কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

শিক্ষক আন্দোলনে ফের অচলাবস্থা মনিপুর স্কুলে

শিক্ষক আন্দোলনে ফের অচলাবস্থা মনিপুর স্কুলে
টানা কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে সমস্যা চলছে রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বে আবার নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে মিরপুর অঞ্চলের আকর্ষণীয় এ স্কুলে। এরই মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পক্ষে-বিপক্ষে তৈরি হয়েছে গ্রুপ। চলছে পাল্টাপাল্টি হামলা, মামলা-মোকাদ্দমা এবং বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে না পেরে আইনের আশ্রয় নেওয়ার কথা বলছেন কামাল আহমেদ মজুমদার। জানা যায়, দীর্ঘদিনের কোন্দল সমাধানে আদালতের রায়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন জাকির হোসেন। কিন্তু প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন তাকে অব্যাহতি দিয়ে সহকারী শিক্ষক আখলাক আহমদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। এরপরই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামেন শিক্ষকদের একাংশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন, উচ্চ আদালত এবং মাউশির নির্দেশে দায়িত্ব পাওয়া জাকির হোসেনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। তাকে বহাল করা না হলে কর্মবিরতি চলবে। এ দাবিতে বিদ্যালয়ের বালিকা (মূল) শাখায় অবস্থান নিয়েছেন তারা। অ্যাডহক কমিটির বিরুদ্ধে দিচ্ছেন স্লোগান। এদিকে বিদ্যালয়ের বালিকা শাখায় উপস্থিত হয়ে স্থানীয় সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, তিল তিল করে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার প্রতিষ্ঠানে কোনো জামায়াত-শিবিরের লোক থাকবে না, স্বাধীনতাবিরোধী লোক থাকবে না। যারা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, ক্লাসে না ফিরে বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তারা যদি ক্লাসে না ফেরেন তাহলে সবার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, মামলা করব। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেওয়া জাকির হোসেনকে জামায়াত-শিবিরের লোক বলে আখ্যায়িত করেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনকে সরিয়ে আখলাক আহমদকে দায়িত্ব দেওয়া তার সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি। এদিকে শিক্ষকদের আন্দোলনের মুখে আখলাক আহম্মদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার এক দিনের মাথায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আবার তা প্রত্যাহার করেছেন। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তিনি সাংবাদিকদের বলেন, আমি চাই এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা অব্যাহত থাকুক। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল; কিন্তু শিক্ষকদের আন্দোলন এবং শিক্ষার স্বার্থে আমি ইস্তফা দিয়েছিলাম। তবে মন্ত্রীর সঙ্গে কথা বলে এবং শিক্ষকদের একাংশের দাবির মুখে আমি দায়িত্ব থেকে ইস্তফাপত্র প্রত্যাহার করেছি। শিক্ষকরা চাইলে আমি এখানে দায়িত্ব পালন করব। স্কুলটির বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে তার কর্তৃত্বে আরও কয়েকটি প্রভাবশালী বলয় হস্তক্ষেপ শুরু করে। এ নিয়ে বিভিন্ন সময় মারামারিতেও গড়ায়। জানা যায়, বর্তমান অস্থায়ী পরিচালনা কমিটির সঙ্গে আগে থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসা মো. জাকির হোসেনের দ্বন্দ্ব ছিল। এ কমিটির মেয়াদ একেবারে শেষ পর্যায়ে। এমন অবস্থার মধ্যে কমিটির সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বুধবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হয় এবং আখলাক আহম্মদ নামে আরেক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এরপর গতকাল ঘোষণা দিয়ে শিক্ষকরা কর্মবিরতিতে যান এবং আখলাক আহমেদকে সরিয়ে জাকির হোসেনকে প্রধান শিক্ষকের দায়িত্বে বহাল রাখার দাবি জানান। মনিপুর স্কুলের প্রশাসনিক সমন্বয়ক মো. রাশেদ কাঞ্চন বলেন, জাকির হোসেনের নিয়োগ বৈধ। তিনি মন্ত্রী বা কমিটির নিয়োগকৃত নন। উচ্চ আদালত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন। করোনাকালে বেতন কমিয়ে শিক্ষকদের মানবেতর জীবন-যাপনে বাধ্য করা হয়েছিল। তিনি শিক্ষকদের বেতন বাড়িয়েছেন। শিক্ষকদের জন্য টিউশন ফি, আইডি কার্ড, অনেক কিছু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ

এবার এনসিপি নেত্রীর পদত্যাগ 

টানা বজ্রবৃষ্টির আভাস, ঝরতে পারে যেসব এলাকায়

নদীতে ভাসছিল স্কুলশিক্ষিকার মরদেহ

সংগীতশিল্পী দীপ আর নেই

খালি পেটে অ্যালোভেরার জুস খাওয়া কতটা ভালো

ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের ভাগ্যে কী ঘটবে

অভিযোগে কাজ হয়নি, এবার কি এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান?

পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

একাধিক জনবল নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা, আবেদন করুন আজই

১০

চার থেকে পাঁচটি ট্রলারে এসে চতুর্দিক থেকে গুলি করা হয় : র‍্যাব

১১

কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

১২

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৩

সিনিয়র ম্যানেজার পদে যমুনা গ্রুপে নিয়োগ

১৪

গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা 

১৫

এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচ আজ

১৬

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

১৭

ঘুষের দায়ে চাকরি হারালেন এনবিআরের দুই কর্মকর্তা

১৮

আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প-জেলেনস্কির

১৯

অ্যাজমার ঝুঁকি কমাতে কিছু সহজ নিয়ম

২০
X