রাব্বানী রাব্বি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

এটা নিছক দুর্ঘটনা

এটা নিছক দুর্ঘটনা
চিত্রনায়ক নিরব হোসাইন। শিগগিরই মুক্তি পাবে তার সিনেমা ‘ছায়াবৃক্ষ’। যেখানে তার সহশিল্পী অপু বিশ্বাস। পর্দার বাইরেও এ জুটি নানাভাবে হাজির হন। বিষয়গুলো নিয়ে কথা বলেছেন নিরব। সাক্ষাৎকার—রাব্বানী রাব্বি যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’তে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনয় করছেন। ঢাকায় এসে আপনার প্রশংসাও করলেন। শুনেছেন নিশ্চয়ই? নিরব: তিনি নিজেও অসাধারণ এক মানুষ। অভিনেত্রী হিসেবে উঁচুমাপের ও সহযোগী মনোভাবসম্পন্ন। সময় মতো সেটে চলে আসতেন, শুটিংয়ের আগে দৃশ্যটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে নিতেন, রিহার্সাল করতেন—তার এ বিষয়গুলোর জন্য কাজটি করতে আমাদের সুবিধা হয়েছে। অন্যদিকে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’। এরই মধ্যে সিনেমাটির পোস্টারও প্রকাশ পেয়েছে। নিরব: সিনেমাটি চা বাগানের শ্রমিকদের আন্দোলন, তাদের দাবি-দাওয়া, চাওয়া-পাওয়া—এ বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পেয়েছিল এটি। তানভীর আহমেদ সিডনি ভাইয়ের লেখা গল্পে এর পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। আমার সহশিল্পী হিসেবে রয়েছে অপু বিশ্বাস। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। অপু বিশ্বাসের সঙ্গে আপনার প্রথম ছবি ‘মন যেখানে হৃদয় সেখানে’। এবার এক যুগ পর আবারও একসঙ্গে অভিনয়। এত লম্বা সময়ের ব্যবধান কেন? নিরব: আসলে ব্যাটে-বলে মিলছিল না। এমনিতে তো অনেক শো করেছি, একসঙ্গে। কিন্তু সিনেমাটা কেন যেন করা হয়ে উঠছিল না! সম্প্রতি তার সঙ্গে আপনার একটি নাচের ক্লিপ ভাইরাল হয়েছে, যা নিয়ে ট্রলের শিকারও হয়েছেন। আসলে কী ঘটেছিল সেদিন? নিরব: আমি আর অপু সেখানে যে পারফরম্যান্সটা করেছিলাম, তা ছিল বিক্রমপুর-মুন্সীগঞ্জের ৭৫ বছরপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের। সন্ধ্যায় স্টেজে ওঠার আগেই আমাদের নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের টিমের সদস্যরা বলছিলেন যে, ‘ভাইয়া এটা কিন্তু পুরোটা মোজাইক করা, স্টেজ না!’ সাধারণত ড্যান্স শো যেখানে হয়, সেই জায়গায় গ্লাস, কাঠ কিংবা কার্পেট বিছানো বিশেষ ধরনের ফ্লোর থাকে। পাশাপাশি এখানে জায়গাটিও ছোট ছিল; যে কারণে সোহাগের টিমের ১২ থেকে ৪ জন কমিয়ে ৮ জন উঠেছিল। পারফর্মের সময় অপু যে স্কার্ট পরেছিল, সেটা সিনথেটিক কাপড়ের ছিল। তো সে যখন স্পিন (চক্রাকারে নৃত্য) করে তখন ধরতে গিয়ে আমরা দুজনই পড়ে যাই। এটা নিছক একটা দুর্ঘটনা। এমনটা সচরাচরই হতে পারে, আমি যখন প্রথমদিকে র‌্যাম্পে হেঁটেছিলাম, তখন দেখেছি অনেকেই এ ধরনের বিপাকে পড়েন। মুক্তির অপেক্ষায় আছে আপনার কোন সিনেমাগুলো? নিরব: অনেক ছবি আছে—‘ক্যাসিনো’, ‘ছায়াবৃক্ষ’, ‘রৌদ্রছায়া’ ও ‘কয়লা’। আর ‘স্পর্শ’র অর্ধেক কাজ শেষ হয়েছে, শিগগিরই বাংলাদেশে বাকি শুটিং শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১০

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১১

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১২

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৩

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৪

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৫

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৬

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৭

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৮

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

২০
X