কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৩, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

সাবেক মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী রবি ও সোমবার জাহাঙ্গীরকে দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। আলাদা দুটি অনুসন্ধান কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে দুদক সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, অভিযোগসংশ্লিষ্ট অন্যদের বক্তব্য নেওয়া হয়েছে। বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এখন শেষ সময়ে তার (জাহাঙ্গীর) বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন, এজন্য তাকে ডাকা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচনের সঙ্গে দুদকের কার্যক্রমের কোনো সংশ্লিষ্টতা নেই। জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের বিষয়টি জানিয়ে গতকাল বুধবার তার বিষয়ে অভিযোগসংশ্লিষ্ট যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে, তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন দুদক সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের নামে প্রিমিয়ার ব্যাংকের কোনাবাড়ী শাখায় একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। সেই হিসাবসংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া অনুসন্ধান টিম সিটি করপোরেশন থেকে অভিযোগসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে। চার ব্যাংক কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছে অনুসন্ধান টিম। দুদক সচিব মাহবুব হোসেন আরও জানান, জাহাঙ্গীর আলমের কর্মকালীন গাজীপুর সিটি করপোরেশনের রাজস্বখাতভুক্ত যেসব ব্যাংক হিসাব পরিচালিত হয়েছে, সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। করোনা মহামারির সময় করোনা প্রতিষেধক ও খাদ্যসামগ্রী কেনার নামে অর্থ আত্মসাৎ করা হয়েছে কি না, এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার মাঠে বিভিন্ন খাতে ব্যয় সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, ভুয়া ব্যাংক হিসাবে অবৈধ টাকা লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের কিছু ঠিকাদার কর্তৃক বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদকের উপপরিচালক মো. আলী আকবরের নেতৃত্বে দুটি আলাদা অনুসন্ধান টিম জাহাঙ্গীর আলমকে তলব করেছে। দুই টিমের অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ও মো. আলিয়াজ হোসেন। আলী আকবর ও আশিকুর রহমানের সমন্বয়ে অনুসন্ধান টিম ২২ মে সকাল ১০টায় জাহাঙ্গীর আলমকে তলব করেছে। আর আলী আকবর ও আলিয়াজ হোসেনের অনুসন্ধান টিম ২১ মে সকাল ১০টায় জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

০১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

১০

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১১

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১২

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৩

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৪

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৫

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৬

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৭

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৮

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৯

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

২০
X