সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলির ঘটনায় মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। পুলিশ বলছে, গত মঙ্গলবার পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে আরিফ ও তার সহযোগী ফরহাদকে আটক করা হয়। যদিও আরিফের পরিবারের দাবি ছিল, ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকায় বোনের বাসা থেকে আটক করে আরিফকে। ফরহাদকেও ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যমতে চেয়ারম্যানকে করা গুলির দুটি খোসাসহ ৬ রাউন্ড গুলি এবং দুটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল গোয়েন্দা শাখার এসআই খান মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত মঙ্গলবার মতিঝিল থানায় অস্ত্র আইনে ফরহাদকে ১ নম্বর ও আরিফকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন।
গরুর হাট নিয়ে দ্বন্দ্বে চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে হত্যার চেষ্টা করা হয় জানিয়ে ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরহাদ ও আরিফ গুলি চালানো তিনজনের নাম-ঠিকানা ডিবিকে বলেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিবপুরের পুটিয়া বাজারের গরুর হাটের আড়াই কোটি টাকার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে গুলি করা হয়।
এদিকে এর আগে আরিফ ও ফরহাদকে গ্রেপ্তারের সুস্পষ্ট তথ্য কালবেলার হাতে থাকলেও পুলিশ কোনোভাবেই তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। গ্রেপ্তার আরিফের ভাই মাসুদ জানিয়েছিলেন, গুলি করার দিন ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় তার বোনের বাসা থেকে আটক করে আরিফকে। অন্যদিকে ফরহাদের ভাই লিটন সরকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোন শাহীনুরের বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় ফরহাদকে। এরপর তারা আর ফরহাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি।
তাদের গত মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার চিফ মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ঢাকার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পার্থ্ব জানান, তিনি আদালতকে অবহিত করেন পুলিশ আরিফকে গত ২৫ ফেব্রুয়ারি ও ফরহাদকে ২৮ ফেব্রুয়ারি আটক করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার কথার বিরোধিতা করে তিনি আদালতকে বলেন, আসামিদের মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আহত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানান, পুটিয়া গরুর হাট ইজারা নিয়ে তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি কখনো এ বাজার ইজারার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না।
গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কসংলগ্ন হারুন অর রশীদ খানের বাসায় ঢুকে তাকে গুলি করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিন দুপুরেই তার পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
সরকারি আদেশে ভারতে বন্ধ ‘দ্য ওয়ার’ নিউজ সাইট
১
রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস
৩
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ
৪
আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে ছিটানো হচ্ছে পানি
৫
কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার
৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি
৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
৮
মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম
৯
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে
১০
কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী
১১
সীমান্তে পুশ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯
১২
হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার
১৩
সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার
১৪
পারভেজ হত্যায় টিনা ৩ দিনের রিমান্ডে
১৫
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে নবম শ্রেণির ছাত্র আটক