মো. মাজহারুল পারভেজ, নরসিংদী
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলির ঘটনায় মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। পুলিশ বলছে, গত মঙ্গলবার পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে আরিফ ও তার সহযোগী ফরহাদকে আটক করা হয়। যদিও আরিফের পরিবারের দাবি ছিল, ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকায় বোনের বাসা থেকে আটক করে আরিফকে। ফরহাদকেও ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যমতে চেয়ারম্যানকে করা গুলির দুটি খোসাসহ ৬ রাউন্ড গুলি এবং দুটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল গোয়েন্দা শাখার এসআই খান মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত মঙ্গলবার মতিঝিল থানায় অস্ত্র আইনে ফরহাদকে ১ নম্বর ও আরিফকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন। গরুর হাট নিয়ে দ্বন্দ্বে চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে হত্যার চেষ্টা করা হয় জানিয়ে ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরহাদ ও আরিফ গুলি চালানো তিনজনের নাম-ঠিকানা ডিবিকে বলেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিবপুরের পুটিয়া বাজারের গরুর হাটের আড়াই কোটি টাকার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে গুলি করা হয়। এদিকে এর আগে আরিফ ও ফরহাদকে গ্রেপ্তারের সুস্পষ্ট তথ্য কালবেলার হাতে থাকলেও পুলিশ কোনোভাবেই তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। গ্রেপ্তার আরিফের ভাই মাসুদ জানিয়েছিলেন, গুলি করার দিন ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় তার বোনের বাসা থেকে আটক করে আরিফকে। অন্যদিকে ফরহাদের ভাই লিটন সরকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোন শাহীনুরের বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় ফরহাদকে। এরপর তারা আর ফরহাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তাদের গত মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার চিফ মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ঢাকার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পার্থ্ব জানান, তিনি আদালতকে অবহিত করেন পুলিশ আরিফকে গত ২৫ ফেব্রুয়ারি ও ফরহাদকে ২৮ ফেব্রুয়ারি আটক করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার কথার বিরোধিতা করে তিনি আদালতকে বলেন, আসামিদের মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আহত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানান, পুটিয়া গরুর হাট ইজারা নিয়ে তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি কখনো এ বাজার ইজারার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না। গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কসংলগ্ন হারুন অর রশীদ খানের বাসায় ঢুকে তাকে গুলি করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিন দুপুরেই তার পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দিচ্ছে আড়ং, দ্রুত আবেদন করুন

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে : রাশেদ প্রধান

শ্রমিক দলের নেতাকে গুলি করে হত্যা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

‘তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সমৃদ্ধির’

হাটহাজারীতে তিন দিনে ৪ মরদেহ উদ্ধার

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ ধর্ষককে ধরে পুলিশে দিল জনতা 

যে কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটে সমস্যা দেখছেন না মির্জা গালিব

১০

বিচারকের ছেলেকে হত্যা / এক সপ্তাহ আগে জিডিতে বিচারকের স্ত্রী যে অভিযোগ করেছিলেন

১১

৪ বিভাগে নতুন কমিশনার

১২

বাসে আগুন দিয়ে পালানোর সময় ১ জনের মৃত্যু

১৩

বিমানবন্দর এলাকায় ২ স্থানে ককটেল বিস্ফোরণ

১৪

এএমএফ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমরান কাদির

১৫

বিএনপি জনগণের দল : বাবুল

১৬

প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে : গয়েশ্বর

১৭

জনগণের সুখে-দুঃখে পাশে থাকতে চাই : সেলিমুজ্জামান 

১৮

সম্পাদক পরিষদের নতুন কমিটি 

১৯

২৩ জেলায় নতুন ডিসি

২০
X