রাজন ভট্টাচার্য
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১০:০১ এএম
প্রিন্ট সংস্করণ

মেট্রোরেলের সার্বিক অগ্রগতি ৯৪ শতাংশ

মেট্রোরেলের সার্বিক অগ্রগতি ৯৪ শতাংশ
ঢাকায় গত ২৮ ডিসেম্বর চালু হয়েছে দেশের প্রথম মেট্রোরেল। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এর দিয়াবাড়ী-আগারগাঁও অংশে চলাচল করছে ১০টি ট্রেন। গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেট্রোরেল-৬-এর সার্বিক অগ্রগতি ছিল প্রায় ৯৪ শতাংশ। দিয়াবাড়ী-মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটারের দ্রুতগতির এ লাইনের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের মধ্যে। এর মধ্যে চলতি বছরের শেষে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত লাইন চালু হবে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ছয়টি মেট্রোরেলের সমন্বয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে কোম্পানির মাধ্যমে রাজধানীতে সবকটি লাইন নির্মাণ করা হবে। ডিএমটিসিএলের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি ৯৩ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের সর্বশেষ অগ্রগতি ৯৯ দশমিক ৪০ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯২ দশমিক ৬৭ শতাংশ। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক ১৬ কিলোমিটার অংশের কাজ গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, আটটি প্যাকেজে সম্পন্ন হচ্ছে পুরো কাজ। সর্বশেষে প্যাকেজে রয়েছে, রেল কোচ ও ডিপো সরঞ্জাম সংগ্রহ। ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর থেকে এই প্যাকেজের কাজ শুরু হয়। কাজ শেষে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতি তিন মিনিট পরপর দিনে ২৪টি ট্রেন চলার কথা রয়েছে। ঘণ্টায় যাত্রী পরিবহন করবে ৬০ হাজার। দিনে পাঁচ লাখের বেশি। বিদ্যুৎচালিত ২৪টি ট্রেনের মধ্যে ২৩টি এরই মধ্যে উত্তরার ডিপোতে পৌঁছেছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৪তম ট্রেন জাপানের কোবে বন্দর থেকে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশে জাহাজে রওনা হয়েছে। মার্চের মধ্যে সেটি উত্তরার ডিপোতে পৌঁছবে। এই প্যাকেজের সর্বশেষ অগ্রগতি ৮৫ দশমিক ৯২ শতাংশ। বর্তমানে দিয়াবাড়ী-আগারগাঁও অংশের নয়টি স্টেশনের মধ্যে পাঁচটি চালু হয়েছে। এই অংশে চার ঘণ্টায় ১০ ট্রেন নিয়মিত চলাচল করছে। প্রকল্প সূত্র বলছে, গ্যাকেজ-৭ ইলেট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেমের সার্বিক অগ্রগতি ৯১ দশমিক ২২ শতাংশ। এই প্যাকেজের আগারগাঁও থেকে মিতিঝিল অংশের সম্পূর্ণ রেললাইন, সিগন্যাল পদ্ধতির যন্ত্রপাতি এবং অটোমেটিক ফেয়ার কালেকশন (এএফসি) যন্ত্রপাতি স্থাপন করে চালু হয়েছে। মতিঝিল রিসিভিং সাব-স্টেশনের ভবন নির্মাণও শেষ। বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও ১৩২ কেভি কেবল লেইংয়ের কাজও শেষ হয়েছে। আর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত ১৬ দশমিক ১৯ কিলোমিটার অংশে রেললাইন ও ওসিএস পোর্টাল স্থাপন শেষ হয়েছে। প্যাকেজ তিন ও চারে রয়েছে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার ভায়াডাক্ট ও নয়টি স্টেশন নির্মাণ। ২০১৭ সালে এই প্যাকেজের কাজ শুরু হয়। দুই প্যাকেজের সমন্বিত অগ্রগতি ৯৯ দশমিক ৪০ শতাংশ। এই অংশে ট্রেন চলাচল শুরু হলেও মার্চের মধ্যে সব স্টেশন খুলে দেওয়ার কথা রয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হবে। এর মধ্যে শেওড়াপাড়া স্টেশনের একটি প্রবেশ ও বের হওয়ার জন্য চলন্ত সিঁড়ি স্থাপনের কাজ চলছে। পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত রাস্তা মেরামতের কাজ শেষ হলেই এ অংশের শতভাগ কাজ সম্পন্ন হবে। প্যাকেজ-১-এ ডিপো এলাকার ভূমি উন্নয়ন কাজ শতভাগ সম্পন্ন। তেমনি প্যাকেজ-২-এ ডিপো এলাকার পূর্ত কাজও শেষ। প্যাকেজ-৫-এ আগারগাঁও-কারওয়ানবাজার পর্যন্ত ৩ দশমিক ১৯৫ কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি ৯২ দশমিক ৫৯ শতাংশ। প্যাকেজ-৬-এ কারওয়ানবাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ দশমিক ৯২২ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মাণকাজের অগ্রগতি হয়েছে ৯২ দশমিক ৭৩ শতাংশ। প্যাকেজ-৭-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিস্টেমের সার্বিক অগ্রগতি ৯১ দশমিক ২২ শতাংশ। ডিএমটিসিএলের সচিব আব্দুর রউফ কালবেলাকে বলেন, আমরা চেষ্টা করছি যথাসময়ের মধ্যে সব কাজ শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু করতে। এই অংশে কাজের অগ্রগতি বেশ ভালো। মতিঝিল-কমলাপুর অংশের কাজও বেশ গতি পেয়েছে। সেখানে রাত-দিন কাজ চলছে। আশা করি, ২০২৫ সালের মধ্যে এমআরটি-৬-এর পুরো কাজ শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমাদের সে চেষ্টাও সফল হয়নি’

প্যারিসে বেরসিক বৃষ্টিতে ভিজল বিশ্ব নেতারা

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

ইরানের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন বাইডেন

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

যানজট সরিয়ে ভোগান্তি দূর করেন নবরু

বর্ষায় জমে উঠেছে চাক জালের হাট

ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১০

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

১১

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

১২

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

১৩

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৪

সরবরাহ সচল হওয়ায় স্বস্তি ফিরছে ব্রাহ্মণপাড়ার সবজি বাজারে

১৫

আজ কোন এলাকায় কত ঘণ্টা কারফিউ শিথিল

১৬

রিয়ালের জার্সিতে কবে মাঠে নামছেন এমবাপ্পে?

১৭

স্বেচ্ছায় কারাগারে যাচ্ছেন ফিলিস্তিনি শরণার্থীরা

১৮

অলিম্পিকে পদকের লড়াই হবে যে ইভেন্টগুলোতে (২৭ জুলাই)

১৯

দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন ছক সৌদির

২০
X