হাসান তানভীর
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন
তখন ভরদুপুর। ঢাকা মেডিকেল কলেজ মর্গের লাশকাটা ঘরের সামনে ব্যস্ত মর্গকর্মী (ডোম)। পেছন থেকে একজন বলে উঠল, ‘দেখেন তো এখানে আমার ভাই আছে কি না’। আগন্তুকের নাম সুমন মাহমুদ। হাতে বড় ভাই সোহেল মাহমুদের ছবি। সুমন জানান, কয়েক মাস আগেই দেশে ফেরেন আফ্রিকা প্রবাসী বড় ভাই। কিন্তু গত ৮ মে থেকে নিখোঁজ চল্লিশোর্ধ্ব সোহেল। খবর নেওয়া হয়েছে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাসায়ও। কিন্তু কোথাও যাননি তিনি। ঢাকার সব হাসপাতাল ও থানায় খোঁজ নেওয়া হয়েছে। শেষ ভরসা হিসেবে খুঁজতে এসেছেন মর্গে। এখানে এসেও হতাশ হতে হয়েছে ছোট ভাই সুমনকে। মর্গ সহকারীর দেখানো সাম্প্রতিক সময়ে অজ্ঞাতপরিচয়ের ১৫ থেকে ২০টি লাশের ছবির মধ্যে তার বড় ভাই নেই। পুরান ঢাকার সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডের ১৩১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সোহেল মাহমুদ। দীর্ঘদিন প্রবাসে থাকায় এখনো বিয়ে করেননি। নিখোঁজের ঘটনায় গত ১১ মে সূত্রাপুর থানায় জিডি করেন মা মিনু বেগম। কিন্তু এক মাসের বেশি হলেও পুলিশ এখনো সন্ধান দিতে পারছে না তার। মিনু বেগম জানান, ঘটনার দিন সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সোহেল। সে সময় তার পরনে ছিল প্যান্ট আর হলুদ গেঞ্জি। এতদিন হয়ে গেল, তা-ও কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আক্ষেপ করে বলেন, ছেলেটা আমার এভাবে হাওয়া হয়ে গেল! ছোট ভাই সুমন মাহমুদ কাজ করেন সিদ্দিক বাজারের একটি স্যানিটারি দোকানে। তিনি জানান, দেশে ফেরার পর থেকে কোনো কাজ করত না তার ভাই। ঘটনার দিন সকালে বাসায় কিছু পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর রাগ করে বের হয়ে আর ফেরেননি। কিন্তু রাগ করে এতদিন বাসার বাইরে থাকার কথা নয়। এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি সোহেল নিজেই আত্মগোপনে গেছেন। বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনও রেখে গেছেন। বিভিন্ন থানায় ওই প্রবাসীর নিখোঁজের বিষয়টি জানিয়ে রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে, পৃথিবীর ইতিহাসে তা বিরল : প্রধান উপদেষ্টা

জকসু নির্বাচন : ২৮ কেন্দ্রের ফলাফলে ছাত্রদল এগিয়ে

কুয়েতে তিন দিনব্যাপী খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার

বাংলাদেশে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

জামায়াত আমিরকে সাক্ষাতের অনুরোধ করে ভারতের দূতাবাস, ডা. তাহেরের দাবি

সম্প্রীতির বন্ধন গড়তেই শরীয়তপুরে পাঠিয়েছেন তারেক রহমান : মিয়া নুরুদ্দিন অপু

১০

গরু পেলেন পা হারানো সিরাজ / ‘মুই এহন এট্টু বাঁচতে পারমু’

১১

পিএসএলে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

১২

ডিক্যাব সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক ইমরুল

১৩

মাদুরোর মুক্তির দাবিতে হাজার হাজার নারীর বিক্ষোভ

১৪

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাল ভারত

১৫

শৈত্যপ্রবাহে অসহায় দুবলার শুঁটকি পল্লীর জেলেরা

১৬

আমাকে কিনতে পারবেন না : ডিসি সারওয়ার

১৭

পদ ফিরে পেলেন যুবদলের তিন নেতা

১৮

তথ্য পাচারের ঘটনায় যবিপ্রবি শিক্ষককে শোকজ

১৯

গানম্যান পায় কারা এবং কেন? আবেদন করবেন যেভাবে

২০
X