নাফরুল হাসান রাতুল
প্রকাশ : ২১ মে ২০২৩, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

গুজব বন্ধে কাশফুল

গুজব বন্ধে কাশফুল
শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে সবসময়ই কিছু না কিছু করতে চায়। কিন্তু সুযোগ বা সামর্থ্যের অভাবে সবসময় করা হয়ে ওঠে না। মহামারির সময় অনলাইনে গুজবের বিস্তার বেড়েছিল অনেক। ঘরবন্দি হয়ে সেই গুজবের বিরুদ্ধে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিদ আরিয়ান। স্কুলে থাকতে বন্ধুদের নিয়ে গড়ে তোলা ‘কাশফুল ফাউন্ডেশন’ সদস্যদের নিয়ে ঝটপট পরিকল্পনাও সেরে ফেলে। যেহেতু অনলাইনে সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়, তাই গুজবের বিরুদ্ধে অনলাইনকেই টার্গেট করে তারা। ছেলেমেয়েরা কোন মাধ্যমে কী ধরনের কনটেন্ট দেখে, এ নিয়ে বেশ কিছুদিন চিন্তা করে তারা কিছু পরিকল্পনা হাতে নেয়। ফেসবুকে কমিকস তৈরি করে গুজবের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে শুরু করে তারা। সেইসঙ্গে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতেও ছড়িয়ে দিতে থাকে সম্প্রীতির কথা। ‘আমরা ভেবে দেখলাম যদি বড় কোনো প্ল্যাটফর্মে আমাদের কাজগুলো নিয়ে যাওয়া যেত, তবে দুটো লাভ। প্রথমত, পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা অর্থ পেতাম। দ্বিতীয়ত, অনেক বেশি মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেওয়া যেত’—বললেন রাফিদ আরিয়ান। তখন তাদের নজরে আসে ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ নামের একটি প্রতিযোগিতা। জাতিসংঘের সহায়ক সংস্থা ইউএনডিপির বাংলাদেশি প্রজেক্ট পিটিআইবি (পার্টনারশিপ ফর আ টলারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ বাংলাদেশ) প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদের আর্থিক পুরস্কারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয় এতে। আরিয়ানরা ভাবে, ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের মাধ্যমে যদি স্বপ্নটা আরও বড় করে দেখা যেত!‘ডিজিটাল পিস কিপার’ নামে নিজেদের পরিকল্পনা নিয়ে আরিয়ানরা অংশ নেয় ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জে। বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা চলছিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিকভাবে তাদের পরিকল্পনা জিতে যায়। তাদের কিছু অর্থ দেওয়া হয় পুরো পরিকল্পনা বাস্তবায়নের জন্য। তবে চ্যালেঞ্জের মূল পর্বে যদি পরিকল্পনা বাস্তবায়নের পর সমাজের প্রভাব দেখানো যায়, তবে জেতা যাবে সবচেয়ে বড় পুরস্কারটাও। এটুকুই যথেষ্ট ছিল আরিয়ানদের অনুপ্রেরণা যোগাতে। রাফিদ আরিয়ানের বিশ্ববিদ্যালয়ের আরও দুই বন্ধু তাইফা বারি ও আবদুল্লাহ আল তাহিমও কাশফুল ফাউন্ডেশনের সঙ্গে কাজ করছে বেশ অনেক দিন ধরে। গুজব রোধের কাজে অংশ নিয়েছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সারজিল হাসিব, রাকিব হাসান, তনিমা তাবাসুম তিথি, মুনিরা মাহজাবিন মিমোসহ আরও কয়েকজন। শুধু নিরাপদ অনলাইন গড়ার বিষয়ে ভূমিকা রাখায় অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে ‘ইয়ুথ কানেক্ট ইয়ুথ’ নামের পুরস্কার টানা দুই বছর জিতেছে তারা। এ ছাড়াও ২০২১ সালে গুজব প্রতিরোধ এবং নিরাপদ অনলাইন নিশ্চিতকরণ বিষয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের ইকুয়ালিটি অ্যাওয়ার্ড ২০২১ দেয়। ডিজিটাল মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ায় আলাদা ছয়টি পুরস্কার জিতেছে রাফিদ আয়িরানদের কাশফুল ফাউন্ডেশন। এসবের ফাঁকেই কমিকস ও স্বল্পদৈর্ঘ্যের কিছু ভিডিও বানানোর জন্য স্ক্রিপ্ট লিখতে বসে যায় ওরা। ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জটা ছিল কীভাবে সহজে ও সংক্ষিপ্তভাবে গুজবের বিরুদ্ধে বার্তাটা দেওয়া যায়। এমনিতেই ছাত্র হওয়ায় তেমন একটা পাত্তা দিচ্ছিল না কেউ। তবে কে কী বলল, এতে কিছু যায় আসে না’—নিজেদের অভিজ্ঞতা বলছিলেন আরিয়ান। পরে তারা কনটেন্টগুলো তৈরি করে ফেসবুক ও টিকটকে আপলোড দেয়। কোন কোন অঞ্চলে এ কনটেন্টগুলো মানুষ বেশি দেখছে, ফেসবুকে এ নিয়ে নজর রাখত তারা। কিছুদিন পর আবারও ছোটখাটো একটা সভা ডেকে নেওয়া হয় নতুন পরিকল্পনা। যেসব জেলায় তাদের কনটেন্ট বেশি প্রসার হয়েছে, সেসব জায়গায় গিয়ে নিজেরা নতুন করে সচেতনতা ছড়াবে বলে ঠিক করল। দরকার হলে প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থাও করবে। কাজটা ওদের বয়স হিসেবে দুঃসাহসিক হলেও, স্বপ্ন থাকলে কেইবা আটকায়!পঞ্চগড়সহ বিভিন্ন জেলা ঘুরে যখন ওরা ফিরে আসে, তখন পকেটভর্তি গল্প তাদের। ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের মূল পর্বে সেই গল্প তাদের এনে দেয় লাখ টাকার আর্থিক পুরস্কার। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাদের অনুপ্রেরণা দেন। সেইসঙ্গে সামনে সরকারি অর্থায়নে অফিস সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সাহায্য করারও আশ্বাস দেন। একই প্রতিযোগিতায় সেরা উদ্ভাবন হিসেবেও জিতে নেয় তাদের ‘ডিজিটাল পিস কিপার’ নামের প্রজেক্টটি। রাফিদ আরিয়ান ও তার কাশফুল ফাউন্ডেশনের বন্ধুরা এখন স্বপ্ন দেখে আন্তর্জাতিক মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনা থেকে নিরাপদ থাকার দোয়া

এক দিনের ব্যবধানে ফের বিএনপি থেকে বহিষ্কার ২৬ নেতাকর্মী

ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র

হজযাত্রীদের ভিসার আবেদন শুরুর তারিখ নির্ধারণ

‘আমি প্রেগন্যান্ট’—ভিডিওতে রুবিনার আচমকা ঘোষণা

পাটওয়ারীকে ডিম নিক্ষেপের ঘটনা তদন্তের নির্দেশ

মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা

মহাকাশে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার

অফিসের ব্যস্ততায় ক্ষুধা পেলে যা খাবেন

নির্বাচনে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে

১০

ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার

১১

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় : মির্জা ফখরুল

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

ইসরায়েল-সৌদির সঙ্গে বড় ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের

১৪

বারবার দাওয়াত পেতে মেনে চলুন কিছু সহজ অভ্যাস

১৫

বরেন্দ্র এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

১৬

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

১৭

১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে

১৮

ডিআর কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত

১৯

বিশ্ববাজারে টানা দুই দফায় স্বর্ণের দামে ব্যাপক পতন

২০
X