আফ্রিকা প্রবাসী বড় ভাই। কিন্তু গত ৮ মে থেকে নিখোঁজ চল্লিশোর্ধ্ব সোহেল। খবর নেওয়া হয়েছে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাসায়ও। কিন্তু কোথাও যাননি তিনি। ঢাকার সব হাসপাতাল ও থানায় খোঁজ নেওয়া হয়েছে। শেষ ভরসা হিসেবে খুঁজতে এসেছেন মর্গে। এখানে এসেও হতাশ হতে হয়েছে ছোট ভাই সুমনকে। মর্গ সহকারীর দেখানো সাম্প্রতিক সময়ে অজ্ঞাতপরিচয়ের ১৫ থেকে ২০টি লাশের ছবির মধ্যে তার বড় ভাই নেই। পুরান ঢাকার সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডের ১৩১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সোহেল মাহমুদ। দীর্ঘদিন প্রবাসে থাকায় এখনো বিয়ে করেননি। নিখোঁজের ঘটনায় গত ১১ মে সূত্রাপুর থানায় জিডি করেন মা মিনু বেগম। কিন্তু এক মাসের বেশি হলেও পুলিশ এখনো সন্ধান দিতে পারছে না তার। মিনু বেগম জানান, ঘটনার দিন সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সোহেল। সে সময় তার পরনে ছিল প্যান্ট আর হলুদ গেঞ্জি। এতদিন হয়ে গেল, তা-ও কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আক্ষেপ করে বলেন, ছেলেটা আমার এভাবে হাওয়া হয়ে গেল! ছোট ভাই সুমন মাহমুদ কাজ করেন সিদ্দিক বাজারের একটি স্যানিটারি দোকানে। তিনি জানান, দেশে ফেরার পর থেকে কোনো কাজ করত না তার ভাই। ঘটনার দিন সকালে বাসায় কিছু পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর রাগ করে বের হয়ে আর ফেরেননি। কিন্তু রাগ করে এতদিন বাসার বাইরে থাকার কথা নয়। এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি সোহেল নিজেই আত্মগোপনে গেছেন। বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনও রেখে গেছেন। বিভিন্ন থানায় ওই প্রবাসীর নিখোঁজের বিষয়টি জানিয়ে রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী এনায়েত উল্লাহ

৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ

জিয়াউর রহমান নারীদের হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেন : অমিত

নিখোঁজের আড়াই মাস পর মাথার খুলিসহ হাড় উদ্ধার

‌‌বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে : এনামুল হক

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে দেখতে হাসপাতালে জামায়াতের প্রার্থী

ডেমরা থানা বিএনপির কমিটি গঠন

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, ভিডিওতে যা দেখা গেলো

১০

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই কর্মকর্তা বরখাস্ত

১১

সন্দ্বীপে মিল্টনকে এমপি প্রার্থী করার দাবিতে নারী সমাজের সমাবেশ

১২

ঢাবিতে মধ্যরাতের সেই বিতর্কিত ভিডিওর জবাব দিলেন সর্ব মিত্র

১৩

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র আরিফুল হক

১৪

বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় : কফিল উদ্দিন

১৫

ইডেন কলেজে সংকট নিরসনে ‘অপরাজেয়’র স্মারকলিপি প্রদান

১৬

‘ছাত্রনেতাদের দাবির প্রেক্ষিতেই তপশিল ঘোষণা করা হয়েছে’

১৭

সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : মোস্তফা জামান

১৮

চট্টগ্রামে গণসংযোগে গুলির ঘটনায় সরকারের নিন্দা

১৯

এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি

২০
X