সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নির্বাচনে অনিয়ম হলে গেজেট প্রকাশের পরও ফল বাতিলের ক্ষমতা চেয়ে গণপ্রতিনিধিত্ব আইনের সংশোধনীতে যে প্রস্তাব নির্বাচন কমিশন (ইসি) দিয়েছিল, তাতে সম্মতি দেয়নি মন্ত্রিসভা। ফলে অনিয়মের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও পুরো ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে না ইসি। তবে যেসব কেন্দ্রে অনিয়ম হবে, শুধু সেসব কেন্দ্রের ফল স্থগিত বা বাতিল করতে পারবে ইসি।
এমন বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটি এখন পাসের জন্য সংসদে উঠবে।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ফিরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের যে কোনো মুহূর্তে পেশিশক্তি বা অন্য যে কোনো কারণে এক বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। পুরো নির্বাচন বাতিল করার কোনো প্রভিশন আইনে নেই।
মাহবুব বলেন, আরপিও সংশোধনীতে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের কাজে কেউ বাধা দিলে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের বিষয়টি বহাল থাকবে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত ইউটিলিটি বিলের কপি জমা দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে টিআইএন সনদ এবং কত টাকা আয়কর জমা দেওয়া হয়েছে, তার রসিদ জমা দিতে হবে।
রিটার্নিং কর্মকর্তা :
প্রস্তাবিত সংশোধনীতে জাতীয় নির্বাচনে আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা রাখার বিষয়টি আগের মতো বহাল রয়েছে। বিদ্যমান আইনে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রতিটি নির্বাচনী এলাকা থেকে কোনো সদস্য নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার জন্য একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করবে। তবে কোনো ব্যক্তিকে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা যাবে।
এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তার বিষয়ে জেলাভিত্তিক রিটার্নিং কর্মকর্তা অথবা আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা যাবে।
নারী প্রতিনিধিত্ব :
আরপিওতে রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বর্তমান আইনে ২০২০ সালের মধ্যে নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের বিষয়ে বলা আছে।
জানুয়ারি-মার্চে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন ৬৫ শতাংশ : চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
আইনের খসড়া : নীতিগত অনুমোদনের পর পড়ে থাকা আইনের খসড়াগুলো দ্রুত মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
আসছে তীব্র শৈত্যপ্রবাহ, হতে পারে শিলাবৃষ্টিসহ বজ্রঝড়
১
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত
২
যুক্তরাষ্ট্রকে তুলাধুনা করলেন পুতিন
৩
খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা আছে
৪
তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা
৫
কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর
৬
ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ৪ দেশের
৭
রাজধানীতে আজ কোথায় কী
৮
মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন
৯
শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
১০
৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি
১১
যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪
১২
দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন
১৩
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা
১৪
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৫
আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ
১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন