সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
যুক্তরাজ্যে এখন বিদ্যুতের বড় উৎস বায়ুকল। যাতে তৈরি হয় না কোনো গ্রিনহাউস, নেই কোনো জ্বালানি খরচ। এবারই প্রথমবারের মতো গ্যাসকে পেছনে ফেলেছে পরিবেশবান্ধব এ উৎসটি। ইমপেরিয়েল কলেজ লন্ডনের গবেষণায় জানা গেল এ তথ্য। পাশাপাশি দেশটি সৌরবিদ্যুৎ উৎপাদনেও এগিয়েছে।
গত এপ্রিলে সোলার প্যানেল থেকে এসেছে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ। ২০৩৫ সাল নাগাদ পুরোপুরি নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি। এখন দেশটির ৪২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নবায়নযোগ্য শক্তি থেকে, ৩৩ শতাংশ আসছে গ্যাস ও কয়লা থেকে। তবে শীতের সময় দেশটির ঘরবাড়ি গরম রাখতে এখনো তেল-গ্যাসের ওপরই নির্ভর করতে হচ্ছে বেশিরভাগ নাগরিককে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন