কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৩, ১০:১২ এএম
প্রিন্ট সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই চ্যালেঞ্জ

নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে দুই চ্যালেঞ্জ
দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে দুটি চ্যালেঞ্জ রয়েছে। এর একটি হলো বিনিয়োগ, অন্যটি হচ্ছে জমি। এই দুই চ্যালেঞ্জের জন্য সরকার পরিকল্পিত ৪০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন বক্তারা। আগামী ১৯ থেকে ২১ মে জাপানের হিরোশিমায় হবে এবারের সম্মেলন। ২০২৩ সালের জি-৭ সম্মেলন সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এ সংলাপের আয়োজন করে সিপিডি। সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, এবারের জি-৭ সামিটে অন্যান্য বিষয়ের সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিষয়টি গুরুত্ব পাবে। নিবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। এতে সুপারিশ করা হয়, উন্নয়নশীল দেশগুলোতে কয়লা খাতে বিনিয়োগ বন্ধ করা উচিত এসব দেশের। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) বিনিয়োগ স্থগিত করা দরকার। নবায়নযোগ্য জ্বালানি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোকে উদ্বুদ্ধ করতে হবে। সংলাপের শুরুতে ‘কল ফর গ্লোবাল ইনিশিয়েটিভস ফর এন্ডিং সাপোর্ট ফর ফসিল ফুয়েলস অ্যান্ড অ্যাকসেলারেটিং দ্য ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি’ শীর্ষক একটি নিবন্ধ উপস্থাপন করা হয়। সংসদ সদস্য তানভীর শাকিল বলেন, নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি দেশের পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে। জমি অধিগ্রহণ একটি বড় সমস্যা। জমি পাওয়া যায়নি বলে সিরাজগঞ্জে দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়েও তা করা যায়নি। নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী। তবে এটি রাতারাতি হবে না। ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বুয়েটের সাবেক অধ্যাপক ইজাজ হোসেন বলেন, বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি তুলে দিতে চায়। এটা কঠিন, তবু করা হচ্ছে। বর্তমানে দেশে চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেশি। এর মধ্যে নতুন করে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কতটা বাড়ানো যাবে, তা চিন্তার বিষয়। তাই সৌরবিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তাদের অনেকে বিভিন্ন পরামর্শ দেন। তারা বলেন, দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রচুর জমি বরাদ্দ দেওয়া আছে। এসব জমি ব্যবহার করে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আবার এসব এলাকায় নির্মিত কারখানার ছাদ ব্যবহার করেও সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে। কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো যেতে পারে। তারা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক তহবিল থেকে আরও বেশি অর্থায়ন পাওয়ার বিষয়ে জোর দিতে পারে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলার জন্য গঠিত বিভিন্ন বৈশ্বিক তহবিল থেকেও সুবিধা নেওয়া যেতে পারে। সেইসঙ্গে জমির স্বল্পতা থাকলেও বহুমুখী ব্যবহার নিশ্চিত করে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। স্বল্প, মধ্য ও দীর্ঘেময়াদি পরিকল্পনা নিয়ে এগোনো উচিত। শুধু সৌরবিদ্যুৎ নয়, সমুদ্র ও স্থল মিলে বাংলাদেশে বায়ুবিদ্যুতের ভালো সম্ভাবনা আছে বলেও মনে করেন অনেকে। জি-৭ জোটের দেশগুলো হচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি ও ফ্রান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে যখনতখন হতে পারে স্ট্রোক

বিয়ে করলেন প্রিয়াঙ্কা জামান

উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন : আনিসুল হক

১১ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৪ ডিগ্রিতে

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

পাঁচ দাবিতে আজ সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল

রাজধানীতে আজ কোথায় কী

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সময়মতো বিছানার চাদর ধুচ্ছেনতো?

১০

সিভিল বিভাগে নিয়োগ দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১১

অবৈধভাবে জন্মনিবন্ধন করায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই করতে পারবেন আবেদন

১৪

১১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৫

নারীসহ আ.লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১৬

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আ.লীগ নেতা ধরা

১৭

এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

১৮

রাবিতে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বরখাস্ত দাবি

১৯

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

২০
X