কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

নাজুক বরিশালে জিততে আ.লীগের উদ্যোগ

নাজুক বরিশালে জিততে আ.লীগের উদ্যোগ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাজুক দশা দূর করতে কাজ শুরু করেছে দলের নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ায় মেয়র পদে জয় নিশ্চিতে উঠেপড়ে নেমেছে দলটি। কোন্দল থাকলেও প্রয়োজনের সময় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি নির্বাচনে গঠিত কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। জানা গেছে, ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ধারাবাহিক সভা ও প্রচার চালাবে দলটি। নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলা, জেলার সব শাখার নেতা, জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের প্রচারে নামানো হচ্ছে। সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু উপস্থিত ছিলেন। জানা গেছে, খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে ২৬ মে ও ১ জুন গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বিশেষ বর্ধিত সভা করবে। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। ২৬ মে’র সভায় মেয়র পদে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ছাড়াও তার পক্ষে কাজ করার জন্য বরিশাল মহানগর আওয়ামী লীগ, এর অন্তর্গত সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলার সব সদস্য, এর অন্তর্গত সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) প্রতীক হলো নৌকা। সেই নৌকাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক ও সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম শুরু করেছি। কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এবার বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বাদ দিয়ে তারই আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে নৌকার প্রার্থী করা হয়। এরপর থেকে বরিশালে মেয়র প্রার্থী খোকনের পক্ষে-বিপক্ষে বিবাদে জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ মে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ৯ সদস্যের কমিটি করে দেন। বৈঠকে প্রধানমন্ত্রী মান-অভিমান ভুলে নৌকার প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১০

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

১১

ইসলামেই আসবে সত্যিকারের মুক্তি : চরমোনাই পীর

১২

হাসিনার লকারে শুধু পাটের ব্যাগ, যৌথ লকারে সোনার নৌকা-গয়না

১৩

রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হবে না : বিভাগীয় কমিশনার

১৪

বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

১৫

ব্যালটে যেমন দেখা যাবে এনসিপির শাপলা কলি প্রতীক

১৬

বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন ২০২৫ উদযাপন

১৭

এনসিপি জোটের ঘোষণা আসতে পারে আগামীকাল

১৮

মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

এরদোয়ানকে নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছর কারাদণ্ড

২০
X