Kalbela IT
প্রকাশ : ১৬ মে ২০২৩, ০৩:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

বাফুফের প্রচেষ্টা হাইকোর্টে প্রশ্নবিদ্ধ

বাফুফের প্রচেষ্টা হাইকোর্টে প্রশ্নবিদ্ধ
গতকাল হাইকোর্টে দুর্নীতির অনুসন্ধানে বাফুফের প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো দুই সহসভাপতির তদন্ত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্তটা ছিল সঠিক ও যৌক্তিক কার্যক্রম শুরুর আগেই তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে। কমিটিকে প্রশ্নবিদ্ধ করেছে দুই সদস্যের পদত্যাগের সিদ্ধান্ত। এবার হাইকোর্টেও প্রশ্নবিদ্ধ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তদন্ত কার্যক্রম। সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক বাফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট বলেন, ‘বাফুফে কীভাবে নিজেদের দুর্নীতির তদন্ত নিজেরাই করে?’ ১৭ এপ্রিল নির্বাহী কমিটির জরুরি সভায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। ২৪ ও ২৬ এপ্রিল তদন্ত কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেন। পদত্যাগের কারণ গণমাধ্যমে স্পষ্ট করেননি বাফুফের দুই সহসভাপতি। বাফুফে জানিয়েছে, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সহসভাপতি। কিন্তু স্থানীয় ফুটবল সংস্থার নির্ভরযোগ্য একটি সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, ‘বাফুফের দুর্নীতির তদন্ত নিজেরা করলে তা প্রশ্নবিদ্ধ হবে। সেটা সব মহলে গ্রহণযোগ্য হবে না। বরং স্বতন্ত্র একটা তদন্ত কমিটি গঠন করা উচিত। সে কমিটির মাধ্যমে প্রকৃত তথ্য তুলে আনা যাবে, বিষয়টি গ্রহণযোগ্যও হবে।’ দুই সহসভাপতির এমন সিদ্ধান্তে নাখোশ ছিলেন বাফুফের অন্য কর্মকর্তারা। এ কারণে নির্বাহী কমিটির সভায় তদন্ত কমিটি থেকে পদত্যাগ করা দুই কর্মকর্তার একজনকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান প্রভাবশালী এক সহসভাপতি। এর পরও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন উল্লিখিত দুজন। গতকাল হাইকোর্টে দুর্নীতির অনুসন্ধানে বাফুফের প্রচেষ্টা প্রশ্নবিদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো দুই সহসভাপতির তদন্ত কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্তটা ছিল সঠিক ও যৌক্তিক। তদন্ত কমিটি থেকে পদত্যাগের পর থেকে এ নিয়ে দুজনই গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান। হাইকোর্টে বাফুফের তদন্ত কার্যক্রম প্রশ্নবিদ্ধ হওয়ার পর তদন্ত কমিটি থেকে পদত্যাগ করা মহিউদ্দিন মহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেছেন, ‘হাইকোর্ট এ প্রসঙ্গে কী বলেছেন, তা সঠিকভাবে না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমি এখনই এ নিয়ে কোনো কথা বলতে চাই না।’ গঠিত তদন্ত কমিটি প্রথম সভায় বসেছিল ৭ মে। ওই সভার পরই বাফুফের তদন্ত কার্যক্রম আরেক দফা প্রশ্নের মুখে পড়ে। কারণ সভা শেষে চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, ‘নিষিদ্ধ আবু নাঈম সোহাগকে তদন্ত কমিটি ডাকবে না।’ অথচ আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর জোরালো দাবি ওঠে, সাবেক এ সাধারণ সম্পাদকের মাধ্যমে জালিয়াতির হোতাদের খুঁজে বের করা হোক। গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে তিনটি সভা করেছে। যেখানে বাফুফের একাধিক এক্সিকিউটিভসহ ফিফার আনিত অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছিল। এ সংক্রান্ত কাগজপত্রও যাচাই করা হয়েছে। গত রোববার কমিটির সর্বশেষ সভার পর চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ হবে। ৩০ কর্ম দিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করার কথা জানানো হয়। কিন্তু একের পর এক ধাক্কা খাওয়া ওই কমিটির ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, সেটা এখনো স্পষ্ট নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারকি সৈকতে বেপরোয়া বাইকাররা / দুর্ঘটনা আর ভোগান্তিতে বিরক্ত পর্যটকরা

ইয়ামালের জন্য ৩২৩৬ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান বার্সার

এক ঘণ্টার জন্য উপপরিচালক হলেন ঝালকাঠির ফাতিমা

১৭ বছর পর লক্ষ্মীপুরে খোলা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলন

নিহত সেই মোস্ট ওয়ান্টেড পার্সনের খোঁজ মেলে যেভাবে

‘আ.লীগের গড়া সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি এই সরকার’

ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিগ ব্রাদারসুলভ আচরণ করছে ভারত : রিজভী

বৈষম্যবিরোধী ছাত্র / আন্দোলনে শিক্ষার্থী নাদিম হত্যা মামলায় তাঁতী লীগের সভাপতি গ্রেপ্তার

মতিয়া চৌধুরীকে নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের স্ট্যাটাস

১০

সব রেকর্ড ভাঙল সোনার দাম

১১

সুখবর পেলেন কঙ্গনা, সিনেমা মুক্তিতে নেই কোনো বাধা

১২

মাদারীপুরে ‘কোপা শামসু’ গ্রেপ্তার

১৩

রাতের অন্ধকারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

১৪

এবার গাজার যোদ্ধাদের নেতৃত্ব দেবেন যিনি

১৫

ছাত্র আন্দোলনের নেতাসহ ২ শিক্ষার্থীর ওপর হামলা

১৬

নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল

১৭

মুক্তি পেল দুই সিনেমা

১৮

মধ্যরাতে ৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান

১৯

নোয়াখালীতে দখলমুক্ত ফুটপাত, ব্যবসায়ীদের জরিমানা

২০
X