রাব্বানী রাব্বি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

এটা নিছক দুর্ঘটনা

এটা নিছক দুর্ঘটনা
চিত্রনায়ক নিরব হোসাইন। শিগগিরই মুক্তি পাবে তার সিনেমা ‘ছায়াবৃক্ষ’। যেখানে তার সহশিল্পী অপু বিশ্বাস। পর্দার বাইরেও এ জুটি নানাভাবে হাজির হন। বিষয়গুলো নিয়ে কথা বলেছেন নিরব। সাক্ষাৎকার—রাব্বানী রাব্বি যৌথ প্রযোজনার ছবি ‘স্পর্শ’তে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনয় করছেন। ঢাকায় এসে আপনার প্রশংসাও করলেন। শুনেছেন নিশ্চয়ই? নিরব: তিনি নিজেও অসাধারণ এক মানুষ। অভিনেত্রী হিসেবে উঁচুমাপের ও সহযোগী মনোভাবসম্পন্ন। সময় মতো সেটে চলে আসতেন, শুটিংয়ের আগে দৃশ্যটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে নিতেন, রিহার্সাল করতেন—তার এ বিষয়গুলোর জন্য কাজটি করতে আমাদের সুবিধা হয়েছে। অন্যদিকে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ‘ছায়াবৃক্ষ’। এরই মধ্যে সিনেমাটির পোস্টারও প্রকাশ পেয়েছে। নিরব: সিনেমাটি চা বাগানের শ্রমিকদের আন্দোলন, তাদের দাবি-দাওয়া, চাওয়া-পাওয়া—এ বিষয়গুলোকে কেন্দ্র করে নির্মিত। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পেয়েছিল এটি। তানভীর আহমেদ সিডনি ভাইয়ের লেখা গল্পে এর পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। আমার সহশিল্পী হিসেবে রয়েছে অপু বিশ্বাস। আশা করছি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। অপু বিশ্বাসের সঙ্গে আপনার প্রথম ছবি ‘মন যেখানে হৃদয় সেখানে’। এবার এক যুগ পর আবারও একসঙ্গে অভিনয়। এত লম্বা সময়ের ব্যবধান কেন? নিরব: আসলে ব্যাটে-বলে মিলছিল না। এমনিতে তো অনেক শো করেছি, একসঙ্গে। কিন্তু সিনেমাটা কেন যেন করা হয়ে উঠছিল না! সম্প্রতি তার সঙ্গে আপনার একটি নাচের ক্লিপ ভাইরাল হয়েছে, যা নিয়ে ট্রলের শিকারও হয়েছেন। আসলে কী ঘটেছিল সেদিন? নিরব: আমি আর অপু সেখানে যে পারফরম্যান্সটা করেছিলাম, তা ছিল বিক্রমপুর-মুন্সীগঞ্জের ৭৫ বছরপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠানের। সন্ধ্যায় স্টেজে ওঠার আগেই আমাদের নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের টিমের সদস্যরা বলছিলেন যে, ‘ভাইয়া এটা কিন্তু পুরোটা মোজাইক করা, স্টেজ না!’ সাধারণত ড্যান্স শো যেখানে হয়, সেই জায়গায় গ্লাস, কাঠ কিংবা কার্পেট বিছানো বিশেষ ধরনের ফ্লোর থাকে। পাশাপাশি এখানে জায়গাটিও ছোট ছিল; যে কারণে সোহাগের টিমের ১২ থেকে ৪ জন কমিয়ে ৮ জন উঠেছিল। পারফর্মের সময় অপু যে স্কার্ট পরেছিল, সেটা সিনথেটিক কাপড়ের ছিল। তো সে যখন স্পিন (চক্রাকারে নৃত্য) করে তখন ধরতে গিয়ে আমরা দুজনই পড়ে যাই। এটা নিছক একটা দুর্ঘটনা। এমনটা সচরাচরই হতে পারে, আমি যখন প্রথমদিকে র‌্যাম্পে হেঁটেছিলাম, তখন দেখেছি অনেকেই এ ধরনের বিপাকে পড়েন। মুক্তির অপেক্ষায় আছে আপনার কোন সিনেমাগুলো? নিরব: অনেক ছবি আছে—‘ক্যাসিনো’, ‘ছায়াবৃক্ষ’, ‘রৌদ্রছায়া’ ও ‘কয়লা’। আর ‘স্পর্শ’র অর্ধেক কাজ শেষ হয়েছে, শিগগিরই বাংলাদেশে বাকি শুটিং শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখতে নতুন ফিচার

ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

শীতে ঠান্ডা না গরম পানি দিয়ে গোসল করবেন?

৩১ দফা জাতির মুক্তির সনদ : রাশেদুল আহসান

চোখজুড়ানো অসাধারণ সুন্দর প্রজাপতি চাঁদনরি

সিরিয়ার উপকূলে সরকারপন্থি বিক্ষোভের পর দাঙ্গা

রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর

শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস

১০

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

১১

লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে : ট্রাম্প

১২

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

১৩

সপ্তাহে দুদিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে পপুলার

১৪

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৫

সার্ভিস এক্সপার্ট পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৬

আড়ং-এ বড় নিয়োগ, এইচএসসি পাসেই পার্টটাইম চাকরির সুযোগ

১৭

২৬ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি : মির্জা ফখরুল

২০
X