Kalbela IT
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০৩:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

বাফুফের প্রচেষ্টা হাইকোর্টে প্রশ্নবিদ্ধ

বাফুফের প্রচেষ্টা হাইকোর্টে প্রশ্নবিদ্ধ
গতকাল হাইকোর্টে দুর্নীতির অনুসন্ধানে বাফুফের প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো দুই সহসভাপতির তদন্ত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্তটা ছিল সঠিক ও যৌক্তিক কার্যক্রম শুরুর আগেই তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে। কমিটিকে প্রশ্নবিদ্ধ করেছে দুই সদস্যের পদত্যাগের সিদ্ধান্ত। এবার হাইকোর্টেও প্রশ্নবিদ্ধ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তদন্ত কার্যক্রম। সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক বাফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট বলেন, ‘বাফুফে কীভাবে নিজেদের দুর্নীতির তদন্ত নিজেরাই করে?’ ১৭ এপ্রিল নির্বাহী কমিটির জরুরি সভায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। ২৪ ও ২৬ এপ্রিল তদন্ত কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেন। পদত্যাগের কারণ গণমাধ্যমে স্পষ্ট করেননি বাফুফের দুই সহসভাপতি। বাফুফে জানিয়েছে, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সহসভাপতি। কিন্তু স্থানীয় ফুটবল সংস্থার নির্ভরযোগ্য একটি সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘বাফুফের দুর্নীতির তদন্ত নিজেরা করলে তা প্রশ্নবিদ্ধ হবে। সেটা সব মহলে গ্রহণযোগ্য হবে না। বরং স্বতন্ত্র একটা তদন্ত কমিটি গঠন করা উচিত। সে কমিটির মাধ্যমে প্রকৃত তথ্য তুলে আনা যাবে, বিষয়টি গ্রহণযোগ্যও হবে।’ দুই সহসভাপতির এমন সিদ্ধান্তে নাখোশ ছিলেন বাফুফের অন্য কর্মকর্তারা। এ কারণে নির্বাহী কমিটির সভায় তদন্ত কমিটি থেকে পদত্যাগ করা দুই কর্মকর্তার একজনকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান প্রভাবশালী এক সহসভাপতি। এর পরও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন উল্লিখিত দুজন। গতকাল হাইকোর্টে দুর্নীতির অনুসন্ধানে বাফুফের প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো দুই সহসভাপতির তদন্ত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্তটা ছিল সঠিক ও যৌক্তিক। তদন্ত কমিটি থেকে পদত্যাগের পর থেকে এ নিয়ে দুজনই গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান। হাইকোর্টে বাফুফের তদন্ত কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়ার পর তদন্ত কমিটি থেকে পদত্যাগ করা মহিউদ্দিন মহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেছেন, ‘হাইকোর্ট এ প্রসঙ্গে কী বলেছেন, তা সঠিকভাবে না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি এখনই এ নিয়ে কোনো কথা বলতে চাই না।’ গঠিত তদন্ত কমিটি প্রথম সভায় বসেছিল ৭ মে। ওই সভার পরই বাফুফের তদন্ত কার্যক্রম আরেক দফা প্রশ্নের মুখে পড়ে। কারণ সভা শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, ‘নিষিদ্ধ আবু নাঈম সোহাগকে তদন্ত কমিটি ডাকবে না।’ অথচ আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর জোরালো দাবি ওঠে, সাবেক এ সাধারণ সম্পাদকের মাধ্যমে জালিয়াতির হোতাদের খুঁজে বের করা হোক। গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে তিনটি সভা করেছে। যেখানে বাফুফের একাধিক এক্সিকিউটিভসহ ফিফার আনিত অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছিল। এ সংক্রান্ত কাগজপত্রও যাচাই করা হয়েছে। গত রোববার কমিটির সর্বশেষ সভার পর চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ হবে। ৩০ কর্ম দিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করার কথা জানানো হয়। কিন্তু একের পর এক ধাক্কা খাওয়া ওই কমিটির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, সেটা এখনো স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের

ডেমরার ডিএনডি খালে পড়ে থাকে কুকুর-বিড়ালের মৃতদেহ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের

সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের ধীরগতি

আলভারেজের দাম বেঁধে দিল ম্যানসিটি

জোট বেঁধে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়া-চীনের যুদ্ধবিমানের হানা

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, সিদ্ধান্ত রোববার

পাঁচ পদে ২০ জনকে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানা যাবে কাল

শিশু আহাদের দাফন দিয়ে বাড়িতে শুরু পারিবারিক কবরস্থানের

১০

প্যারিসে বেরসিক বৃষ্টিতে ভিজল বিশ্ব নেতারা

১১

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

১২

ইরানের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন বাইডেন

১৩

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

১৪

ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

১৫

যানজট সরিয়ে ভোগান্তি দূর করেন নবরু

১৬

বর্ষায় জমে উঠেছে চাক জালের হাট

১৭

ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৮

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৯

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

২০
X