মো. মাজহারুল পারভেজ, নরসিংদী
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে

অবশেষে গ্রেপ্তার দেখানো হলো সেই আরিফকে
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে গুলির ঘটনায় মামলার প্রধান আসামি আরিফ সরকারকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান। পুলিশ বলছে, গত মঙ্গলবার পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে আরিফ ও তার সহযোগী ফরহাদকে আটক করা হয়। যদিও আরিফের পরিবারের দাবি ছিল, ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকায় বোনের বাসা থেকে আটক করে আরিফকে। ফরহাদকেও ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোনের বাড়ি থেকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যমতে চেয়ারম্যানকে করা গুলির দুটি খোসাসহ ৬ রাউন্ড গুলি এবং দুটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল গোয়েন্দা শাখার এসআই খান মো. মনিরুজ্জামান বাদী হয়ে গত মঙ্গলবার মতিঝিল থানায় অস্ত্র আইনে ফরহাদকে ১ নম্বর ও আরিফকে ২ নম্বর আসামি করে মামলা করেছেন। গরুর হাট নিয়ে দ্বন্দ্বে চেয়ারম্যান হারুন অর রশীদ খানকে হত্যার চেষ্টা করা হয় জানিয়ে ডিবির কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরহাদ ও আরিফ গুলি চালানো তিনজনের নাম-ঠিকানা ডিবিকে বলেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিবপুরের পুটিয়া বাজারের গরুর হাটের আড়াই কোটি টাকার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে গুলি করা হয়। এদিকে এর আগে আরিফ ও ফরহাদকে গ্রেপ্তারের সুস্পষ্ট তথ্য কালবেলার হাতে থাকলেও পুলিশ কোনোভাবেই তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। গ্রেপ্তার আরিফের ভাই মাসুদ জানিয়েছিলেন, গুলি করার দিন ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকায় তার বোনের বাসা থেকে আটক করে আরিফকে। অন্যদিকে ফরহাদের ভাই লিটন সরকার জানান, গত ২৮ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার পাইসকা মহল্লার তার বোন শাহীনুরের বাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় ফরহাদকে। এরপর তারা আর ফরহাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। তাদের গত মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার চিফ মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ঢাকার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পার্থ্ব জানান, তিনি আদালতকে অবহিত করেন পুলিশ আরিফকে গত ২৫ ফেব্রুয়ারি ও ফরহাদকে ২৮ ফেব্রুয়ারি আটক করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তার কথার বিরোধিতা করে তিনি আদালতকে বলেন, আসামিদের মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আহত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ প্রতিবেদককে জানান, পুটিয়া গরুর হাট ইজারা নিয়ে তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি কখনো এ বাজার ইজারার সঙ্গে সম্পৃক্তও ছিলেন না। গত ২৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কসংলগ্ন হারুন অর রশীদ খানের বাসায় ঢুকে তাকে গুলি করে আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওইদিন দুপুরেই তার পিঠে (মেরুদণ্ডসংলগ্ন) বিদ্ধ হওয়া দুটি গুলি অপসারণ করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন

আইবিএর পরীক্ষা দিয়ে আজ থেকে শুরু হচ্ছে ঢাবির ভর্তিযুদ্ধ

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

কারাগারে অসুস্থ আ.লীগ নেতার মৃত্যু

বিপিএল: একের পর এক চমক ঢাকার, এবার দিল নতুন ঘোষণা

জুমার দিন মসজিদে গিয়ে ভুলেও যে ২ কাজ করবেন না

পাবনায় সংঘর্ষ, পরিচয় মিলল অস্ত্র হাতে ভাইরাল যুবকের

আব্দুল আউয়াল মিন্টুর গাড়িবহরে হামলা, আহত ১০

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

দ্বিতীয় ধাপে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা 

১১

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

১২

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

১৩

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

১৪

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

১৫

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

১৬

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

১৭

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

১৮

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

১৯

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

২০
X