রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শেখ হারুন
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৯:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

৯৫ শতাংশ প্রকল্পই শেষ হয় না নির্ধারিত সময়ে

৯৫ শতাংশ প্রকল্পই শেষ হয় না নির্ধারিত সময়ে
গড়ে ৯৫ শতাংশ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয় না। বারবার মেয়াদ বাড়িয়ে এসব প্রকল্প শেষ করতে হয়। নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়ে গড়ে প্রায় ২৬ শতাংশ। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে মেয়াদ বাড়ে সবচেয়ে বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রের (বিআইডিএস) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সওজ অধিদপ্তরের ৮০ শতাংশ প্রকল্পই নির্ধারিত সময়ে শেষ হয় না। বারবার মেয়াদ বাড়ানোর কারণে সওজ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে ব্যয় বাড়ে প্রায় ৫৬ শতাংশ। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হওয়া এবং খরচ বৃদ্ধির পেছনে ভূমি অধিগ্রহণ জটিলতা এবং কাজের পরিধি পরিবর্তনকে সবচেয়ে বড় কারণ হিসেবে গবেষণায় উল্লেখ করা হয়েছে। জমি অধিগ্রহণ জটিতায় প্রায় ২৭ শতাংশ প্রকল্পের ব্যয় বাড়ে। আর কাজের পরিধি পরিবর্তনের কারণে ৪৯ শতাংশের মেয়াদ বাড়ে। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন কালবেলাকে বলেন, প্রকল্প দেরি হওয়ার বড় একটি কারণ ভূমি অধিগ্রহণ জটিলতা। অনেক প্রকল্প ফিজিবিলিটি স্টাডি ছাড়াই নেওয়া হয়। অর্থাৎ পুরোটাই অনুমাননির্ভর। ফলে প্রকল্প নির্দিষ্ট সময় শেষ হয় না। ব্যয় বেড়ে যায়। তাই প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন, ভূমি অধিগ্রহণের বিষয় থাকলে সেগুলোয় কতটা জটিলতা আছে, তা চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করতে। নতুন প্রকল্প অনুমোদন দেওয়ার আগে এগুলো অবশ্যই দেখা হবে। বিআইডিএস ২০১২-১৩ থেকে ২০২১-২২ পর্যন্ত ১০ বছরে সড়ক ও জনপথ বিভাগের অধীনে বাস্তবায়িত ৩৬৯ প্রকল্প নিয়ে গবেষণা করে এই প্রতিবেদন তৈরি করেছে। এ ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অডিট প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এসব প্রতিবেদন থেকে প্রকল্পের প্রাথমিক খরচ ও সময়কাল এবং সংশোধিত খরচ ও সময়কাল বিশ্লেষণ করে ব্যয় এবং মেয়াদ বাড়ানোর তথ্য নিয়েছে বিআইডিএস। প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, জমি অধিগ্রহণ জটিলতা, জমির দাম বৃদ্ধি, ভূমি উন্নয়ন, জমির পরিমাণ বৃদ্ধি ও ক্ষতিপূরণের প্রদানে সমস্যা, ডিজাইনে পরিবর্তন, কাজের পরিধি পরিবর্তন, প্রকল্পের নতুন কম্পোনেন্টের যুক্ত হওয়া বা সম্প্রসারণ, বিদ্যমান অবকাঠামো মেরামত, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়া, প্রকল্প চালু করতে বিলম্ব, জনবলের অভাব, করোনার কারণে সংকট, পরামর্শক নিয়োগে বিলম্ব, দাতা সংস্থার পরিবর্তন। মেয়াদ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের অর্থ বরাদ্দ না পাওয়া, কাজের ধরনে পরিবর্তন, ভূমি অধিগ্রহণ জঠিলতা, দরপত্র আহ্বানে ধীরগতি, প্রাকৃতিক দুর্যোগ, প্রত্যন্ত এলাকায় প্রকল্প, নির্মাণ সামগ্রীর পরিবর্তন ও করোনা। এ ছাড়া আইনি সমস্যা, নিরাপত্তা, দক্ষ মানবসম্পদের অভাব, পরামর্শক নিয়োগে বিলম্ব, দাতা সংস্থার পরিবর্তনের কারণে প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয় না। বিআইডিএসের গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের ৩৬১ প্রকল্পের মধ্যে ২৮৯টির মেয়াদ বাড়ানো হয়েছে। আর নির্ধারিত সময়ে শেষ হয়েছে ৭২ প্রকল্প। ২০১টির ব্যয় বেড়েছে। ১৬০ প্রকল্প ব্যয় বৃদ্ধি ছাড়াই শেষ হয়েছে। ১৭৯ প্রকল্পের ব্যয় ও মেয়াদ উভয় বেড়েছে। মেয়াদ এবং ব্যয় না বাড়িয়ে প্রকল্প শেষ হয়েছে মাত্র ৪৯টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই নাদাল-জোকোভিচ লড়াই

ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

বৃষ্টি আরও বাড়বে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দিল্লির রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী, দিলেন ভয়ংকর বর্ণনা  

২৮ দিন পর মন্ত্রিসভার বৈঠক বসছে

হাসপাতালের নারী কর্মচারীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

যুবককে পিষিয়ে দিয়ে গেল বিএমডব্লিউ

গুলিতে নিহত তামিমের বাবা বললেন, ‘সে ছাত্রলীগ করত’

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে প্রতিদিন চলছে অসহায়দের জন্য খাবার বিতরণ

১০

বর্ষায় শেরপুরে চাঁই বিক্রির হিড়িক

১১

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

১২

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামছেন এরদোয়ান?

১৩

বিলুপ্ত হয়ে পড়ছে ভেষজ রত্ন বাসক

১৪

তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

১৫

র‌্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার

১৬

আওয়ামী লীগের যৌথসভা কাল

১৭

‘গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে’

১৮

আজকের দিনটি কেমন যাবে আপনার?

১৯

নীলফামারীতে দাদন ব্যবসার ফাঁদে ঘরছাড়া শত পরিবার

২০
X