মাসুদ রানা
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১০:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

নুহাশপল্লীর অর্থ আত্মসাতে ভুয়া স্পিকারের বিরুদ্ধে চার্জশিট

নুহাশপল্লীর অর্থ আত্মসাতে ভুয়া স্পিকারের বিরুদ্ধে চার্জশিট
দুই বছর আগে ডেপুটি স্পিকার পরিচয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কাছে ফোন দেন রবিউল ইসলাম। পরে নুহাশপল্লীর উন্নয়নে অস্ট্রেলিয়া থেকে অর্থ আসার কথা বলে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। এ ঘটনায় করা মামলায় রবিউলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। গত ২ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আসিক ইকবাল চার্জশিট দেন। ২৫ জানুয়ারি চার্জশিটটি আদালতে গৃহীত হয়। চার্জশিটে বলা হয়, তদন্তকালে বিকাশ নম্বরের সিমটি উদ্ধার করা সম্ভব না হলেও সেটি যে মোবাইলে ব্যবহার করা হয়েছে, তা রবিউলের কাছ থেকে জব্দ করা হয়। চোরাই সিম দিয়ে কল : ২০২১ সালে ওমর ফারুক নামে এক ব্যক্তির মোবাইল চুরি করে রবিউলের ছেলে সিয়াম। এ সময় এতে দুটি সিম ছিল। পরে সেই মোবাইল উদ্ধার করে একটি সিম উত্তোলন করেন ফারুক। আরেকটি সিম সিয়ামের কাছে থেকে যায়। একই বছরের ১৭ এপ্রিল ওই নম্বর দিয়ে শাওনকে কল দেন রবিউল। এ সময় তিনি নিজেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পরিচয় দেন। নুহাশপল্লীর উন্নয়ন বাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অঙ্কের টাকা এসেছে এবং তা অর্থ মন্ত্রণালয়ে জমা আছে বলে শাওনকে জানান রবিউল। এর পর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রউফ তালুকদারের মোবাইল নম্বর দিয়ে শাওনকে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে শাওনকে উপসচিব পরিচয়দানকারী ব্যক্তি জানান, ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি দিতে হবে। এক পর্যায়ে শাওন ওই নম্বরে ৩১ হাজার ৮৫০ টাকা পাঠান। এর ২৪ ঘণ্টার মধ্যে একটি ফান্ড নুহাশপল্লীর অ্যাকাউন্টে জমা হবে বলা হলেও তা আর হয়নি। নুহাশপল্লীর ম্যানেজার ও মামলার বাদী সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, এ প্রতারক চক্র নুহাশপল্লী ছাড়াও হাজারো মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল হাসান বলেন, অভিযোগের বিষয়টি সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে আদালতে প্রমাণ করতে হবে। এ ক্ষেত্রে রবিউলের খালাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল্লাহ আবু বলেন, নুহাশপল্লীর নামে অর্থ এসেছে এমন প্রলোভন দেখিয়ে প্রতারণা করেছে প্রতারক চক্র। এ মামলায় বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রপক্ষ কার্যকরী পদক্ষেপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘টুপি পরার অপরাধে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হতো’

লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাচ্ছে বাংলাদেশি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভারতের কারাগারে বাংলাদেশি ৩ কিশোর, উৎকণ্ঠায় পরিবার

দূরে সরে যাচ্ছে চাঁদ, ‘বিপদে’ পড়ছে পৃথিবী?

বিশ্লেষণ / ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি সম্ভব

৪ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল, পাবেন আবাসন সুবিধা

‘ফেসবুক মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে অনেকেই’

রাজধানীতে আজ কোথায় কী

১০

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

১১

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

১২

প্লাস্টিক পণ্যে ঝুঁকছে মানুষ, ঐতিহ্য হারাচ্ছে বাঁশ-বেতশিল্প

১৩

অবশেষে চালু হচ্ছে আল-নাসিরিয়াহ আন্তর্জাতিক বিমানবন্দর

১৪

অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি : আসিফ নজরুল

১৫

১৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

১৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৮

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১৯

ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাকসু নির্বাচনে ৬ দাবি ছাত্রদলের

২০
X