সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০৯:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, ইইউকে জানাল বিএনপি

নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, ইইউকে জানাল বিএনপি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের মানবাধিকার, গণতন্ত্রসহ সার্বিক পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অবহিত করেছে বিএনপি। গতকাল রোববার ইইউ রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছে দলটি। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সারা বিশ্বের যারা গণতান্ত্রিক দেশে আছে, সবাই নিবিড়ভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে। এর অংশ হিসেবে তারা (ইইউ) দেখছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কী? মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেমন। বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কা কাজ করছে, দেশের ভেতরে, দেশের বাইরে সেটার ওপর স্বাভাবিকভাবে তাদের একটা দৃষ্টি তো আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকে এই আলাপটা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান। গুলশানের এবিসি হাউসে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টা এই বৈঠক হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ফ্রান্স, ইতালি, সুইডেন, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা ছিলেন। নির্বাচনী ব্যবস্থা নিয়ে কী আলাপ হয়েছে, জানতে চাইলে আমীর খসরু বলেন, বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, এখানে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে। এই প্রেক্ষাপটেই তো আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে যদি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাহলে বাংলাদেশ যে সংকটের দিকে যাবে, এ শঙ্কা দেশের ভেতরে যেভাবে কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে। এ শঙ্কা থেকে তারা (ইইউ) জানতে চাচ্ছে, কীভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে, কীভাবে এটাকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়। আসলে সবার উদ্দেশ্য একটাই– বাংলাদেশের মানুষের যে চিন্তা যে এটাকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনাটা হচ্ছে। নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান কী আপনারা ইইউকে পরিষ্কার করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না– সেটা আমরা খোলাখুলিভাবে বলেছি। বিশ্বের যারা বাংলাদেশের ওপর নিবিড়ভাবে কাজ করছে, পর্যবেক্ষণ করছে, সবার কাছে এটা পরিষ্কার করা হয়েছে, বর্তমান দখলদার, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না। এ বিষয়টি প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, তাদের কাছে জানা আছে। বিষয়গুলো নিয়ে ইইউ কী মনে করে, জানতে চাইলে আমীর খসরু বলেন, তারা কী মনে করেন, সেটা তারাই বলতে পারবে। আমি তো বলতে পারব না। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিষয় আলোচনায় উঠেছে কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম

বসার ভঙ্গিই বলে দেবে আপনি মানুষ হিসেবে কেমন

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

মেটার একজন এআই প্রকৌশলীর এত আয়!

ব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান, জানাল প্রাণহানির সংখ্যা

পুলিশের গ্রেপ্তার অভিযানের ১ ঘণ্টা পর মিলল যুবদল নেতার লাশ

ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার উপকারিতা জানলে অবাক হবেন

আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান

১০

গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’

১২

মুরাদনগরে হত্যাকাণ্ড / স্বীকারোক্তি দেননি ‘অন্যতম পরিকল্পনাকারী’ বাচ্চু

১৩

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

১৪

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

১৫

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

১৬

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

১৭

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

১৮

০৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

০৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

২০
X