ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৩:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

গ্রুপ প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া

গ্রুপ প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া
এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে লড়বে দক্ষিণ এশিয়ার দুই প্রতিনিধি বাংলাদেশ ও ভারত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গী দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ইরান। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা গ্রুপের খেলা। ভেন্যু ও ম্যাচ টাইমিং অবশ্য চূড়ান্ত হয়নি। উভয় গ্রুপের শীর্ষ দুটি করে চার দল মূল পর্বে খেলার ছাড়পত্র পাবে। ২০১৯ সালের অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের শীর্ষ তিন দেশ—জাপান, উত্তর কোরিয়া ও চীন সরাসরি মূল পর্বে খেলবে। উল্লিখিত সাত দেশের সঙ্গী হবে মূল পর্বের আয়োজক ইন্দোনেশিয়া। এশিয়ার শীর্ষ আট দল নিয়ে ২০২৪ সালের ৭ থেকে ২০ এপ্রিল আয়োজিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। ‘আমরা এখন এশিয়ার শীর্ষ ১২ দলের মধ্যে রয়েছি। এ পর্যায়ের আপনাকে কঠিন দলকে মোকাবিলা করতে হবে। সে হিসেবে গ্রুপিং ঠিক আছে’—বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ সম্পর্কে জানার পর কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন। এ কোচ যোগ করেন, ‘এশিয়ার শীর্ষ ১২ থেকে শীর্ষ আটে যেতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এ জন্য আমরা প্রস্তুত। মেয়েদের সেভাবেই তৈরি করা হচ্ছে।’ বাছাইয়ের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারানো বাংলাদেশ শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারায়। বাছাই পরীক্ষা পার হয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ২০১৭ ও ২০১৯ সালের আয়োজিত সর্বশেষ দুই আসরে খেলেছে বাংলাদেশ। দুই আসরেই গ্রুপসঙ্গী ছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে। ২০১৯ সালে ২-২ গোলে ড্র করে লাল-সবুজরা। এবার চেনা প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে নিয়ে কৌতূহল বাড়ছে। এ সম্পর্কে বাংলাদেশ কোচ বলেছেন, ‘কেবল অস্ট্রেলিয়া নয়, প্রতিটি দলই শক্তিশালী। প্রতিটি ম্যাচই কঠিন হবে। বাছাইয়ের প্রথম রাউন্ডে আমরা সিঙ্গাপুরে যে ফুটবল খেলে এসেছি, সেটা ধরে রাখতে পারলে ভালো কিছু হবে বলেই আশা করছি।’ সিঙ্গাপুর থেকে ফেরার পর দলের সদস্যদের দুই সপ্তাহের ছুটি দেওয়া হয়েছিল। ছুটি শেষে ১৪ মে ক্যাম্পে ফিরেছেন ফুটবলাররা। ১৫ মে থেকে শুরু হয়েছে প্রস্তুতি। ২০১৭ ও ২০১৯ আসর ছাড়াও বাংলাদেশ ২০০৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলেছে। সেবার বাছাই পরীক্ষা ছাড়া সরাসরি মূল পর্বে খেলা লাল-সবুজরা গ্রুপ পর্বের তিন ম্যাচই হেরেছে। যার মধ্যে ছিল এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ২৪-০ গোলের হার!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হওয়া জুলাই সনদের আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি

জাহানারার বিস্ফোরক অভিযোগে তদন্তে নামছে বিসিবি

ঐকমত্য কমিশনের ব্যয় সংক্রান্ত প্রতিবেদনের প্রতিবাদ

মির্জা ফখরুলকে ফোন করে আলোচনার আহ্বান জামায়াতে ইসলামীর

১০

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১১

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

১২

চার দশক পর মার্কিন কংগ্রেস থেকে অবসর নিলেন ন্যান্সি পেলোসি

১৩

মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১১ গড়ার অঙ্গীকার ড. কাইয়ুমের

১৪

গাজায় আরও ফিলিস্তিনি নিহত, লেবাননেও ইসরায়েলি হামলা

১৫

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

১৬

জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে : জামায়াত আমির

১৭

একই বিদ্যালের ৮ শিক্ষার্থীর হঠাৎ শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি

১৮

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

১৯

স্থগিত হওয়া পদ ফিরে পেলেন বিএনপি নেতা কচি

২০
X