হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছে আইনজীবীদের একাংশ। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশমুখে আল-কোরআন স্টাডি সেন্টারের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ও সৌদি সরকারের বাণিজ্যিকভিত্তিক এই হজ প্যাকেজ প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ৪ লাখ টাকার মধ্যে নতুন হজ প্যাকেজ ঘোষণা করতে হবে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সাবেক বিচারপতি মীর হাসমত আলী, আল-কোরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান প্রমুখ। একই দাবিতে গত ৬ মার্চ সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট আশরাফ উজ জামান।