ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৩, ০৯:১০ এএম
প্রিন্ট সংস্করণ

মাছ নেই, পেশা ছাড়ছেন করতোয়াপাড়ের জেলেরা

মাছ নেই, পেশা ছাড়ছেন করতোয়াপাড়ের জেলেরা
দীর্ঘদিন নদীর নাব্য ধরে না রাখার কারণে এক সময়ের খরস্রোতা করতোয়া নদী প্রায় ভরাটের দ্বারপ্রান্তে। শুকনো মৌসুমে কিছু কিছু জায়গায় পানির দেখা মিললেও, অধিকাংশ নদী ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। পানিশূন্য নদীতে মাছ ধরতে না পেরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীপাড়ের জেলেরা পড়েছেন অতি সংকটে। নদীর এমন আচরণে অনেক জেলে পরিবার তাদের বাপ-দাদার পেশা ছেড়ে জীবন-জীবিকার প্রয়োজনে চলে যাচ্ছেন অন্য পেশায়। জেলেপাড়ার ওহিদুল জেলে জানান, নদীতে তেমন মাছ নেই। জালে আর মাছ উঠে না। পরিবার নিয়ে জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেকে বাপ-দাদার পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। অনেকে আবার প্রস্তুতি নিয়েছেন পৈতৃক পেশা ছেড়ে দেবেন। ‘গত চার-পাঁচ মাস ধরে অন্যের বাড়িতে কূপ খুঁড়ে সংসার চালাতে হচ্ছে। আগে জাল দিয়ে নদীতে মাছ ধরে সংসার চালাতাম। নদীর সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক; কিন্তু নদীতে জাল দিয়ে মাছ ধরে আর সংসার চালানো যাচ্ছে না’—বলেন হঠাৎপাড়ার জেলে আমিরুল। হঠাৎপাড়ার আরেক জেলে ময়নুল বলেন, নদীতে মাছ নেই তাই নিরুপায় হয়ে ইজিবাইক চালাচ্ছি। এভাবে নদীতে মাছ না থাকলে হয়তো আর ওই পেশায় ফিরব না। জেলে ফরিদুল বলেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু ধরতে পারি না। একসময় নদনদীতে প্রচুর মাছ ছিল, খাল-বিল ছিল উন্মুক্ত, তাই জেলে পরিবারগুলোর কর্মসংস্থানের সুযোগ ছিল। তাদের ঘরে অভাব ছিল না। করতোয়াপাড়ের ফুলহার গ্রামের মাহাবুব মণ্ডল বলেন, পৈতৃক পেশা আঁকড়ে ধরে বাঁচতে চাই কিন্তু নদনদীতে মাছ না থাকায় সংসার আর চলে না। নদনদীগুলো বছরের বেশিরভাগ সময় শুকনো থাকায় মাছের প্রজনন ঘটে না। যে কারণে আশানুরূপ মাছও পাওয়া যায় না। আমি অন্য পেশায় চলে যাব। ঘোড়াঘাট উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নদীর নাব্য সংকটের কারণে মাছের আভাসস্থল হুমকির মুখে পড়েছে। আর এতে করে জেলেরা নদীতে মাছ পাচ্ছেন না। তাই অনেক জেলে তাদের পেশা পরিবর্তন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনা নিয়ে মুখ খুললেন ইব্রাহিম

পর্যটককে ছুরিকাঘাত, ২৪ ঘণ্টায় ৫ ছিনতাইকারী আটক

সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য জানালেন লালবাগের ডিসি

শেখ হাসিনা খালাস পাবেন বলে মনে করেন আইনজীবী

এ মাটিতে যেন আর ভাইয়ে ভাইয়ে রক্ত না ঝরে : ফারুক

কথাকাটাকাটির জেরে হাতাহাতি, সাময়িক বহিষ্কার শিক্ষার্থী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বিয়ে করতে দিতে হবে মোটা অঙ্কের কাবিন, প্রেমিকের কাণ্ড

‘রঘু ডাকাত’-এর প্রদর্শনীতে নেই রুক্মিণী, অবশেষে মুখ খুললেন নায়িকা

১০

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

১১

ইয়ারবাড পরিষ্কার করার ৫ সহজ ও কার্যকর উপায়

১২

‘ডিডিএলজে’-র ৩০ বছর, সিমরান চরিত্র নিয়ে যা বললেন কাজল

১৩

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

সল্ট-ব্রুকের তাণ্ডবে ইংল্যান্ডের বড় জয়

১৫

সেই বাংলাদেশি পর্নো তারকা যুগল নিয়ে যে তথ্য দিল সিআইডি

১৬

আজানের মধ্যেই ইমামের টাকা নিয়ে গেল চোর

১৭

ফরিদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

মায়ের অনুপস্থিতিতে দীপাবলিতে বাড়ি সাজাল শুভশ্রী কন্যা

১৯

ত্রিশালে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X