পরিত্যক্ত তত্ত্বাবধায়ক সরকার বা গোঁজামিলের দলীয় সরকার–কেউই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এম এ মতিন।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরেও কীভাবে জাতীয় নির্বাচন হবে–এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়া দুর্ভাগ্যজনক। গতকাল চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলীর সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও আখতার হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস কাজী মঈনুদ্দীন আশরাফী প্রমুখ।