সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
দারুণ শুরুর পর প্রথম রাউন্ডের লিডার বোর্ডে শীর্ষে সিদ্দিকুর রহমান দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে যান। গতকাল তৃতীয় রাউন্ডে রীতিমতো উল্টোপথে চললেন দুটি এশিয়ান ট্যুর জয়ী গলফার। দ্য ডিজিসি ওপেনের তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে চার শট বেশি খেললেন দেশসেরা এ গলফার।
দিল্লি গলফ ক্লাবে তৃতীয় রাউন্ডের প্রথম দুটি হোলে শেষ করেন পারের সমান শট খেলে। তৃতীয় হোলে বোগি করে উল্টোপথে চলা শুরু। পরের পাঁচ হোল পারের সমান শটে শেষ করেন। নবম হোলে গিয়ে ডাবল বোগি করে বসেন। একাদশ হোলে গিয়ে এ রাউন্ডের দ্বিতীয় বোগি করেন ৩৮ বছর বয়সী এ গলফার। পঞ্চদশ হোলে রাউন্ডের দ্বিতীয় ডাবল বোগি ও সপ্তদশ হোলে তৃতীয় বোগি করেন ২০১০ সালে ব্রুনাই ওপেন দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা এ গলফার। মাঝে ষষ্ঠদশ হোলে তৃতীয় রাউন্ডের একমাত্র বার্ডি করেন সিদ্দিকুর রহমান।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন