সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৩, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম
ভোররাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয়, তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে। যত্নের সঙ্গে তাহাজ্জুদ আদায়কারীরা কেয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। এ নামাজের পর দোয়া কবুল হয়। প্রতিরাতে তাহাজ্জুদের সময় আল্লাহতায়ালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন। হাদিসে আছে, শেষ রাতে; পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তখন আল্লাহতায়ালা বান্দাদের ডেকে বলেন, ‘কে আছো আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাবি? আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? আমি তাকে ক্ষমা করব।’ (বুখারি : ১১৪৫)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তাহাজ্জুদ নামাজ তোমাদের নিয়মিত পড়া উচিত, কেননা এটা অতীতকালের সৎলোকদের আমল ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম ছিল। এ আমল পাপকাজ থেকে বিরত রাখে, মন্দকাজ দূর করে আর শারীরিক রোগব্যাধি থেকে রক্ষা করে।’ (তিরমিজি) তাহাজ্জুদ নামাজের সময় : রাতের শেষার্ধে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। যদিও এশার নামাজের পর বা রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। তাহাজ্জুদ নামাজের নিয়ত : তাহাজ্জুদ নামাজসহ সব নামাজের নিয়ত মনে মনে করতে হয়। তাই তাহাজ্জুদ নামাজের নিয়ত মনে মনে এমন সংকল্প করা, ‘আমি তাহাজ্জুদের নামাজ আদায় করছি’ বলে নামাজে দাঁড়ালেই হবে। রাকাত সংখ্যা : তাহাজ্জুদ নামাজ ২ থেকে ২০ রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায়। রাসুলুল্লাহ (সা.) কখনো ৪, কখনো ৮ এবং কখনো ১২ রাকাত আদায় করতেন। আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) সারা বছর তাহাজ্জুদ নামাজ ৮ রাকাত আদায় করতেন।’ (বুখারি) আমরাও আমাদের সময় সুযোগমতো সম্ভব হলে ১২ রাকাত, সম্ভব না হলে কমপক্ষে ৪ রাকাত আদায় করার চেষ্টা করব। তবে ২ রাকাত আদায় করলেও তাহাজ্জুদের নেকি পাওয়া যাবে। যেভাবে তাহাজ্জুদ আদায় করব : রাসুলুল্লাহ (সা.) ২ রাকাত করে এ নামাজ আদায় করতেন। আবার এক সালামে ৪ এবং এক সালামে ৮ রাকাত পড়েছেন এমন বর্ণনাও পাওয়া যায়। তবে ২ রাকাত করে পড়াই উত্তম। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই। যে কোনো সুরা পাঠ করা যায়। রাসুলুল্লাহ (সা.) লম্বা লম্বা কেরাত পড়তেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। তাহাজ্জুদ নামাজে রুকু-সিজদাসহ অন্যান্য পর্ব দীর্ঘায়িত করা মুস্তাহাব। রুকু-সিজদার তাসবিহ অনেকবার পড়া যায় এবং সিজদায় কোরআন-হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া পাঠের বিধানও আছে। বিতর নামাজ কখন পড়বেন : অনেকে মনে করেন, বিতর নামাজ আদায়ের পর তাহাজ্জুদ নামাজ আদায় করা যায় না। এটা ভুল ধারণা। উত্তম হলো যিনি নিয়মিত শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন তিনি তাহাজ্জুদ নামাজের পর বিতর নামাজ আদায় করবেন। আর যে ব্যক্তি শেষ রাতে ওঠার অভ্যাস নেই, সে রাতের প্রথম অংশে এশার নামাজের পর বিতর পড়ে নেবেন। অথবা এশার পর দু-চার রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল আদায় করে বিতের নামাজ আদায় করবেন। l আলমগীর ওসমান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবারও ভোলায় ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির ২ কর্মীর বিরুদ্ধে

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম

বসার ভঙ্গিই বলে দেবে আপনি মানুষ হিসেবে কেমন

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

মেটার একজন এআই প্রকৌশলীর এত আয়!

ব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান, জানাল প্রাণহানির সংখ্যা

পুলিশের গ্রেপ্তার অভিযানের ১ ঘণ্টা পর মিলল যুবদল নেতার লাশ

১০

ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার উপকারিতা জানলে অবাক হবেন

১১

আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি

১২

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান

১৩

গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৪

এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’

১৫

মুরাদনগরে হত্যাকাণ্ড / স্বীকারোক্তি দেননি ‘অন্যতম পরিকল্পনাকারী’ বাচ্চু

১৬

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

১৭

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

১৯

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

২০
X