মাহবুব সরকার
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ১০:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

অর্থের জন্য ইঁদুর-বিড়াল খেলা

অর্থের জন্য ইঁদুর-বিড়াল খেলা
করাতকল দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সেলিনা আক্তারের বাবা আব্দুল হাশেম। বাবার চিকিৎসায় টাকা দরকার, উত্তরা এফসির মিডফিল্ডার হন্যে হয়ে ক্লাব কর্মকর্তাদের খুঁজছিলেন। সেলিনার মতো পাওনা টাকার জন্য ঘুরছেন তার সতীর্থরাও! শনিবার বাবা দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সেলিনা ক্লাব কর্মকর্তাদের একের পর এক কল করে যাচ্ছিলেন। ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুর্ঘটনা কবলিত বাবার ছবি পোস্ট করার পরও দুদিন সাড়া পাওয়া যায়নি। গত সোমবার রাতে ক্লাব কর্মকর্তারা সাড়া দেন, প্রাপ্ত টাকার একটা অংশ (মাত্র ১০ হাজার) পাঠানো হয়। অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার জন্য এ অর্থ কিছুই নয়। তারপরও হাফ ছেড়ে বাঁচলেন সেলিনা! ‘বাবার চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। আমার পাওনা টাকা থেকে ২০ হাজার দেওয়ার কথা ছিল; কিন্তু পাঠানো হয়েছে ১০ হাজার। প্রয়োজনের তুলনায় এ অর্থ কিছুই না, তারপরও বিপদের সময় এটা কাজে আসবে’—কালবেলাকে বলছিলেন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর থেকে উঠে আসা এ ফুটবলার। আরেক ফুটবলার খালেদা খাতুনের বাবা স্ট্রোক করে জীবনযুদ্ধে ধুঁকছেন। অনেক দেনদরবারের পর সোমবার রাতে সেলিনার সঙ্গে তিনিও প্রাপ্ত অর্থের একটা অংশ পেয়েছেন। গতকাল দলের আরেক সদস্যে জিন্নাতের পাওনা টাকার একটা অংশ হিসেবে পাঁচ হাজার টাকা পাঠানো হয়েছে। কয়েকজন এভাবে ছোট ছোট অংশে টাকা পেলেও অনেকের অপেক্ষা ফুরাচ্ছে না। এ নিয়ে ক্লাব কর্মকর্তা ও ফুটবলারদের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা! তাতে বিরক্ত হয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ নিংড়ে দিয়েছেন উত্তরা এফসির সিনিয়র ফুটবলার মাইনু মারমা, ‘কীভাবে কথাগুলো শুরু করব জানি না। এমন একটা ক্লাবে খেললাম, অফিসিয়ালগুলো অনেক ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো, তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। খেলা শেষ হয়েছে সেই ২০২২ সালের ২৮ ডিসেম্বর। তিন ধাপে টাকা পরিশোধের কথা ছিল। এখন পর্যন্ত টাকার জন্য ছুটছি। ছুটে কী হবে? আজ, কাল—এমন করে মনে হয় ২০২৩ সালও শেষ হয়ে যাবে।’ নিয়মমাফিক আনুষ্ঠানিক অভিযোগ না পেলে এ ধরনের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো ফুটবলার অভিযোগ করেননি। মাইনু মারমার এ পোস্ট দেখে বিরক্ত উত্তরা এফসির সাধারণ সম্পাদক রইসুল ইসলাম লিটন উল্টো অভিযোগ আনলেন, ‘মাইনু মারমা ক্লাবের সঙ্গে প্রতারণা করেছেন। ইনজুরি গোপন করে চুক্তি করেছেন। ক্লাব তার সার্ভিস পায়নি।’ চুক্তিমাফিক অন্য ফুটবলারদের টাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উত্তরা এফসির সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। এ কারণে অর্থ পরিশোধে বিলম্ব হচ্ছে। দ্রুতই সবার পাওনা পরিশোধ করা হবে।’ বাংলাদেশ ফুটবলে অর্থ সংক্রান্ত এমন ঘটনা নতুন নয়। তা প্রতিরোধে বাফুফের করণীয় কী?—এ প্রশ্নের উত্তরে স্থানীয় ফুটবল সংস্থার কম্পিটিশনস ম্যানেজার জাবের বিন তাহের আনসারী বলেছেন, ‘আর্থিক সামর্থ্য, আর্থিক বিবরণীসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করে ক্লাবগুলোকে লিগে খেলার অনুমতি দেওয়া হয়। তার পরও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের দোয়া মাহফিল / ‘হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে আপোসহীন বীর’

আ.লীগের ৯ নেতার পদত্যাগ

অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে সিডনীতে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা

বাগেরহাটের ৩টি আসনে মনোনয়ন কিনলেন সিলভার সেলিম

একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা

লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিশানায় দুই নেতা

পায়ের স্যান্ডেল খুঁজে দিল শাহিনের লাশ

সংবাদমাধ্যমের প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়ার মানসিকতা হটকারিতা

আরশ-তিশার দ্বন্দ্বের অবসান

ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, চরম ভোগান্তি

১০

এবার বিএনপিতে যোগ দিচ্ছেন আরেক প্রভাবশালী নেতা

১১

গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত

১২

গিলকে নিয়ে দল ঘোষণা, আরও আছেন যারা

১৩

কিডনি খারাপ হওয়ার আগে সংকেত দেয় চোখ, যে ৫ লক্ষণে বুঝবেন

১৪

এনসিপি নেতাকে গুলি, বেনাপোল সীমান্তে কড়াকড়ি

১৫

শেষ হলো জেসিএক্স আবাসন মেলা

১৬

বিশ্বকাপে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত

১৭

স্বরাষ্ট্র উপদেষ্টা / দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

১৮

উচ্চ কোলেস্টেরল কমাতে সহায়ক ১০ প্রাকৃতিক উপাদান

১৯

গণতন্ত্রকামী সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল

২০
X