কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

সিদ্দিকবাজার ট্র্যাজেডি : ৭ দিন পর খুলল সড়ক

সিদ্দিকবাজার ট্র্যাজেডি : ৭ দিন পর খুলল সড়ক
এক সপ্তাহ পর খুলে দেওয়া হলো সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেটের সামনের সড়ক। তবে বিস্ফোরণ হওয়া ভবনের সামনের ১৮ ফুট জায়গা ঘিরে রাখা হয়েছে। এ ছাড়া সড়কের বাকি অংশ গতকাল মঙ্গলবার সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বংশাল থানার ওসি মজিবুর রহমান জানান, সকাল থেকে যান চলাচল শুরু হয়েছে। ক্রাইমসিন সংরক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে ভবনের সামনের কিছু অংশ ঘিরে রাখা হয়েছে। যানবাহন চলাচল শুরু হওয়ায় ওই এলাকায় যানজটের পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগও কমেছে। তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ভবনটির নয়টি পিলারে ১৮টি স্টিলের পাইপজুড়ে সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। রাজউকসহ অন্য সংস্থাগুলো এখনো ভবনে কাজ করছে। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনো অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত ৭ মার্চ বিকেলে বিস্ফোরণের পর থেকেই সিদ্দিকবাজারের সড়কটির একপাশে যান চলাচল বন্ধ ছিল। এ কারণে রাজধানীর ব্যস্ত এই সড়কটিতে এতদিন পর্যন্ত ছিল তীব্র যানজট। এই যানজটের কারণে মহাদুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সেখানকার ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন। গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ক্যাফে কুইন স্যানিটারি মার্কেট ভবন। ওই ভবনের তৃতীয় তলা পর্যন্ত ভেতরের অংশের ছাদ ধসে পড়ে, নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত দেয়ালও ধসে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। রাজউক সূত্র জানায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে এখনই পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। এ ব্যাপারে নিশ্চিত হতে অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন। গ্রেপ্তার দেখানো হলো ভবন মালিকসহ তিনজনকে : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর বংশাল থানার মামলায় দুই ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিরা হলেন ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর আগে গত ৯ মার্চ আসামিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ১২ মার্চ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

নারী প্রধানমন্ত্রীকে চুমু দেওয়ার চেষ্টা আরেক প্রধানমন্ত্রীর, ভিডিও ভাইরাল

বিদেশে উচ্চ শিক্ষায় ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

ইউএস-বাংলা গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে থাকছে দুদিন ছুটি

যুবদল এদেশের আন্দোলনের প্রাণ ও আশা আকাঙ্ক্ষার প্রতীক : সেলিমুজ্জামান

রাজধানীতে আজ কোথায় কী

নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ, ৩১ অক্টোবর আবেদনের শেষ তারিখ

ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে স্বামীর আগুন, দুজনের মৃত্যু

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ট্রাম্পের যত বাধা

১১

আঞ্চলিক একক মুদ্রা চালুর প্রস্তাব দিল ইরান

১২

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

১৩

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে অপপ্রচারের প্রতিবাদ সংখ্যালঘু ঐক্যমোর্চার 

১৪

মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কা

১৫

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

১৬

উইটনে ‘ইসলামী স্টাডিজ প্রজেক্ট এক্সিবিশন’

১৭

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

১৮

পাকিস্তান-আফগানিস্তান  / সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা

১৯

ভুয়া জুলাই-যোদ্ধার তালিকায় যাদের নাম

২০
X