কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

নাজুক বরিশালে জিততে আ.লীগের উদ্যোগ

নাজুক বরিশালে জিততে আ.লীগের উদ্যোগ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাজুক দশা দূর করতে কাজ শুরু করেছে দলের নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ায় মেয়র পদে জয় নিশ্চিতে উঠেপড়ে নেমেছে দলটি। কোন্দল থাকলেও প্রয়োজনের সময় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি নির্বাচনে গঠিত কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। জানা গেছে, ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ধারাবাহিক সভা ও প্রচার চালাবে দলটি। নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলা, জেলার সব শাখার নেতা, জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের প্রচারে নামানো হচ্ছে। সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু উপস্থিত ছিলেন। জানা গেছে, খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে ২৬ মে ও ১ জুন গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বিশেষ বর্ধিত সভা করবে। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। ২৬ মে’র সভায় মেয়র পদে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ছাড়াও তার পক্ষে কাজ করার জন্য বরিশাল মহানগর আওয়ামী লীগ, এর অন্তর্গত সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলার সব সদস্য, এর অন্তর্গত সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) প্রতীক হলো নৌকা। সেই নৌকাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক ও সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম শুরু করেছি। কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এবার বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বাদ দিয়ে তারই আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে নৌকার প্রার্থী করা হয়। এরপর থেকে বরিশালে মেয়র প্রার্থী খোকনের পক্ষে-বিপক্ষে বিবাদে জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ মে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ৯ সদস্যের কমিটি করে দেন। বৈঠকে প্রধানমন্ত্রী মান-অভিমান ভুলে নৌকার প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি

রাজধানীতে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন

ব্যানারসহ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

যুবককে দুবাই নিয়ে বিক্রি, দুই মানব পাচারকারীর কারাদণ্ড

অস্তিত্ব সংকটে ব্রিটিশবিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গা হাট

রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে ৪ ককটেলসহ একজন আটক

বায়রার ফখরুলকে ‎ছেড়ে দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

ফোন বন্ধের আতঙ্কে বাজারে মন্দাভাব, আন্দোলনে চট্টগ্রামের মোবাইল ব্যবসায়ীরা

ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত

১০

গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

১১

পুত্রবধূর মারধরে হাসপাতালে ভর্তি বৃদ্ধ শ্বশুর 

১২

দেশ ও জাতীয় স্বার্থে জোটবদ্ধ নির্বাচনের পথও খোলা : আখতার

১৩

অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণ কারা করে, উদাহরণ দিলেন সোহেল তাজ

১৪

যৌন নিপীড়নে অভিযুক্ত বেরোবি শিক্ষকের শাস্তির দাবি

১৫

সিলেটে বিটিসিএল অফিসে অগ্নিকাণ্ড

১৬

সিনিয়র অ্যাডভোকেট হলেন শিশির মনির ও সাখাওয়াতসহ ১৯ জন

১৭

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধি

১৮

ঢাবিতে ককটেল বিস্ফোরণ

১৯

আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X