কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

অপ্রাপ্তবয়স্কদের হজে যাওয়ার বিধান

অপ্রাপ্তবয়স্কদের হজে যাওয়ার বিধান
হজের মৌসুমে মুসলিমবিশ্ব জুড়ে শুরু হয় বিশেষ আয়োজন। এ প্রস্তুতিতে যেমন দেখা যায় প্রাপ্তবয়স্কদের, তেমনিভাবে অপ্রাপ্ত বয়সীদেরও দেখা যায়। যাদের ওপর ইসলামী শরিয়তের কোনো বিধানই অর্পিত নয়। তা সত্ত্বেও তাদের সৌভাগ্য হয় হজ পালনের। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাওহা নামক স্থানে একদল আরোহীর সঙ্গে রাসুল (সা.)-এর সাক্ষাৎ হলো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কোন সম্প্রদায়ের লোক? তারা বলল, আমরা মুসলিম। তারা জিজ্ঞাসা করল, আপনি কে? রাসুল (সা.) বললেন, আমি আল্লাহর রাসুল। এরপর এক মহিলা নবীজির (সা.) সামনে একটি শিশুকে তুলে ধরে জিজ্ঞাসা করল, এর জন্য হজ আছে কি? নবীজি (সা.) বললেন, হ্যাঁ এবং এতে তোমার জন্য সওয়াব রয়েছে। (মুসলিম : ৩১৪৪)। ইবনে ইয়াজিদ (রা.) বলেন, আমার পিতা আমাকে নিয়ে বিদায় হজে রাসুল (সা.)-এর সঙ্গে হজ করেছেন। আমার বয়স তখন সাত বছর ছিল। (তিরমিজি : ৯২৮) এসব হাদিসের আলোকে আলেমরা বলেন, হজ মূলত প্রাপ্তবয়স্কদের ওপর ফরজ হলেও শিশুদের জন্যও পালন করা জায়েজ। নামাজ-রোজা যেমন শিশুদের ওপর ফরজ না হওয়া সত্ত্বেও পালন করলে সওয়াব হয়, তদ্রূপ শিশুরা হজ পালন করলেও সওয়াব হয়। শিশুদের পালনকৃত হজ নফল হজ হিসেবে গণ্য হবে। শিশু অবস্থায় পালনকৃত হজ প্রাপ্তবয়স্ক হওয়ার পর ফরজ হজের জন্য যথেষ্ট নয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি হজ ফরজ হয় তাহলে তাকে পুনরায় হজ আদায় করতে হবে। সাধারণত হজের যেসব করণীয় রয়েছে তা শিশুদের জন্যও প্রযোজ্য। তবে কিছু বিষয়ে শিশুদের জন্য শিথিলতা রয়েছে। শিশু যদি একেবারে বিবেকবুদ্ধিহীন হয়, তাহলে তার পক্ষ থেকে তার বাবা-মা ইহরামের নিয়ত করবে এবং তার পক্ষ থেকে তার বাবা-মা হজের সব কার্যক্রম সম্পাদন করবে। তবে যথাসাধ্য তাদের ইহরামপরিপন্থি সব বিষয় থেকে বিরত রাখার চেষ্টা করবে এবং তাওয়াফ চলাকালীন তাদের কাপড় ও শরীর পবিত্র রাখারও চেষ্টা করবে। তা সত্ত্বেও যদি তাদের থেকে ইহরামপরিপন্থি কোনো কাজ প্রকাশ পায়, তাহলে তাদের বা বাবা-মা কারও ওপর দম ওয়াজিব হবে না তথা পশু কোরবানি করতে হবে না। আর শিশু যদি বিবেকবুদ্ধিসম্পন্ন হয়, তাহলে তার ইহরাম সে নিজেই বাঁধবে। সেইসঙ্গে যেসব বিষয়ের প্রতি প্রাপ্তবয়স্ক ইহরাম পরিহিতরা যত্নবান থাকে, সেসব বিষয়ের প্রতি যত্নবান থাকবে। তদ্রূপ যেসব কাজ সে নিজে সম্পাদন করতে সক্ষম, সেসব কাজ সে নিজেই সম্পাদন করবে। চাই শিশু বিবেকবুদ্ধিহীন হোক বা বিবেকবুদ্ধিসম্পন্ন হোক। যেমন আরাফাতের ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত্রিযাপন করা ইত্যাদি। পক্ষান্তরে, যেসব কাজ সে নিজে করতে সক্ষম নয় তা বাবা-মা তার পক্ষ থেকে আদায় করতে পারবে। যেমন, পাথর নিক্ষেপ করা। হজরত জাবের (রা.) বলেন, আমরা যখন রাসুল (সা.)-এর সঙ্গে হজ করি, তখন আমরা শিশুদের পক্ষ থেকে পাথর নিক্ষেপ করেছি। (তিরমিজি : ৯৩৭)। তবে এ ক্ষেত্রে বাবা-মা প্রথমে তাদের নিজেদের হজকার্য সম্পাদন করবে। অতঃপর শিশুদের পক্ষ থেকে আদায় করবে। l নাজিম উদ্দিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

ইরানের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন বাইডেন

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

যানজট সরিয়ে ভোগান্তি দূর করেন নবরু

বর্ষায় জমে উঠেছে চাক জালের হাট

ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

১০

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

১১

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১২

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

১৩

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

১৪

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

১৫

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

১৬

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

১৭

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

১৮

রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

১৯

ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হবে?

২০
X