হাসান তানভীর
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন

ভাইয়ের খোঁজে মর্গে মর্গে ঘুরছেন সুমন
তখন ভরদুপুর। ঢাকা মেডিকেল কলেজ মর্গের লাশকাটা ঘরের সামনে ব্যস্ত মর্গকর্মী (ডোম)। পেছন থেকে একজন বলে উঠল, ‘দেখেন তো এখানে আমার ভাই আছে কি না’। আগন্তুকের নাম সুমন মাহমুদ। হাতে বড় ভাই সোহেল মাহমুদের ছবি। সুমন জানান, কয়েক মাস আগেই দেশে ফেরেন আফ্রিকা প্রবাসী বড় ভাই। কিন্তু গত ৮ মে থেকে নিখোঁজ চল্লিশোর্ধ্ব সোহেল। খবর নেওয়া হয়েছে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাসায়ও। কিন্তু কোথাও যাননি তিনি। ঢাকার সব হাসপাতাল ও থানায় খোঁজ নেওয়া হয়েছে। শেষ ভরসা হিসেবে খুঁজতে এসেছেন মর্গে। এখানে এসেও হতাশ হতে হয়েছে ছোট ভাই সুমনকে। মর্গ সহকারীর দেখানো সাম্প্রতিক সময়ে অজ্ঞাতপরিচয়ের ১৫ থেকে ২০টি লাশের ছবির মধ্যে তার বড় ভাই নেই। পুরান ঢাকার সূত্রাপুরের ঋষিকেশ দাস রোডের ১৩১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন সোহেল মাহমুদ। দীর্ঘদিন প্রবাসে থাকায় এখনো বিয়ে করেননি। নিখোঁজের ঘটনায় গত ১১ মে সূত্রাপুর থানায় জিডি করেন মা মিনু বেগম। কিন্তু এক মাসের বেশি হলেও পুলিশ এখনো সন্ধান দিতে পারছে না তার। মিনু বেগম জানান, ঘটনার দিন সকালে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় সোহেল। সে সময় তার পরনে ছিল প্যান্ট আর হলুদ গেঞ্জি। এতদিন হয়ে গেল, তা-ও কেউ কোনো খোঁজ দিতে পারছে না। আক্ষেপ করে বলেন, ছেলেটা আমার এভাবে হাওয়া হয়ে গেল! ছোট ভাই সুমন মাহমুদ কাজ করেন সিদ্দিক বাজারের একটি স্যানিটারি দোকানে। তিনি জানান, দেশে ফেরার পর থেকে কোনো কাজ করত না তার ভাই। ঘটনার দিন সকালে বাসায় কিছু পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর রাগ করে বের হয়ে আর ফেরেননি। কিন্তু রাগ করে এতদিন বাসার বাইরে থাকার কথা নয়। এরই মধ্যে সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। সূত্রাপুর থানার ওসি মইনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি সোহেল নিজেই আত্মগোপনে গেছেন। বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোনও রেখে গেছেন। বিভিন্ন থানায় ওই প্রবাসীর নিখোঁজের বিষয়টি জানিয়ে রেখেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় বসতে চায় ইরান, বললেন ট্রাম্প

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

১০

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

১১

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

১২

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

১৩

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

১৪

১৫ দিন পর দাদির জিম্মায় ঘরে ফিরল শিশু আয়েশা

১৫

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

১৬

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

১৭

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

১৮

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

১৯

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

২০
X