কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নীলফামারীর ডিমলা উপজেলায় অতিদরিদ্রদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির (এফএফপি) আওতায় নিম্নমানের ও পোকাযুক্ত চাল বিতরণের অভিযোগ তুলেছেন সুবিধাভোগীরা। উপজেলায় ৪১ ডিলারের মাধ্যমে ২০ হাজার ৫৩৯ জন সুবিধাভোগীর মধ্যে খাদ্য অধিদপ্তরের অধীনে এই কর্মসূচির আওতায় এ চাল বিক্রি করা হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিনের পুরোনো, পচা, ইটের টুকরো মেশানো, দুর্গন্ধ ও পোকাযুক্ত নিম্নমানের চাল বিক্রি করা হচ্ছে। এসব চাল ডিমলা উপজেলা খাদ্যগুদাম সরবরাহ করেছে বলে জানিয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের সুবিধাভোগী মো. ফরহাদ হোসেন, খবির উদ্দিন, আবুল কালামসহ একাধিক ব্যক্তি জানান, আগে ১০ টাকা কেজি দরে চাল নিয়েছে। সেগুলো অনেক ভালো ছিল; কিন্তু ১৫ টাকা কেজি নিচ্ছে তবুও পুরোনো, পচা, দুর্গন্ধ ও পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে। ডিলারকে বলেছি। তিনি জানিয়েছেন তার কিছু করার নেই। যে চাল আসে, তিনি সেই চালই বিক্রি করেন।
দক্ষিণ খড়িবাড়ী গ্রামে রাশিদা বেগম বলেন, ‘মুই গরিব মানসি। হামার শেখের বেটি হাসিনা মাই অল্প টাকাত চাউল দিছে। সেই চাউলের ভাত খাবারে পাওনা। চাউলে পোকা, পচা, গোন্ধ আইসে। মানসি গিলার এত্তি (ডিলারের কাছে) আসনুং। ওমা তো ফিরি দেইল।’
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ডিলার পয়েন্টগুলোয় ভালো চালের আশায় তারা প্রতিবাদ করে আসছেন; কিন্তু বিষয়টি নজরে নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর পচা চাল ফেরত দিতে ক্রেতারা গেলে উল্টো ডিলারের অসদাচরণের শিকার হচ্ছেন সুবিধাভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, খাদ্যগুদাম থেকে আমাদের বিক্রয় পয়েন্টে যে চাল সরবরাহ করা হচ্ছে, বেশির ভাগেই পোকা, ভাঙা ও ছত্রাকযুক্ত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি; কিন্তু তাতেও প্রতিকার পাচ্ছি না।
উপজেলা খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) কাজল রেখা বলেন, গোডাউন থেকে যে চাল সরবরাহ করা হয়েছে, সে চালে কোনো পোকা ছিল না। পরে পোকা আসতে পারে। আর খাদ্যদ্রব্যে পোকা আসবে এটিই স্বাভাবিক। তার কিছু পরেই তিনি বলেন, দু-একটা বস্তায় পোকা থাকতে পারে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এনামুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। এলএসডির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।
নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশিদ বলেন, নিম্নমানের চালের ব্যাপারে কোনো উপকারভোগী বা ডিলার কিছুই জানাননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং এলএসডির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১
নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ
২
কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন
৩
দেশে স্বর্ণের দাম কমলো
৪
দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু
৫
পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!
৬
৫০তম বিসিএস পরীক্ষা শুরু
৭
আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত
৮
গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি
৯
সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি
১০
ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া
১১
জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার
১২
সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ
১৩
রাজধানীতে আজ কোথায় কী
১৪
কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
১৫
চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা
১৬
৫০তম বিসিএসের প্রিলি আজ
১৭
বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল