কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

নাজুক বরিশালে জিততে আ.লীগের উদ্যোগ

নাজুক বরিশালে জিততে আ.লীগের উদ্যোগ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাজুক দশা দূর করতে কাজ শুরু করেছে দলের নির্বাচন পরিচালনা কমিটি। জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ায় মেয়র পদে জয় নিশ্চিতে উঠেপড়ে নেমেছে দলটি। কোন্দল থাকলেও প্রয়োজনের সময় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব দূর করে ঐক্য প্রতিষ্ঠা করতেই এ উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি নির্বাচনে গঠিত কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। জানা গেছে, ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ধারাবাহিক সভা ও প্রচার চালাবে দলটি। নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করতে বরিশাল বিভাগের সব জেলা-উপজেলা, জেলার সব শাখার নেতা, জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের প্রচারে নামানো হচ্ছে। সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান ও গোলাম কবীর রাব্বানী চিনু উপস্থিত ছিলেন। জানা গেছে, খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে ২৬ মে ও ১ জুন গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি বিশেষ বর্ধিত সভা করবে। সভায় সভাপতিত্ব করবেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। ২৬ মে’র সভায় মেয়র পদে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ছাড়াও তার পক্ষে কাজ করার জন্য বরিশাল মহানগর আওয়ামী লীগ, এর অন্তর্গত সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল জেলার সব সদস্য, এর অন্তর্গত সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় টিমের সমন্বয়ক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) প্রতীক হলো নৌকা। সেই নৌকাকে বিজয়ী করার জন্য আমরা সর্বাত্মক ও সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম শুরু করেছি। কার্যক্রমকে আরও বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এবার বরিশাল সিটি নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বাদ দিয়ে তারই আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে নৌকার প্রার্থী করা হয়। এরপর থেকে বরিশালে মেয়র প্রার্থী খোকনের পক্ষে-বিপক্ষে বিবাদে জড়িয়ে পড়েন দলের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ মে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ৯ সদস্যের কমিটি করে দেন। বৈঠকে প্রধানমন্ত্রী মান-অভিমান ভুলে নৌকার প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান সংঘাত, ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

আ.লীগ নিষিদ্ধে কী আইন আছে, জানালেন আসিফ নজরুল

মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে : উপদেষ্টা ফাওজুল কবির

সরকারি আদেশে ভারতে বন্ধ ‘দ্য ওয়ার’ নিউজ সাইট

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ

১০

আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে ছিটানো হচ্ছে পানি

১১

কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার

১২

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৪

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

১৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ চলছে

১৬

কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

১৭

সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

১৮

হামলার আশঙ্কা, ভারতের বন্দর-টার্মিনালে নিরাপত্তা জোরদার

১৯

সেই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার

২০
X