সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। এতে অভিনয়ও করেছেন তিনি। জনপ্রিয় এ নায়িকা জানান, আগামী ঈদেই মুক্তি পাবে ছবিটি, শিগগির জমা পড়বে সেন্সর বোর্ডে।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘লাল শাড়ি’। সহপ্রযোজকের দায়িত্ব পালন করেছেন অপু বিশ্বাস। পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। গ্রামবাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ছবিটি। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।
গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তির গুঞ্জন শোনা গিয়েছিল। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “রোজার ঈদে সেন্সর হয়নি বিধায় মুক্তি দিতে পারিনি। চেষ্টা করছি কদিনের মধ্যে সেন্সর করাব। আসছে কোরবানির ঈদে ‘লাল শাড়ি’ মুক্তি পাবে।”
ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা উপহার দেওয়া এই নায়িকা আরও বলেন, ‘শুরু থেকে প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে এতে করে কখনো নিজেকে প্রযোজক অনুভব করিনি। টিমে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। সবাই মিলে একটি ভালো সিনেমা করার চেষ্টা করেছি। আমি চাইব, এই ভালো কাজটি যেন দর্শক ভালোভাবে গ্রহণ করেন।’
প্রযোজনায় যুক্ত হওয়া প্রসঙ্গে ‘লাল শাড়ি’ ছবির মহরতে অপু জানিয়েছিলেন, বছর দুয়েক আগে একটি চলচ্চিত্র করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। ‘চলচ্চিত্র বোঝেন না’ বলে অনেকে কটাক্ষও করেছেন। মেয়ের নামে অন্যের মুখে এ কথা শুনে মনে আঘাত লাগে অপুর প্রয়াত মায়ের। তখন তার মা বেঁচে ছিলেন। মূলত মায়ের ইচ্ছে পূরণ করতেই প্রযোজনায় যুক্ত হয়েছেন তিনি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
১
ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
২
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী
৩
মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম