রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০১:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সংলাপের পক্ষে নন জনপ্রতিনিধিরা

সংলাপের পক্ষে নন জনপ্রতিনিধিরা
বিএনপিকে সংলাপের পরিবর্তে রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের পরামর্শ দিয়েছেন দলটির তৃণমূলের জনপ্রতিনিধিরা। তারা বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের আগে সরকারের সঙ্গে সংলাপে বিএনপির অর্জন ছিল শূন্য। সরকারপ্রধান শেখ হাসিনা অনেক প্রতিশ্রুতি দিলেও কোনোটাই বাস্তবায়ন হয়নি। তাই এদের সঙ্গে ফের সংলাপ গিয়ে ধোঁকা খাওয়া যাবে না। বিএনপির তৃণমূল ঐক্যবদ্ধ ও সংগঠিত উল্লেখ করে দাবি আদায়ে হাইকমান্ডকে কোরবানির ঈদের আগে একদফার আন্দোলনে নামার পরামর্শ দেন কয়েকজন জনপ্রতিনিধি। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের হাইকমান্ডের সঙ্গে মতবিনিময় সভায় এসব পরামর্শ ও প্রস্তাবনা দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বিকেল সোয়া ৩টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত এই সভা হয়। সভায় ২০০১ সাল থেকে এ পর্যন্ত নির্বাচিত বিএনপির চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের দল সমর্থিত সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের ১৯৫ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৩২ জন বক্তব্য রাখেন। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় যুক্ত হয়ে এসব জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন মির্জা ফখরুল। নোয়াখালী অঞ্চলের একজন সাবেক ইউপি চেয়ারম্যান কালবেলাকে বলেন, সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে জনপ্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেছেন। তারা সংলাপের পরিবর্তে রাজপথে আন্দোলনের কথা বলেছেন। বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ মানুষের অসন্তোষকে কাজে লাগিয়ে বিএনপির হাইকমান্ডকে আন্দোলন জোরদার করার পরামর্শ দিয়েছেন। বেশিরভাগ জনপ্রতিনিধিই সময় নিয়ে হলেও পরিকল্পিতভাবে চূড়ান্ত আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়, আপনারা সব দ্বিধা-দ্বন্দ্ব, মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন, তৃণমূলে জনগণকে সংগঠিত করুন, হিসাব-নিকাশ করে যথাসময়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সূত্রমতে, বৈঠকে একাদশ সংসদ নির্বাচনের আগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের দিকে ইঙ্গিত করে চট্টগ্রাম ও লক্ষ্মীপুর অঞ্চলের কয়েকজন জনপ্রতিনিধি বলেন, এবার এমনকিছু করে আর ধোঁকা খাওয়া যাবে না। যাই করা হোক সেটা বিএনপির একক সিদ্ধান্তে ও নেতৃত্বে হতে হবে। এর জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ বেশকিছু অভিন্ন দাবিতে ঐকমত্যের ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় মতবিনিময় সভায় তারেক রহমান ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল আবেদীন, জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বক্তব্য দেন। এ ছাড়া সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই নাদাল-জোকোভিচ লড়াই

ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

বৃষ্টি আরও বাড়বে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দিল্লির রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী, দিলেন ভয়ংকর বর্ণনা  

২৮ দিন পর মন্ত্রিসভার বৈঠক বসছে

হাসপাতালের নারী কর্মচারীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

যুবককে পিষিয়ে দিয়ে গেল বিএমডব্লিউ

গুলিতে নিহত তামিমের বাবা বললেন, ‘সে ছাত্রলীগ করত’

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে প্রতিদিন চলছে অসহায়দের জন্য খাবার বিতরণ

১০

বর্ষায় শেরপুরে চাঁই বিক্রির হিড়িক

১১

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

১২

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামছেন এরদোয়ান?

১৩

বিলুপ্ত হয়ে পড়ছে ভেষজ রত্ন বাসক

১৪

তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

১৫

র‌্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার

১৬

আওয়ামী লীগের যৌথসভা কাল

১৭

‘গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে’

১৮

আজকের দিনটি কেমন যাবে আপনার?

১৯

নীলফামারীতে দাদন ব্যবসার ফাঁদে ঘরছাড়া শত পরিবার

২০
X