কালবেলা প্রতিবেদক
২১ মে ২০২৩, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

সাইবার অপরাধে ভুক্তভোগীর ১৫ শতাংশই শিশু

দেশে বিভিন্ন সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের মধ্যে ১৪.৮২ শতাংশের বয়স ১৮ বছরের নিচে তথা শিশু। এসব শিশু সাইবার জগতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি অপরাধের শিকার হয়। ফলে সাইবার জগতে এখনো ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়ে গেছে শিশুরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

এতে বলা হয়, সাইবার বুলিংয়ের মতো অপরাধ কমলেও শিশুদের প্রতি হওয়া সাইবার অপরাধ কমেনি। ২০২৩ সালের জরিপে ভুক্তভোগীর ১৪ দশমিক ৮২ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে, যা ২০১৮ সালের জরিপের তুলনায় ১৪০ দশমিক ৮৭ শতাংশ বেশি। এর মধ্যে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি (২ শতাংশের বেশি) অপপ্রচারের শিকার হয় শিশুরা। বয়সভিত্তিক অপরাধের ধরনে ভুক্তভোগীদের মধ্যে তরুণরা (১৮-৩০ বছর) সর্বোচ্চ ১২ শতাংশের বেশি একই ধরনের অপরাধের শিকার হয়ে থাকেন। সাইবার বুলিংয়ের মতো অপরাধ ২০২২ সালে ৫২ দশমিক ২১ শতাংশ যেখানে ২০১৭ সালে ছিল ৫৯ দশমিক ৯০ শতাংশ।

পাশাপাশি প্রতিবেদনে ২০১৫-২০২৩ সালের মার্চ পর্যন্ত সময়ের পরিসংখ্যান পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বেশ কয়েকটি গ্রাফে। সেখানে ১১টি ট্যাবে করা তথ্য বিশ্লেষণে ‘অন্যান্য’ অপরাধের মাত্রা ক্রমেই বাড়ছে বলে দৃষ্টিগোচর হয়েছে। ২০২২ সালের প্রতিবেদনে যেখানে অন্যান্য অপরাধ ছিল ১ দশমিক ৮১ শতাংশ, ২০২৩ সালে প্রতিবেদনে এটি ৬ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে।

সামাজিক মাধ্যমসহ অন্যান্য আইডি হ্যাকিংয়ের ঘটনাগুলো ধারাবাহিকভাবে কমলেও আর্থিক প্রতারণা থেমে নেই। ২০২২ সালে ভুক্তভোগীদের ১৪ দশমিক ৬৪ শতাংশই অনলাইনে পণ্য কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে ভুক্তভোগীদের মধ্যে সামাজিক মাধ্যমের আইডি হ্যাকিংয়ের শিকার সর্বোচ্চ ২৫ দশমিক ১৮ শতাংশই নারী।

সিক্যাফ বলছে, সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের মধ্যে অভিযোগকারীর সংখ্যা দিন দিন কমছে। ২০১৮ সালের জরিপে যেখানে অভিযোগকারীর শতকরা হার ছিল ৬১ শতাংশ, ২০২৩ সালে এসে তা ২০ দশমিক ৮৩ শতাংশে নেমেছে। সিক্যাফ-এর প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ জরিপে ভুক্তভোগীদের ৭৫ শতাংশের বয়সই ছিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি

১২ দিন স্মৃতিসৌধে যেতে মানা

ফেলিক্সের গোলে অ্যাথলেটিকোকে হারাল বার্সেলোনা

শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

৪ ডিসেম্বর : নামাজের সময়সূচি

৪ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে

সোমবার ঢাকার যেসব এলাকায় যাবেন না

রাশিফল অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি

নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা

ময়মনসিংহে ২৪ জনের মনোনয়নপত্র বাতিল

১০

চাঁপাইনবাবগঞ্জে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

১১

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

১২

ট্রেনে কাটা পড়ে দুই বৃদ্ধ নিহত

১৩

শরিকদের সঙ্গে আজ বসবেন শেখ হাসিনা

১৪

হাঁসে ধান খাওয়ায় পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

১৫

মানিকগঞ্জ-২ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল

১৬

এমপি হতে চেয়ারম্যানের পদত্যাগ, বাছাইয়ে বাতিল হলো মনোনয়ন

১৭

স্বাধীনতা কাপের সেমিতে আবাহনী-রহমতগঞ্জ

১৮

টটেনহামের কাছেও পয়েন্ট খোয়ালো ম্যানসিটি

১৯

ভোলায় বিএনপির মশাল মিছিল

২০
X