মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০৪:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

লিখিত পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষার প্রস্তুতি
নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ পরীক্ষার সর্বশেষ নতুন সিলেবাস, নম্বর বিভাজন ও বিগত সালের প্রশ্নের আলোকেই নিতে হবে প্রস্তুতি। সব মিলিয়ে পরীক্ষা হবে ২০০ নম্বরের। পরামর্শ দিয়েছেন, মোহাম্মদ জয়নাল আবেদীন বাংলার প্রস্তুতি বাংলায় নম্বর ৫০। এখানেই বেশি প্রশ্ন কমন পড়ে। ব্যাকরণ অংশে মার্কস ভালো তোলা যায়। রচনা লিখন, সারমর্ম, পত্র, বাংলায় অনুবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুদ্ধ বানান, বাক্য সংকোচন, বাগধারার অর্থসহ বাক্য রচনা এসব জানা থাকতে হবে। আগের বছরের প্রশ্নের আলোকে প্রস্তুতি নিলেই যথেষ্ট। ১. যে কোনো একটি বিষয় অবলম্বনে রচনা লিখতে হয়। ১৫ নম্বরের এই অংশের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক হলো—ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; খ. আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ; গ. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস; ঘ. সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার; ঙ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ২. সারমর্মে থাকে ৫ নম্বর। ৩. পত্র লিখনে থাকে ১০ নম্বর। যেমন—ক. স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়ে আপনার ছোট ভাইকে চিঠি লিখুন। অথবা, খ. মাদকাসক্তির বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য পত্রিকায় প্রকাশের জন্য চিঠি লিখুন। ৪. বাংলায় অনুবাদে থাকে ৫ নম্বর। ৫. বাংলা বিষয়ের যে কোনো ৩টি প্রশ্নের জন্য থাকবে ১৫ নম্বর। যেমন—ক. উদাহরণসহ সাধু ও চলিত ভাষার পাঁচটি পার্থক্য লিখুন। বানান শুদ্ধ করুন—পীপিলিকা, নাগরীক, গিতাঞ্জলি, উপকারীতা, মিমাংসা, হিনমন্যতা। উত্তর : পিপীলিকা, নাগরিক, গীতাঞ্জলি, উপকারিতা, মীমাংসা, হীনম্মন্যতা। বাক্য সংকোচন : অক্ষির সম্মুখে, যা মর্মকে স্পর্শ করে, চৈত্র মাসের ফসল, একই গুরুর শিষ্য, জানবার ইচ্ছা। উত্তর : সমক্ষে, মর্মস্পর্শী, চৈতালি, সতীর্থ, জিজ্ঞাসা। বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন পরীক্ষায় আসে; যেমন—ননীর পুতুল, তাসের ঘর, সাক্ষী গোপাল, গুড়ে বালি, ডুমুরের ফুল। ইংরেজির প্রস্তুতি ইংরেজিতে লিখিত পরীক্ষার জন্য নম্বর বরাদ্দ হলো ৫০। পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে ভীতিকর অংশ হলো ইংরেজি; কিন্তু আমি মনে করি, লিখিত পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখার জন্য ভালো সুযোগ হচ্ছে ইংরেজি। এখানে Essay, Letter, Application, সংশ্লিষ্ট প্রশ্নসহ Passage, Preposition, Correction, প্রভৃতি ভালো করে পড়তে হবে। Sentence Correction করার জন্য Grammar and Vocabulary সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে। Essay, Letter, Application, এবং Passage-এ যেহেতু নম্বরটা বেশি। ১. রচনায় ১৫ নম্বর বরাদ্দ। উদাহরণ— Genocide in Bangladesh- [Introduction-define genocide-disparity created by Pakistan rulers-colonization of the then East Pakistan-Election of -Landslide victory- political crisis– crackdown on March by Pak army–Indiscriminate killings of Bangalee people–War of liberation–Victory–Conclusion.] b. Importance of modern technology [Hints : Introduction-impact of technology in the personal life-transformation into digital technology-impact over national economy-positive use-adverse impacts upon the social life-conclusion. . Letter–এ থাকে ১০ নম্বর। যেমন— a. Write a letter to your friend in abroad describinkg the celebration of Independence Day in your institution. b. Write an application to the Mayor of your municipality to ensure safe drinking water in your locality. . Passage–এ থাকে ১৫ নম্বর। . Fill in the blanks with appropriate prepositions (any five)-এ থাকে ৫ নম্বর। যেমন— (a) Everybody longs—happiness. (b) Don’t hanker—money. (c) Early rising is congenial—health. (d) You have to abstain—bad habit like smoking. (e) The man was charged¾theft. (f) It is far¾my reach. Ans. (a) for; (b) after; (c) to; (d) from; (e) with. (f) beyond. . Correct the following sentences (any five)–এ থাকবে ৫ নম্বর। a. He has been ill from last Monday. Ans : He has been ill since last Monday. b. One should take care of his health. Ans : One should take care of one’s health. c. The quality of the mangoes are good. Ans : The quality of mangoes is good. d. Let you and I go. Ans : Let you and me go. e. My mother gave me many advices. Ans: My mother gave me many pieces of advice. f. I shook his hands. Ans : I shook his hand. সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান শুনতে সাধারণ হলেও পড়তে হবে গুরুত্ব দিয়ে। বাংলাদেশ বিষয়ে বরাদ্দ ১৫, আন্তর্জাতিক বিষয়ে ১৫ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে থাকবে ১০। লিখিততে উত্তীর্ণ হতে হলে এই অংশেই বেশি নম্বর তুলতে হবে। এর কোনো সিলেবাস নেই। বাংলাদেশ বিষয়াবলি অংশে সংবিধান, মুজিবনগর সরকার, বাংলাদেশের ইতিহাস, জলবায়ু, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, কৃষি, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিষ্ঠান, ইত্যাদি পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়াবলি অংশে মহাদেশ-সংক্রান্ত খুঁটিনাটি, বিশ্ব অর্থনীতি, সাম্প্রতিক যুদ্ধ, ঘটনা প্রবাহ, বিভিন্ন দেশের শাসন ও সরকার ব্যবস্থা, বিখ্যাত প্রতিষ্ঠান, পর্বত, ব্যাংক, রাজধানী, মুদ্রা, মেগাসিটি, জাতিসংঘ ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন জোট, চুক্তি, খেলাধুলা, খনিজ সম্পদ, পার্লামেন্টের নাম এসব জানতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি অংশে বিশেষ করে খনিজ সম্পদ, নক্ষত্র, স্যাটেলাইট, তড়িৎপ্রবাহ, সিস্টোলিক চাপ, মহাকাশ, কম্পিউটার, বিভিন্ন রোগ, মানবদেহের গঠন সম্পর্কেও কিছু ধারণা থাকা চাই। নমুনা প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে মোট কতটি মৌলিক অধিকারের কথা বলা আছে? SAARC-এর পূর্ণরূপ কী? এর সদস্যদেশ কয়টি ও কী কী? তড়িৎপ্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসি কে ডিসি করা যায় কীভাবে? লেখক : প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরার ডিএনডি খালে পড়ে থাকে কুকুর-বিড়ালের মৃতদেহ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের

সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের ধীরগতি

আলভারেজের দাম বেঁধে দিল ম্যানসিটি

জোট বেঁধে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়া-চীনের যুদ্ধবিমানের হানা

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, সিদ্ধান্ত রোববার

পাঁচ পদে ২০ জনকে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানা যাবে কাল

শিশু আহাদের দাফন দিয়ে বাড়িতে শুরু পারিবারিক কবরস্থানের

প্যারিসে বেরসিক বৃষ্টিতে ভিজল বিশ্ব নেতারা

১০

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

১১

ইরানের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন বাইডেন

১২

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

১৩

ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

১৪

যানজট সরিয়ে ভোগান্তি দূর করেন নবরু

১৫

বর্ষায় জমে উঠেছে চাক জালের হাট

১৬

ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৭

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৮

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

১৯

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

২০
X