আওয়ামী লীগের চেয়ে বড় চোর পাওয়া যাবে না : মির্জা ফখরুল
সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আওয়ামী লীগের চেয়ে বড় চোর পাওয়া যাবে না : মির্জা ফখরুল
আওয়ামী লীগের চেয়ে বড় চোর বিশ্বে আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি ঘোষিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে: ২৭ দফা রূপরেখার গুরুত্ব ও অপরিহার্যতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ১২ দলীয় জোট।
সভায় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ হলো চোর। এর চেয়ে বড় চোর বিশ্বে আর খুঁজে পাওয়া যাবে না। এখন তারা যমুনা নদী সংকুচিত করতে প্রকল্প নিয়েছে। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? চিৎকার দিয়ে বলতে পারি, আমরা এই বাংলাদেশ চাইনি।
মির্জা ফখরুল বলেন, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যে নির্বাচন হয়, সেটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। সেই নির্বাচন সবাই সম্মানের চোখে দেখে। কিন্তু গত বুধবার নির্বাচন ঘিরে যা ঘটেছে, তা দেশের নির্বাচন ব্যবস্থার জন্য কলঙ্কজনক ঘটনা। এই ঘটনা প্রমাণ করে, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। এখন মনে হয় সরকারও নেই। কারণ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ব্যবস্থা তারা ভেঙে দিয়েছে। কিছুদিন আগে প্রেস ক্লাবের নির্বাচন ব্যবস্থা নষ্ট করেছে। এই বাংলাদেশ টিকে থাকবে কি না, গণতন্ত্র থাকবে নাকি উত্তর কোরিয়ার মতো পুরোপুরি একটা রেজিমেন্টেড কর্তৃত্ববাদী দেশে পরিণত হবে, তা আজ আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে জাতীয় পার্টি ও জামায়াতকে নিয়ে ৭৩ দিন হরতাল করেছিল। আজ তারা সেটি বাতিল করে ফেলেছে। আসুন আমরা সবাই মিলে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব।
১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বিএলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির আবদুল করিম আব্বাসী, শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির আহসান হাবিব লিংকন, এনডিপির আবু তাহের, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুর রকীব, মাওলানা আবদুল করিম, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার রাশেদ প্রধান প্রমুখ বক্তব্য দেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন
১
ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি
২
বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান
৩
সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ
৪
তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি
৫
তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
৬
স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর
৭
বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর
৮
পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
৯
যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান
১০
জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন
১১
রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়