কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

কারও চাপে দেশ ছাড়বেন না ইমরান

কারও চাপে দেশ ছাড়বেন না ইমরান
কারও চাপে দেশ ছেড়ে বিদেশে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজনীতিতে ‘মাইনাস ইমরান’ ফর্মুলা বাস্তবায়নের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গত শনিবার এ নিয়ে মুখ খোলেন তিনি। এদিন সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, দেশ ছাড়ার আহ্বান জানানো হলে আমি দেশ ছাড়ব কি না। কিন্তু আমি তাদের সাফ জানিয়ে দিয়েছি, আমি দেশ ছাড়ব না। খবর দ্য ডন ও জিও নিউজের। পাকিস্তানের গণমাধ্যমে দুদিন ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, রাজনীতিতে ‘মাইনাস ইমরান’ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চলছে। তাকে বিদেশ পাঠিয়ে এ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চলছে। বিশেষ করে গত শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনে পিটিআইপ্রধানের সঙ্গে পুলিশের বৈঠকের পর থেকে এ গুঞ্জন ছড়ায়। সে বৈঠকের পর পিটিআই বা পুলিশের পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও শনিবার এ বিষয়ে মুখ খোলেন সাবেক এ প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, বৈঠকে পুলিশ তাকে বলেছিল দেশ ছাড়ার আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। সেখানে তিনি সরাসরি বলেন যে, তিনি দেশ ছাড়বেন না। উল্লেখ্য, পাকিস্তানে গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর থেকে বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমানে অবশ্য তিনি জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি লাহোরে তার ‘জামান পার্ক’ বাসভবনে রয়েছেন। সেখানে ৯ মে সহিংসতায় জড়িত অনেকে লুকিয়ে রয়েছেন বলে অভিযোগ করে আসছিল সরকার ও পুলিশ বাহিনী। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছিল। সেই আলটিমেটাম শেষ হওয়ার পরদিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ ইমরান খানের বাসভবনে ঢুকে দেড় ঘণ্টার একটি অভিযানও চালায়। কিন্তু সেখান থেকে পুলিশকে খালি হাতে ফিরতে হয়। তবে সে অভিযানের পাশাপাশি জামান পার্কে ইমরান খানের সঙ্গে পাঞ্জাব পুলিশ একটি বৈঠকও করে। সে বৈঠকের বিষয়ে দুই তরফ থেকে সেদিন কিছু বলা না হলেও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ইমরান খানকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ গুজবের মধ্যেই সাবেক এ প্রধানমন্ত্রী শনিবার তার সমর্থকদের উদ্দেশে এক বক্তব্যে বলেন, বৈঠকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশ ছাড়তে আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। এ প্রসঙ্গে তিনি তাদের উল্টো প্রশ্ন করে বলেন, আমি কেন দেশ ছাড়ব? তিনি দেশ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়ে বলেন, দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ। কাজেই আমার দেশ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল থেকে বাদ পড়ে পাল্টা ‘যুক্তি’ ভারতীয় উপস্থাপিকার

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল : এনবিআর চেয়ারম্যান

দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করল সনি-স্মার্ট

বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট ৩ বিমানবন্দর দিয়ে ঢুকতে পারবেন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

কীভাবে শরীর নিজে থেকেই ডিটক্স হয় জেনে নিন

ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার : জিলানী

দেশের বাইরে পড়াশোনার জন্য ফেসবুক যেভাবে ব্যবহার করবেন

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

শীতকালে বাংলাদেশের ভ্রমণের জন্য ৫ সেরা জায়গা

১০

বিসিবির মেইলের জবাব দিল আইসিসি, যা আছে সেই মেইলে

১১

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

১২

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

১৩

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

১৪

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

১৫

মন ভালো রাখতে বিজ্ঞানসম্মত ৯ উপায়

১৬

ভরাট করা পুকুর উদ্ধার করল প্রশাসন

১৭

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

১৮

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

১৯

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

২০
X