কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
বিস্ফোরণে দম্পতির মৃত্যু, সংসার সাজাতে গিয়ে অন্ধকার ঘরে তারা
পুরান ঢাকার ইসলামবাগের বাসিন্দা মমিনুল ইসলাম স্ত্রী নদী আক্তারকে নিয়ে সিদ্দিকবাজার এলাকায় স্যানিটারি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। বাসার বেসিন আর আয়না পুরোনো হয়ে যাওয়ায় সংসার সাজাতে সেগুলো কেনার কথা ছিল তাদের। মঙ্গলবার বিস্ফোরণ হওয়ার আগে ওই ভবনের দোকানে এসব পণ্য কিনছিলেন তারা। কিন্তু সেই বিস্ফোরণে প্রাণ হারান এ দম্পতি।
মমিনুল সিসি ক্যামেরা স্থাপনের কাজ করতেন, তার স্ত্রী গৃহিণী ছিলেন। ১৩ বছর বয়সী মেয়ে মাইমুনা আক্তার এবং ১১ বছরের ছেলে নাইম ইসলামকে নিয়ে ইসলামবাগে নিজ বাড়িতে থাকতেন তারা। মমিনুলের মামাতো ভাই আবদুল্লাহ আল মামুন জানান, বাসার বেসিন ফেটে গিয়েছিল। বেসিনসহ আরও কিছু স্যানিটারি পণ্য কেনার জন্য ভাই ও ভাবি বেরিয়েছিলেন। সেখানে গিয়ে তারা মারা গেলেন। বুধবার ভোরে আজিমপুর কবরাস্থানে দুজনকে দাফন করা হয়।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
১
সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী