পেটে ব্যথা হচ্ছিল ২৬ বছর বয়সী অ্যাকাউন্ট্যান্ট যশপাল সিংয়ের। করছিলেন রক্তবমিও। ফলে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে যে তথ্য জানা গেল তাতে আশ্চর্য হবেন যে কেউই! ওই যুবক নাকি একে একে গিলেছেন ৫৬টি ব্লেড।
ঘটনাটি ভারতের রাজস্থানের জালোর জেলার। তিনি থাকতেন তার চার বন্ধুর সঙ্গে। তারাই মূলত যশপালকে স্থানীয় মেডিপ্লাস হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা শেষে তার পেটে খুঁজে পান ব্লেডের অস্তিত্ব। এরপর তাকে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নাসরি রাম দেবাশির নেতৃত্বে একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করে। এ সময় যশপালের পেট থেকে ৫৬টি ব্লেড বের করা হয়।
দেবাশি জানান, যশপাল তিন প্যাকেট ব্লেড ভেঙে খেয়ে ফেলেন। যদিও খাওয়ার সময় এগুলো প্লাস্টিকে মোড়ানো ছিল। কিন্তু যখন প্লাস্টিক গলে গেল তখন ব্লেডের কারণে পেটের অভ্যন্তরের বেশ কিছু জায়গা কেটে যায় এবং তার রক্তবমি শুরু হয়। অবসাদ বা দুশ্চিন্তা থেকে হয়তো তিনি ব্লেড খেয়ে ফেলেছিল। তার অস্ত্রোপচারে সাত সদস্যের চিকিৎসক দলের প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।
বিষয়টি শোনার পর যশপালের আত্মীয়রা হতবাক হয়ে যান। তারা বলছেন, শেষবার যখন কথা হয়েছিল তখন সে খুবই স্বাভাবিক ছিল। এ বিষয়ে যশপালও কিছু জানায়নি। তবে এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে। সূত্র: এবিপি লাইভ