মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা দেন।
কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মার্চ সকাল ১১টায় মহানগর নাট্যমঞ্চে বা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অনুমতিসাপেক্ষে আলোচনা সভা। ২৬ মার্চ ভোরে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও ঢাকায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, ২৭ মার্চ সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা গণসমাবেশ। দিবস উপলক্ষে বিএনপি পোস্টারও প্রকাশ করবে। জেলা-উপজেলায় দলের সব ইউনিট স্বাধীনতা দিবসের কর্মসূচি করবে।