কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

কারও চাপে দেশ ছাড়বেন না ইমরান

কারও চাপে দেশ ছাড়বেন না ইমরান
কারও চাপে দেশ ছেড়ে বিদেশে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাজনীতিতে ‘মাইনাস ইমরান’ ফর্মুলা বাস্তবায়নের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর গত শনিবার এ নিয়ে মুখ খোলেন তিনি। এদিন সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, দেশ ছাড়ার আহ্বান জানানো হলে আমি দেশ ছাড়ব কি না। কিন্তু আমি তাদের সাফ জানিয়ে দিয়েছি, আমি দেশ ছাড়ব না। খবর দ্য ডন ও জিও নিউজের। পাকিস্তানের গণমাধ্যমে দুদিন ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, রাজনীতিতে ‘মাইনাস ইমরান’ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চলছে। তাকে বিদেশ পাঠিয়ে এ ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা চলছে। বিশেষ করে গত শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনে পিটিআইপ্রধানের সঙ্গে পুলিশের বৈঠকের পর থেকে এ গুঞ্জন ছড়ায়। সে বৈঠকের পর পিটিআই বা পুলিশের পক্ষ থেকে সরাসরি কিছু বলা না হলেও শনিবার এ বিষয়ে মুখ খোলেন সাবেক এ প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, বৈঠকে পুলিশ তাকে বলেছিল দেশ ছাড়ার আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। সেখানে তিনি সরাসরি বলেন যে, তিনি দেশ ছাড়বেন না। উল্লেখ্য, পাকিস্তানে গত ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর থেকে বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমানে অবশ্য তিনি জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তিনি লাহোরে তার ‘জামান পার্ক’ বাসভবনে রয়েছেন। সেখানে ৯ মে সহিংসতায় জড়িত অনেকে লুকিয়ে রয়েছেন বলে অভিযোগ করে আসছিল সরকার ও পুলিশ বাহিনী। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছিল। সেই আলটিমেটাম শেষ হওয়ার পরদিন শুক্রবার সন্ধ্যায় পুলিশ ইমরান খানের বাসভবনে ঢুকে দেড় ঘণ্টার একটি অভিযানও চালায়। কিন্তু সেখান থেকে পুলিশকে খালি হাতে ফিরতে হয়। তবে সে অভিযানের পাশাপাশি জামান পার্কে ইমরান খানের সঙ্গে পাঞ্জাব পুলিশ একটি বৈঠকও করে। সে বৈঠকের বিষয়ে দুই তরফ থেকে সেদিন কিছু বলা না হলেও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, ইমরান খানকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ গুজবের মধ্যেই সাবেক এ প্রধানমন্ত্রী শনিবার তার সমর্থকদের উদ্দেশে এক বক্তব্যে বলেন, বৈঠকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেশ ছাড়তে আহ্বান জানানো হলে তিনি দেশ ছাড়বেন কি না। এ প্রসঙ্গে তিনি তাদের উল্টো প্রশ্ন করে বলেন, আমি কেন দেশ ছাড়ব? তিনি দেশ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়ে বলেন, দেশের বাইরে আমার কোনো সম্পদ নেই। আমি সবকিছু বিক্রি করে দিয়ে এখানে (পাকিস্তানে) এসেছি। এটা আমার দেশ। কাজেই আমার দেশ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল

ঝিনাইদহে রেললাইন বাস্তবায়ন এবং দৌলতদিয়া-পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামিন পেলেন হিরো আলম 

নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই : আইজিপি

পুলিশের মনোভাব আগের চেয়ে বেড়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কারখানায় অক্সিজেন সংকটে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ

রাসেলকে ছেড়ে দিল কলকাতা

মাঝে মাঝেই পা ফুলছে, কখন বুঝবেন শরীর বিপদের সংকেত দিচ্ছে?

স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১০

জাদেজার ঘূর্ণিতে ভারতের নিয়ন্ত্রণে কলকাতা টেস্ট

১১

জ্ঞানভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন কৃতিত্বের সনদপত্র

১২

ফ্যাসিস্ট আমলে বিসিকে যারা প্লট নিয়েছে তা বাতিল করা হবে : শিল্প উপদেষ্টা

১৩

নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে : দেবপ্রিয় ভট্টাচার্য

১৪

মর্গ থেকে অলৌকিকভাবে জীবিত ফিরে এলো কিশোরী

১৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৭৬ মামলা

১৬

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি

১৭

নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

নির্বাচনের সময় দেশজুড়ে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

১৯

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

২০
X