কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৯:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

সুনির্দিষ্ট কারণ জানায়নি আরবিআই

সুনির্দিষ্ট কারণ জানায়নি আরবিআই
বাজার থেকে সর্বোচ্চ মূল্যের নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। গত শুক্রবার এ ঘোষণা আসে। ২০১৬ সালে ২ হাজার রুপির নোট চালু হয়েছিল। এর আইনি দরপত্র থাকলেও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ নোটগুলো ব্যাংকে জমা বা বিনিময় করতে বলা হয়েছে। এ সিদ্ধান্ত ২০১৬ সালে ভারত সরকারের নেওয়া এক আকস্মিক পদক্ষেপের কথা মনে করিয়ে দেয়। ওই বছরের ৮ নভেম্বর নরেন্দ্র মোদি সরকার রাতারাতি বাজারে প্রচলিত ৮৬ শতাংশ মুদ্রা প্রত্যাহার করে নিয়েছিল। তবে এবারের পদক্ষেপটি কম বিঘ্নজনক হবে বলে আশা করছেন বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা। তাদের মতে, এবার নোট প্রত্যাহারের জন্য ভারতীয়রা পাচ্ছেন লম্বা সময়। আর বিষয়টি দেশের জন্যও অর্থবহ। এখন প্রশ্ন আসে—সরকার ২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে কেন? রয়টার্স বলছে, ২০১৬ সালে নোট বাতিলের পর ভারতের অর্থনীতিতে দ্রুত নতুন মুদ্রা চালু করাই ছিল মূল উদ্দেশ্য। এরপর থেকে আরবিআই বলছে, তারা উচ্চমূল্যের নোট কমাতে চায়। সে অনুযায়ী, চার বছর ধরে ২ হাজার রুপির নোট ছাপানোও বন্ধ করে দেওয়া হয়েছে। আরবিআই এ নোট তুলে নেওয়ার ব্যাখ্যায় বলেছে, সাধারণ লেনদেনে এর ব্যবহার হয় না। তবে এখনই এ সিদ্ধান্ত কেন হলো, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি আরবিআই। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচনের আগে নগদের ব্যবহার বেড়ে যায়। এলঅ্যান্ডটি ফাইন্যান্স হোল্ডিংসের প্রধান অর্থনীতিবিদ রুপা নিৎসার বলেন, সাধারণ নির্বাচনের আগে এ ধরনের পদক্ষেপ গ্রহণ একটি বিজ্ঞ সিদ্ধান্ত। তবে যারা এ নোট মজুত হিসেবে ব্যবহার করছেন, তারা অসুবিধায় পড়তে পারেন। ভারতের বাজারের ১০ দশমিক ৮ শতাংশ ২ হাজার রুপির নোটের দখলে। নিৎসারের মতে, আরবিআইর সিদ্ধান্তে কোনো বড় ব্যাঘাত সৃষ্টি হবে না। আর গত ছয়-সাত বছরে ডিজিটাল লেনদেন ও ই-কমার্সের পরিসর বেড়েছে উল্লেখযোগ্য হারে। কোয়ান্টইকো রিসার্চের অর্থনীতিবিদ যুবিকা সিংঘলের ভাষ্য, স্বল্পমেয়াদে অসুবিধায় পড়তে পারে কৃষি, নির্মাণের মতো ক্ষুদ্র ব্যবসা ও নগদভিত্তিক খাত। এখন অনেকের হাতেই রয়েছে ২ হাজার রুপির নোট। এসব নোট ব্যাংক হিসাবে জমা না দিয়ে স্বর্ণের মতো পণ্য কিনতে পারেন তারা, বলেন সিংঘল। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোটগুলো ব্যাংকে জমা বা বিনিময়ের পরামর্শ দিয়েছে সরকার। ফলে ভারতীয় ব্যাংকগুলোর আমানত বাড়বে। আর এ সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন দেশটির ব্যাংকগুলোয় আমানত বৃদ্ধির হার ঋণের তুলনায় পিছিয়ে। এতে আমানত বৃদ্ধির হারে চাপ কমবে বলে মনে করেন রেটিং এজেন্সি ইকরা লিমিটেডের ফিন্যান্সিয়াল খাত রেটিং প্রধান কার্তিক শ্রীনিবাস। ব্যাংক ব্যবস্থায়ও তারল্য বাড়বে। এমকে গ্লোবাল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের অর্থনীতিবিদ মাধবী অরোরার মতে, ২ হাজার রুপির সব নোট ব্যাংক ব্যবস্থায় ফিরবে। তাই এটি এ ব্যবস্থায় তারল্য উন্নত করতে সহায়তা করবে। এদিকে যুবিকা সিংঘলের অভিমতের সত্যতা মিলেছে। ইকোনমিক টাইমস জানিয়েছে, নোট বদলের বিপরীতে ভারতীয়রা স্বর্ণ কিনছেন। তবে এ জন্য প্রিমিয়াম বা অতিরিক্ত দাম দিতে হচ্ছে। জিএসটিসহ স্বর্ণের দর ৬৩ হাজার ৮০০ রুপি হলেও শনিবার মুম্বাইয়ে অনানুষ্ঠানিক বাজারে ২ হাজার রুপির নোট ব্যবহার করে ১০ গ্রাম কিনতে ব্যয় হয় ৬৭ হাজার রুপি। বাড়তি অর্থ ক্রেতাদের কাছ থেকে প্রিমিয়াম হিসেবে নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর রোজেল পানীয়

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : ডিসি অন্নপূর্ণা

রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা

আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

দলের প্রশ্নে আমরা সবাই এক : নজরুল ইসলাম আজাদ

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

১০

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

১১

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

১২

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

১৩

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

১৪

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

১৫

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১৬

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১৭

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১৮

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৯

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X