সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
বাংলাদেশের বিজ্ঞানী মনীষা দাস চৈতী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ল্যান্ডস্যাট ক্যাল/ভাল’ দলের হয়ে রবার্ট এইচ গডার্ড পুরস্কার ২০২২ পেয়েছেন। লিখেছেন রীতা ভৌমিক
নরসিংদী জেলার রায়পুরা থানার তাত্তাকান্দা গ্রামের মেয়ে মনীষা দাস চৈতী। তার বেড়ে ওঠা নরসিংদী শহরে। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন। খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (কুয়েট) থেকে ২০১৭ সালে স্নাতক করেন। স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে ২০১৯ সালে বৈদ্যুতিক প্রকৌশলে এমএস করতে যান। সেখানে তিনি ইই বিভাগে ইমেজ প্রসেসিং ল্যাবে স্নাতক গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন। তার গবেষণা প্রকল্পটি ইউএসজিএস ইআরওএস অর্থায়নে চলছে। এর সঙ্গে মার্কিন সরকারি সংস্থা এবং স্যাটেলাইট গবেষণাও সম্পৃক্ত রয়েছে। এ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এসডিএসইউতে ল্যাবে ইমেজ প্রসেসিংয়ের অংশ হিসেবে মনীষা ল্যান্ডসেট ক্যালিব্রেশন/ভ্যালিডেশন টিমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি একটি অ্যাবসলিউট ক্যালিব্রেশন মডেল তৈরির মাধ্যমে এ প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি সর্বোচ্চ স্তরে সক্রিয় ল্যান্ডস্যাট স্যাটেলাইট ডেটার গুণমান বজায় রাখতে এবং ল্যান্ডস্যাট স্যাটেলাইট মিশনের কর্মক্ষমতা পরিমাপ করার ক্ষেত্রে ক্যাল/ভাল টিমের সক্ষমতা বাড়িয়েছে। ল্যান্ডস্যাট স্যাটেলাইট ডেটা পণ্যটি নগর পরিকল্পনা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণসহ বিশ্বব্যাপী বিভিন্ন খাতে ব্যবহৃত হয়। এ ছাড়া তিনি রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি করছেন।
এ সম্পর্কে ইউএসজিএস ইআরওএস ক্যাল/ভ্যাল-এর ম্যানেজার কোডি অ্যান্ডারসন বলেন, ‘এমন অসাধারণ কাজের জন্য অত্যন্ত পরিশ্রমী, নিবেদিত, বড় ও আত্মবিশ্বাসী দলের প্রয়োজন, ল্যান্ডস্যাট ক্যাল/ভ্যাল তেমনই একটি দল। আমি অভিভূত এই দলে বিশ্বের কয়েকজন সেরা বিজ্ঞানী রয়েছেন। যারা তাদের অসাধারণ মেধা এবং জানার গভীরতাকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ তিনি আরও জানান, দলটি পরবর্তী সময়ে ল্যান্ডস্যাট নেক্সট মিশনের জন্য পরিকল্পনা করছে।
এমন মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তিতে মনীষা দাস চৈতী বলছিলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমাদের কাজকে মূল্যায়ন করে নাসা এ পুরস্কার দিয়েছে। এ পুরস্কার সামনের দিনগুলোতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।’ এ ছাড়াও তিনি মহাকাশ বিজ্ঞানে আগ্রহী দেশের শিক্ষার্থীদের কথা তুলে ধরে বলেন, ‘আমার এ অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদেরও মহাকাশবিষয়ক পড়াশোনায় অনুপ্রেরণা জোগাবে। এখানে আসতে হলে স্নাতকের গবেষণা পত্রটি সঠিকভাবে তৈরি করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি কাজে লাগবে। স্নাতক সম্পন্ন হলেই সময় নষ্ট না করে জিআরই, আইইএলটিএস দিতে হবে। যেহেতু আমাদের দেশের গবেষণা কর্মকাণ্ড অন্যান্য দেশের থেকে পিছিয়ে রয়েছে। সেজন্য নিজেকে এগিয়ে নিতে এভাবেই তৈরি করতে হবে। উচ্চশিক্ষা এবং গ্রেড স্কুলগুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম দেখা যায়।
মনীষার বাবা শত্রুঘ্ন চন্দ্র দাস ছিলেন একজন ব্যাংকার। ২০১২ সালের ৬ অক্টোবর বাবাকে হারান তিনি। ওই বছরই তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। বাবা না থাকার অভাব কখনো অনুভব করতে দেননি মা রীতা দাস। মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতায় তিনি নিজ লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছেন। তিন বোনের মধ্যে মনীষা দাস চৈতী ছোট। বড় দুই বোন বাংলাদেশে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু
১
জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য
২
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
৩
ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক
৪
রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব
৫
অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা
৬
‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’
৭
মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার
৮
তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান
৯
জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে
১০
আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন
১১
আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?
১২
ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক
১৩
গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়
১৪
লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু
১৫
শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল
১৬
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা
১৭
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত
১৮
প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?
১৯
অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে