কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

সিদ্দিকবাজার ট্র্যাজেডি : ৭ দিন পর খুলল সড়ক

সিদ্দিকবাজার ট্র্যাজেডি : ৭ দিন পর খুলল সড়ক
এক সপ্তাহ পর খুলে দেওয়া হলো সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেটের সামনের সড়ক। তবে বিস্ফোরণ হওয়া ভবনের সামনের ১৮ ফুট জায়গা ঘিরে রাখা হয়েছে। এ ছাড়া সড়কের বাকি অংশ গতকাল মঙ্গলবার সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বংশাল থানার ওসি মজিবুর রহমান জানান, সকাল থেকে যান চলাচল শুরু হয়েছে। ক্রাইমসিন সংরক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে ভবনের সামনের কিছু অংশ ঘিরে রাখা হয়েছে। যানবাহন চলাচল শুরু হওয়ায় ওই এলাকায় যানজটের পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগও কমেছে। তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ক্ষতিগ্রস্ত ভবনটির নয়টি পিলারে ১৮টি স্টিলের পাইপজুড়ে সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। রাজউকসহ অন্য সংস্থাগুলো এখনো ভবনে কাজ করছে। তবে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনো অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। গত ৭ মার্চ বিকেলে বিস্ফোরণের পর থেকেই সিদ্দিকবাজারের সড়কটির একপাশে যান চলাচল বন্ধ ছিল। এ কারণে রাজধানীর ব্যস্ত এই সড়কটিতে এতদিন পর্যন্ত ছিল তীব্র যানজট। এই যানজটের কারণে মহাদুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সেখানকার ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন। গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় ক্যাফে কুইন স্যানিটারি মার্কেট ভবন। ওই ভবনের তৃতীয় তলা পর্যন্ত ভেতরের অংশের ছাদ ধসে পড়ে, নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত দেয়ালও ধসে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। রাজউক সূত্র জানায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে এখনই পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। এ ব্যাপারে নিশ্চিত হতে অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন। গ্রেপ্তার দেখানো হলো ভবন মালিকসহ তিনজনকে : রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর বংশাল থানার মামলায় দুই ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিরা হলেন ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর আগে গত ৯ মার্চ আসামিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। শুনানি শেষে আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ১২ মার্চ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবায় চিকুনগুনিয়া-ডেঙ্গুতে শিশুসহ ৩৩ জনের মৃত্যু

বাংলাদেশের প্রাণের উৎসব পিঠার আয়োজন, স্বাদের সমারোহে ভরবে ডিসেম্বর

সবুজে মোড়া বাঁধাকপির ভাঁজে ভাঁজে কৃষকের স্বপ্ন

ভিভিআইপি হিসেবে খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন

প্রশ্ন না বুঝে জবাব দিয়ে ট্রলের শিকার মৈথিলী ঠাকুর

মেয়েকে নিয়ে সিদ্ধার্থের আবেগঘন বার্তা

হত্যা মামলায় সীমান্তের ২ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ : মাইকেল মিলার

আইপিএল নিলাম: ভিত্তিমূল্য ২ কোটি রুপি যে ৪৫ ক্রিকেটারের

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১০

খালেদা জিয়াকে যে কারণে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল সরকার

১১

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে দিনে কতবার সুগার টেস্ট করবেন

১২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফ করেছে আশা

১৩

যমুনায় বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৪

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওমরাহ করলেন মক্কা বিএনপির নেতাকর্মীরা

১৫

ট্যাবলেট না ল্যাপটপ, কোনটি আপনার জন্য ভালো

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘লেডি বাইকার’

১৭

ব্রাজিলের বিশ্বকাপ দলে কারা থাকবেন, জানিয়ে দিলেন আনচেলত্তি

১৮

সারা দেশের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস 

১৯

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া : ডা. জাহিদ

২০
X