হাসান তানভীর
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন
তখন ভরদুপুর। ঢাকা মেডিকেল কলেজ মর্গের লাশকাটা ঘরের সামনে ব্যস্ত মর্গকর্মী (ডোম)। পেছন থেকে একজন বলে উঠল, ‘দেখেন তো এখানে আমার ভাই আছে কি না’। আগন্তুকের নাম সুমন মাহমুদ। হাতে বড় ভাই সোহেল মাহমুদের ছবি। সুমন জানান, কয়েক মাস আগেই দেশে ফেরেন আফ্রিকা প্রবাসী বড় ভাই। কিন্তু গত ৮ মে থেকে নিখোঁজ চল্লিশোর্ধ্ব সোহেল। খবর নেওয়া হয়েছে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাসায়ও। কিন্তু কোথাও যাননি তিনি। ঢাকার সব হাসপাতাল ও থানায় খোঁজ নেওয়া হয়েছে। শেষ ভরসা হিসেবে খুঁজতে এসেছেন মর্গে। এখানে এসেও হতাশ হতে হয়েছে ছোট ভাই সুমনকে। মর্গ সহকারীর দেখানো সাম্প্রতিক সময়ে অজ্ঞাতপরিচয়ের ১৫ থেকে ২০টি লাশের ছবির মধ্যে তার বড় ভাই নেই। পুরান ঢাকার সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডের ১৩১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সোহেল মাহমুদ। দীর্ঘদিন প্রবাসে থাকায় এখনো বিয়ে করেননি। নিখোঁজের ঘটনায় গত ১১ মে সূত্রাপুর থানায় জিডি করেন মা মিনু বেগম। কিন্তু এক মাসের বেশি হলেও পুলিশ এখনো সন্ধান দিতে পারছে না তার। মিনু বেগম জানান, ঘটনার দিন সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সোহেল। সে সময় তার পরনে ছিল প্যান্ট আর হলুদ গেঞ্জি। এতদিন হয়ে গেল, তা-ও কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আক্ষেপ করে বলেন, ছেলেটা আমার এভাবে হাওয়া হয়ে গেল! ছোট ভাই সুমন মাহমুদ কাজ করেন সিদ্দিক বাজারের একটি স্যানিটারি দোকানে। তিনি জানান, দেশে ফেরার পর থেকে কোনো কাজ করত না তার ভাই। ঘটনার দিন সকালে বাসায় কিছু পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর রাগ করে বের হয়ে আর ফেরেননি। কিন্তু রাগ করে এতদিন বাসার বাইরে থাকার কথা নয়। এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি সোহেল নিজেই আত্মগোপনে গেছেন। বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনও রেখে গেছেন। বিভিন্ন থানায় ওই প্রবাসীর নিখোঁজের বিষয়টি জানিয়ে রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

উদ্বোধনীতে অ্যাথলেটদের চেয়ে বেশি উৎফুল্ল বাংলাদেশের কর্তারা

কুষ্টিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

৬ দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

ভেজানো ছোলা খাওয়ার উপকারিতা

হামলা মামলা ও লাঞ্ছনার শিকার লালমনিরহাটের ৬ সাংবাদিক

কলেজছাত্রীকে বিবস্ত্র, লজ্জায় আত্মহত্যা

প্যারিসের আলোয় উদ্ভাসিত অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান

ট্রলার উদ্ধারে গিয়ে ডুবল স্পিডবোট, সৈকতে ভেসে এল ২ মরদেহ

সিলেটে ‘অবৈধ’ নিয়োগে প্রভাষক জালিয়াতিতে অধ্যক্ষ!

১০

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

১১

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

১২

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

১৫

২৭ জুলাই : নামাজের সময়সূচি

১৬

যে ভুলে মরতে পারে টবের গাছ

১৭

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

১৮

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

১৯

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

২০
X