কালবেলা ডেস্ক
১৯ মে ২০২৩, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

ভারতের কর্ণাটক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করেছে কংগ্রেস। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে ডি কে শিবকুমারের নামও ঘোষণা করা হয়। কর্ণাটকে বিধানসভা ভোটে জয়ের পাঁচ দিন পরে বৃহস্পতিবার সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেনুগোপাল কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, উপমুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও বহাল থাকবেন শিবকুমার। আর এ সিদ্ধান্তের মধ্য দিয়ে কয়েক দিন ধরে চলা টানটান উত্তেজনার অবসান হলো। আগামীকাল শনিবার নতুন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। খবর এনডিটিভির।

কর্ণাটকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বেশ বেগ পেতে হচ্ছিল শতাব্দীপ্রাচীন দল কংগ্রেসকে। এ রাজ্যে মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন দুই বিশিষ্ট কংগ্রেস নেতা। তাদের একজন সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আরেকজন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। নির্বাচনে জয়লাভের পর দুজনই মুখ্যমন্ত্রী পদের দাবি করেন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্ণাটকের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকও করেন। বেশিরভাগ বিধায়কই নুতন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়ার নাম প্রস্তাব করেন। কিন্তু তার পরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পরে দিল্লিতে সিদ্দারামাইয়া ও শিবকুমারের সঙ্গে আলাদা করে বৈঠকও করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বৈঠকে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে তার ডেপুটি হিসেবে থাকার প্রস্তাব দেওয়া হয় শিবকুমারকে। কিন্তু তিনি প্রথমে এ সিদ্ধান্ত মেনে নিতে অপারগতা জানান। পরে বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে সিদ্দারামাইয়া ও শিবকুমারের আলাদা বৈঠক হয়। এ বৈঠকেই সমাধান আসে বলে জানা যায়। এখানেই শিবকুমার কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান। গতকাল বৃহস্পতিবার কংগ্রেসের তরফ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শিবকুমারের নাম ঘোষণা করা হয়। শিবকুমার বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে তার এবং সিদ্দারামাইয়ার ছবি টুইট করেন। টুইটারে তিনি লেখেন, ‘কর্ণাটকের নিরাপদ ভবিষ্যৎ এবং আমাদের জনগণের কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর এর নিশ্চয়তা দিতে আমরা ঐক্যবদ্ধ।’

এদিকে আগামীকাল শনিবার বেঙ্গালুরুতে নতুন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। এ উপলক্ষে আগেই বিভিন্ন রাজনৈতিক দলকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ

গানের স্বত্ব নিয়ে শাফিন-হামিনের দ্বন্দ্ব

বিএনপির কার্যালয় এখন আ.লীগের নির্বাচনী অফিস

সেমিফাইনালে কিংস-মোহামেডান

এমপি নির্বাচিত হলেও পিএসএলে খেলবেন সাকিব

জোট ও জাপার সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে যে বার্তা দিলেন আমু

ফেনীতে নৌকার প্রার্থী আলাউদ্দিন নাসিমকে শোকজ

শাকিব শিক্ষিত নন, আমি অনেক শিক্ষিত : জায়েদ খান

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

১০

আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান রবের

১১

সরকারি কর্মকর্তাকে পেটানোর ঘটনা ৫০ হাজারে দফারফা

১২

‘ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না’

১৩

তৈমূরের আয় বেড়েছে দেড় গুণ, স্ত্রীর সম্পদ বেড়েছে ৬৬ গুণ

১৪

আ.লীগ মনোনীত প্রার্থী নাসিরুল বললেন, মুজিবুল হক চুন্নু জামানত হারাবেন

১৫

উপকূল অতিক্রম করেছে ‘মিগজাউম’, বাড়ল সতর্ক সংকেত

১৬

এক কোটি ৩৬ লাখ টাকার কর ফাঁকি, দ্বৈত নাগরিক হয়েও হতে চান এমপি

১৭

নাসুম ইস্যুতে বাংলাদেশের মিডিয়াকে নিম্নমানের বললেন হাথুরুসিংহে

১৮

‘বিএনপির সন্ত্রাসীদের দলীয় নেতাকর্মীরা প্রতিহত করবে’

১৯

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার বিপক্ষে লড়বেন ৪ প্রার্থী

২০
X