রাজশাহী ব্যুরো ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৯:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থী সংঘর্ষে বিনোদপুর রণক্ষেত্র

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থী সংঘর্ষে বিনোদপুর রণক্ষেত্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সংঘর্ষে গতকাল শনিবার রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া চার ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে উভয়পক্ষে অন্তত দুই শতাধিক আহত হন। সংঘর্ষ চলাকালে বেশকিছু দোকানপাটে অগ্নিসংযোগ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিনোদপুর ফটকের পুলিশ বক্সটি পুড়িয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সাত প্লাটুন বিজিবি। ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিশ্ববিদ্যালয় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। তাদের তৎপরতায় রাত ১১টার দিকে কমে আসে সংঘর্ষের উত্তাপ। এদিকে আজ রোববার ও আগামীকাল সোমবার সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। সংঘর্ষ শুরুর প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে এ ঘোষণা দেন তিনি। ঘোষণার পর শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপাচার্য। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় হাতমাইকে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তোমাদের প্রতি অনুরোধ, হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। বিনোদপুর বাজারে অবস্থান নেওয়া সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খারাপ আঁচ করতে পেরে আরএমপি কমিশনারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলি। তাৎক্ষণিক সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংঘর্ষে দেড়শ জনের বেশি আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪৭ জনকে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, সংঘর্ষে ঘটনায় অন্তত দুই শতাধিক শিক্ষার্থীই আহত হয়েছেন। অনেকেই বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামে একটি বাসে বিনোদপুর পৌঁছান। এর আগে আসনে বসাকে কেন্দ্র করে তার সঙ্গে বাসের চালক শরিফুল ও হেলপার রিপনের কথা-কাটাকাটি হয়। পরে বাসটি বিনোদপুর বিশ্ববিদ্যালয় গেটে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর আবারও বাগবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ালে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সমাজবিজ্ঞান বিভাগের আরও শিক্ষার্থী জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করেন। শুরু হয় ব্যাপক সংঘর্ষ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা বিনোদপুর বাজারে অবস্থান নেন। শিক্ষার্থীরা অবস্থান নেন বিনোদপুর ফটকের ভেতরে ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিনোদপুর বাজারে অবস্থান নেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। রাত ৮টার পরে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন ঘটনাস্থলে পৌঁছান। তিনি সব পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেন। এর পরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে এই সংঘর্ষ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বিনোদপুর বাজারে গেলে তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। এতে সংঘর্ষ আরও বিস্তৃত হয়। বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে উভয়পক্ষ। বিনোদপুর বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ বলেন, ব্যবসায়ীরা এক ব্যক্তিকে শিক্ষার্থীদের থেকে উদ্ধার করতে গেলে উল্টো শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশের সামনেই তারা বিনোদপুরের কয়েকটি দোকানে আগুন দেয় ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ পরিস্থিতিতে পুরো ক্যাম্পাস থমথমে হয়ে ওঠে। আবাসিক হলগুলো থেকে সাধারণ শিক্ষার্থীরা বের হয়ে বিনোদপুর ফটকে অবস্থান নেন। বিনোদপুর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। রাত সাড়ে ১০টায় রাজশাহীর বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ঘটনাস্থলে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত ১২টার দিকে মতিহার থানার ওসি হাফিজুর রহমান কালবেলাকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে ৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান

নোয়াখালীতে দখলমুক্ত ফুটপাত, ব্যবসায়ীদের জরিমানা

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই

ছিলেন জন্মগত বয়রা, গ্রেনেড হামলার ভুক্তভোগী সেজে ‘আওয়ামী গডফাদার’

গাজার যোদ্ধাদের প্রধান নিহত, যা বলছে পশ্চিমা বিশ্ব

ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে

মন খারাপ হলেই বিল্লাল দখলে নিতেন অন্যের সম্পদ

কে এই ইয়াহিয়া সিনওয়ার

খাতা না দেখেই মনগড়া রেজাল্ট দিয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

চিলমারীতে নদীতে ৫০০ হেক্টর জমি, নিঃস্ব ৩০০ পরিবার

১১

বায়তুল মোকাররম মসজিদে নতুন খতিব নিযুক্ত 

১২

১৮ অক্টোবর : ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৩

১৮ অক্টোবর : নামাজের সময়সূচি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৫

বেরোবিতে ছিনতাইকারী গ্রেপ্তার

১৬

ধর্মপাশায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্লান নেওয়া হবে’

১৮

বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩  

১৯

দেবিদ্বারে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২০
X