চাঁদা না পেয়ে হাটের টোল আদায় বন্ধ করল ছাত্রলীগ-যুবলীগ
সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
চাঁদা না পেয়ে হাটের টোল আদায় বন্ধ করল ছাত্রলীগ-যুবলীগ
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা হাটের টোল আদায় মাইকিং করে বন্ধ ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাটের ইজারাদার, সরকার হারাচ্ছে রাজস্ব। এ ঘটনায় সদর থানায় ছাত্রলীগ ও যুবলীগের ৯ নেতাকর্মীর নামে অভিযোগ দিয়েছেন হাটের ইজারাদার। কিন্তু পুলিশ ব্যবস্থা না নেওয়ায় গতকাল বুধবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
জানা যায়, এক বছরের জন্য ১৪৩০ বঙ্গাব্দে তিস্তাহাটে ১ বৈশাখ থেকে টোল আদায়ের দায়িত্ব পান স্থানীয় মেহেদী হাসান সোহাগ। টোল আদায়ের দায়িত্ব পাওয়ার পর হাটের সাবেক ইজারাদারের পক্ষ নিয়ে গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে গত ২৫ এপ্রিল মেহেদী হাসান সোহাগকে মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় ইজারাদারের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। গত মঙ্গলবার মাইকিং করে হাটের টোল আদায় বন্ধ ঘোষণা করেন অভিযুক্ত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, তিস্তা হাটের টোল আদায়ের ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’
১
আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত
২
রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়