মো. মাজহারুল পারভেজ, নরসিংদী
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলির ঘটনায় মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। পুলিশ বলছে, গত মঙ্গলবার পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে আরিফ ও তার সহযোগী ফরহাদকে আটক করা হয়। যদিও আরিফের পরিবারের দাবি ছিল, ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকায় বোনের বাসা থেকে আটক করে আরিফকে। ফরহাদকেও ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যমতে চেয়ারম্যানকে করা গুলির দুটি খোসাসহ ৬ রাউন্ড গুলি এবং দুটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল গোয়েন্দা শাখার এসআই খান মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত মঙ্গলবার মতিঝিল থানায় অস্ত্র আইনে ফরহাদকে ১ নম্বর ও আরিফকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন। গরুর হাট নিয়ে দ্বন্দ্বে চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে হত্যার চেষ্টা করা হয় জানিয়ে ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরহাদ ও আরিফ গুলি চালানো তিনজনের নাম-ঠিকানা ডিবিকে বলেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিবপুরের পুটিয়া বাজারের গরুর হাটের আড়াই কোটি টাকার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে গুলি করা হয়। এদিকে এর আগে আরিফ ও ফরহাদকে গ্রেপ্তারের সুস্পষ্ট তথ্য কালবেলার হাতে থাকলেও পুলিশ কোনোভাবেই তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। গ্রেপ্তার আরিফের ভাই মাসুদ জানিয়েছিলেন, গুলি করার দিন ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় তার বোনের বাসা থেকে আটক করে আরিফকে। অন্যদিকে ফরহাদের ভাই লিটন সরকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোন শাহীনুরের বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় ফরহাদকে। এরপর তারা আর ফরহাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তাদের গত মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার চিফ মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ঢাকার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পার্থ্ব জানান, তিনি আদালতকে অবহিত করেন পুলিশ আরিফকে গত ২৫ ফেব্রুয়ারি ও ফরহাদকে ২৮ ফেব্রুয়ারি আটক করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার কথার বিরোধিতা করে তিনি আদালতকে বলেন, আসামিদের মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আহত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানান, পুটিয়া গরুর হাট ইজারা নিয়ে তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি কখনো এ বাজার ইজারার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না। গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কসংলগ্ন হারুন অর রশীদ খানের বাসায় ঢুকে তাকে গুলি করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিন দুপুরেই তার পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব : নাহিদ

স্নাতকোত্তরে ১০০ নম্বরের পরীক্ষায় পেলেন ২৫০

নুর-রাশেদসহ গণঅধিকারে ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ

নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

‘রাজনীতি আমার জীবনের সবচেয়ে বড় ভুল’

ছুটির দিনে খেলতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

বিদেশি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় মারা গেলেন আরও এক ফিলিস্তিনি ফুটবলার

আবারও জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করলেন অমিতাভ বচ্চন

১০

সৌরজগতে শনাক্ত হলো রহস্যময় ধূমকেতু

১১

উড়াল থেমেছিল চিকিৎসায়, জীবন থামল সড়কে

১২

চতুর্থ বিয়ের জন্য তৃতীয় স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে ভুয়া সনদ, অতঃপর...

১৩

এবার চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক পুলিশ সদস্য

১৪

এবার শেফালীকে নিয়ে মুখ খুললেন স্বামী পরাগ

১৫

আওয়ামী দুঃশাসনে নেতাকর্মীদের পাশে ছিলেন জাতীয়তাবাদী চিকিৎসকরা: ডা. রফিক

১৬

ভারতের নজরদারিতে ১১ কোটি ডলারের ব্রিটিশ যুদ্ধবিমান

১৭

ক্রিস্টাল আইসসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

১৮

ছবিতে প্রথমে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন

১৯

শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই

২০
X